Advertisement

East Bengal: 'বঞ্চনার শিকার ইস্টবেঙ্গল', AIFF-এর দারস্থ ক্লাব কর্তারা

রেফারির সিদ্ধান্ত নিয়ে ফের সরব হল ইস্টবেঙ্গল ক্লাব। ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচে দু'টি নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় লাল-হলুদ। এমনকি অতীতেও বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচেও রেফারির খারাপ সিদ্ধান্তের শিকার হয়েছিল তাঁদের। এমনটাই দাবি ক্লাব কর্তাদের। আর এই নিয়ে এবার সরব হল ইস্টবেঙ্গল ক্লাব। শুধু তাই নয়, ভিডিও ফুটেজ-সহ প্রমাণ এআইএফএফের কাছে জমা দিচ্ছে ইস্টবেঙ্গল। যদিও বিনিয়োগকারী সংস্থা ইমামির পক্ষ থেকে এই ব্যাপারে কিছুই জানানো হয়নি। 

Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Dec 2023,
  • अपडेटेड 7:39 AM IST

রেফারির সিদ্ধান্ত নিয়ে ফের সরব হল ইস্টবেঙ্গল ক্লাব। ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচে দু'টি নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় লাল-হলুদ। এমনকি অতীতেও বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচেও রেফারির খারাপ সিদ্ধান্তের শিকার হয়েছিল তাঁদের। এমনটাই দাবি ক্লাব কর্তাদের। আর এই নিয়ে এবার সরব হল ইস্টবেঙ্গল ক্লাব। শুধু তাই নয়, ভিডিও ফুটেজ-সহ প্রমাণ এআইএফএফের কাছে জমা দিচ্ছে ইস্টবেঙ্গল। যদিও বিনিয়োগকারী সংস্থা ইমামির পক্ষ থেকে এই ব্যাপারে কিছুই জানানো হয়নি। 

শনিবার ক্লাব তাঁবুতে ইস্টবেঙ্গলের সহকারী সাধারণ সম্পাদক রূপক সাহা বলেন, 'গত কয়েক বছরে এআইএফএফ-কে এ ব্যাপারে বহু বার জানালেও কোনও সুরাহা হয়নি। শুক্রবারের ম্যাচে ইস্টবেঙ্গল তিন তিনটি পেনাল্টি পায়নি।' এখানেই থেমে না থেকে রূপকের অভিযোগ, 'ওড়িশার এক ফুটবলারকে লাল কার্ড দেখানো উচিত ছিল। সেটাও হয়নি। বেঙ্গালুরু ম্যাচে এই রেফারিই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পেনাল্টি দিয়েছিলেন। ওটা কোনও ভাবেই পেনাল্টি ছিল না। অতীতে বার বার এআইএফএফ ইস্টবেঙ্গলের আবেদন প্রত্যাখ্যান করেছে। তবু শুক্রবারের ম্যাচের ভিডিও দেখিয়ে প্রতিবাদ করা হয়েছে।' 

এ দিকে রেফারির ভুল সিদ্ধান্ত নিয় মুখ খুলেছেন লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। এই নিয়ে লাল-হলুদ কোচ বলেন, 'আমরা তিন পয়েন্টের জন্যই মাঠে নেমেছিলাম। শেষ মিনিটেও আমরা ওদের বক্সে কোণঠাসা করে দিয়েছিলাম। ওরা আমাদের চেয়ে বেশি পরিবর্ত খেলোয়াড় নামিয়েছে। তা সত্ত্বেও আমাদের ছেলেরা যথেষ্ট পরিশ্রম করে ম্যাচটা ড্র রেখেছে। আমরা একাধিক সহজ সুযোগ পেয়েছিলাম। দুটো স্পষ্ট পেনাল্টিও পাওয়ার কথা আমাদের। আমরা তিন পয়েন্টের অনেক কাছাকাছি গিয়েও পারলাম না। এই তিন পয়েন্ট আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল।'

রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ রয়েছে মোহনবাগান সমর্থকদেরও। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচে তিনটি লাল কার্ড দেখানো হয়েছিল সবুজ-মেরুন ফুটবলারদের। সেই তালিকায় যেমন ছিলেন লিস্টন কোলাসো ঠিক তেমনই ছিলেন রক্ষণের দুই স্তম্ভ আশিস রাই ও হেক্টর উস্তে। 
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement