Advertisement

East Bengal: দলে যোগ দিয়েই গোলের মধ্যে ইৎসুকি, শিল্ডের ফাইনালের প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলের

একটা ম্যাচ বাকি থাকলেও, আইএফএ শিল্ড ফাইনালের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। দলের সঙ্গে যোগ দিয়েই গোলের মধ্যে ষষ্ঠ বিদেশি  হিরোশি ইৎসুকি। ম্যাচ ফিট হওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ফলে খুশির হাওয়া ইস্টবেঙ্গলে।

হিরোশি ইৎসুকিহিরোশি ইৎসুকি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Oct 2025,
  • अपडेटेड 8:41 PM IST

একটা ম্যাচ বাকি থাকলেও, আইএফএ শিল্ড ফাইনালের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। দলের সঙ্গে যোগ দিয়েই গোলের মধ্যে ষষ্ঠ বিদেশি  হিরোশি ইৎসুকি। ম্যাচ ফিট হওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ফলে খুশির হাওয়া ইস্টবেঙ্গলে।
 
আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে খেলতে নামার আগে, ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজো জানিয়ে ছিলেন, 'ছয় বিদেশীসহ, আমরা আইএফএ শিল্ডে খেলব।' তারপর থেকেই সকল ইস্টবেঙ্গল সমর্থকদের মনে প্রশ্ন উঠেছিল, তাহলে ষষ্ঠ বিদেশি হিরোশি ইৎসুকি কবে আসবেন কলকাতায়? যদিও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছিল, শিল্ডের দ্বিতীয় ম্যাচের আগেই শহরে চলে আসবেন এই জাপানি ফরোয়ার্ড। 

সেই মতই বৃহস্পতিবার রাতে, কলকাতায় পা রেখেছিলেন হিরোশি ইবুসুকি। তারপর একদিনের বিশ্রাম নিয়েই, শনিবার লাল-হলুদের অনুশীলনেও নেমে পড়লেন তিনি। শুরুতে দলের সকল ফুটবলারদের সঙ্গে আলাপ আলোচনা সেরে, অনুশীলন শুরু করলেন হিরোশি। যেহেতু প্রথম দিন, তাই খুব বেশি কঠোর অনুশীলন হিরোশিকে করাননি অস্কার। বেশ কিছুক্ষণ শারীরিক অনুশীলনের পর, পাসিং অনুশীলনও করতে দেখা গেছে তাঁকে। প্রথম দিনের অনুশীলনেই বেশ কিছু সুন্দর গোলও করেছেন তিনি। 

ডিমানটাকোসের বদলি হিসেবেই ইস্টবেঙ্গলে এসেছেন হিরোশি। ৯ নম্বর জার্সি পরবেন তিনি। ফলে লাল-হলুদ জার্সি গায়ে হিরোশির পারফরম্যান্সের দিকেই তাকিয়ে ইস্টবেঙ্গল জনতা। এদিকে শনিবারের অনুশীলনে সাইডলাইনে দেখা গিয়েছে দলের স্প্যানিশ মিডিও সউল ক্রেসপোকে। তবে সাইডলাইনে থাকলেও, সূত্র মারফত জানা যাচ্ছে কোনরকম চোট নেই সউলের। 

এছাড়াও সাইডলাইনে ছিলেন প্রভাত লাকরা এবং রামসাঙ্গাও। এছাড়া বাকি দলের সকলেই অনুশীলন করেছেন। তবে শনিবার দলকে হালকা অনুশীলনই করিয়েছেন অস্কার। শেষের দিকে বেশ কিছুক্ষণ দুই প্রান্ত থেকে বল ভাসিয়ে আক্রমণভাগের ফুটবলারদের দিয়ে গোল তুলে নেওয়ার অনুশীলনও হয়েছে। অন্যদিকে আইএফএ শিল্ডের উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গলকে খেলতে হয়েছিল কল্যাণী স্টেডিয়ামে। সেই ম্যাচের ভেন্যু পরিবর্তনের অনুরোধও করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু সেটা শোনা হয়নি। এদিকে শনিবারের নামধারী-শ্রীনিধি ডেকান ম্যাচ কল্যানী থেকে সরিয়ে আনা হয়েছে কিশোর ভারতীতে। যেই কারণে শনিবার অনুশীলন শেষে ক্ষোভ উগরে দিয়েছেন অস্কার।

Advertisement
Read more!
Advertisement
Advertisement