এটিকে মোহনবাগানের মত দল গড়তে হবে। ইমামি কর্তাদের কাছে এমন আর্জি জানালেন ইস্টবেঙ্গল কর্তারা। স্বদেশি ফুটবলারদের নিতে গিয়ে সমস্যায় পড়তে হতে পারে ইস্টবেঙ্গলকে। তাই ভাল মানের বিদেশি ফুটবলার সই করিয়ে সেই খামতি ঢাকার চেষ্টা করবে তারা। সেই উদ্দেশ্যে বিদেশি ফুটবলারদের সঙ্গে কথাবার্তা বলছেন কর্তারা। সুত্রের খবর, ইতিমধ্যেই দুই বিদেশির সঙ্গে কথাবার্তা সেরে ফেলেছে ইস্টবেঙ্গল। ক্লাব কর্তারা চুক্তি সইয়ের ব্যাপারে সম্মতি দিতেই ট্রান্সফার মার্কেটে ঝাঁপিয়ে পড়ে ইস্টবেঙ্গল।
শোনা যাচ্ছে, দুই জনই এর আগে আইএসএল-এ সাফল্যের সঙ্গে খেলেছেন। নর্থইস্ট ইউনাইটেডে খেলা ডেশর্ন ব্রাউন ও ওড়িশা এফসিতে খেলা আরিদাই কাব্রেয়া। ব্রাউন যেমন গোল করে দলকে জেতান ঠিক তেমনি আরিদাই উইং বরাবর আক্রমণ করেন। এই দুই বিদেশির পাশাপাশি আগে থেকেই দলে রয়েছেন ইভান গঞ্জালেজ। এই মরশুমে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপিয়ে খেলতে যে তিনি মুখিয়ে রয়েছেন তা নিজেই ট্যুইট করে জানিয়েছেন ইভান।
নর্থইস্টে দারুণ সফল ব্রাউন
২০২০ মরশুমে বেঙ্গালুরু এফসি হয়ে খেললেও ভাল কিছু করতে পারেননি ব্রাউন। ১৭ ম্যাচে মাত্র ৩ গোল করেন তিনি। তবে ব্রাউন নর্থইস্টে এসেই নিজের জাত চেনান। অর্ধেক মরশুমের মধ্যেই ১২ গোল করে ফেলেন তিনি। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে একটা হ্যাটট্রিকও ছিল তাঁর। গত বছর মে মাসে ব্রাউনের সঙ্গে চুক্তি শেষ হয়ে যায় নর্থ ইস্টের। তারপরেই ফ্রি প্লেয়ার হিসেবে ছিলেন তিনি। এখন দেখার ইস্টবেঙ্গল ব্রাউনকে সই করাতে পারে কি না।
ট্রান্সফার ফি দিয়ে আনতে হবে আরিদাই কাব্রেয়াকে
আরিদাই কাব্রেয়ার নাম শোনা গেলেও তাঁকে আনতে মোটা টাকা খরচ করতে হবে। ইতিমধ্যেই স্পেনের ক্লাব ইন্টার ক্লাব ডিএসকালাডসে সই করে ফেলেছেন তিনি। ৩৩ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলার এর আগে স্পেনের ক্লাব ভ্যালেন্সিয়া বি, রিয়েল বেতিস বি দলে খেলেছেন।