Advertisement

East Bengal: বার্সেলোনার সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গল? লাল-হলুদ সমর্থকদের খোঁচা মোহনবাগানকে

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার (FC Barcelona) রিলসে এবার ইস্টবেঙ্গল (East Bengal)। সাধারণ সেই ভিডিওতে অনেক ক্লাবের লোগোর মধ্যেই ইস্টবেঙ্গলকে খুঁজে পেলেন লাল-হলদ সমর্থকরা। যা নিয়ে বেশ শোরগোল পড়ে গেল সোশ্যাল মিডিয়ায়। এমন চমক আশাই করতে পারেননি ইস্টবেঙ্গল সমর্থকরা (East Bengal Supporters)। 

বার্সেলোনার রিলসে ইস্টবেঙ্গলবার্সেলোনার রিলসে ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jun 2023,
  • अपडेटेड 3:06 PM IST

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার (FC Barcelona) রিলসে এবার ইস্টবেঙ্গল (East Bengal)। সাধারণ সেই ভিডিওতে অনেক ক্লাবের লোগোর মধ্যেই ইস্টবেঙ্গলকে খুঁজে পেলেন লাল-হলদ সমর্থকরা। যা নিয়ে বেশ শোরগোল পড়ে গেল সোশ্যাল মিডিয়ায়। এমন চমক আশাই করতে পারেননি ইস্টবেঙ্গল সমর্থকরা (East Bengal Supporters)। 

পারফরম্যান্সের দিক থেকে ইস্টবেঙ্গল তলানিতে থাকলেও বার্সেলোনার এই রিলসে লাল-হলুদ ক্লাবের পতাকা ও মশাল দেখতে পেয়ে বেশ উচ্ছ্বসিত ফ্যানরা। ইস্টবেঙ্গলের লোগোর আশেপাশে খুঁজে পাওয়া গেল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City), চেলসি (Chelsea), বুরুশিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখের লোগোও রয়েছে। আইলিগে টানা ব্যর্থতার পর, আইএসএল-এও ব্যর্থ হতে হয়েছে ইস্টবেঙ্গলকে। দিনে দিনে তলানিতে এসে ঠেকেছে পারফরম্যান্স। এবার যদিও ভালো দল গড়তে ঝাঁপাচ্ছে শতবর্ষের ক্লাব। ফলে সদস্য সমর্থকরাও হতাশ, ক্ষুব্ধ। বারেবারে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছে হার সেই কাটা ঘায়ে আরও নুনের ছিটে দিয়েছে। আর এর মধ্যেই বার্সেলোনার শেয়ার করা এই রিলস দেখে মুগ্ধ ইস্টবেঙ্গলের সমর্থকরা।

আরও পড়ুন

আর্থিক সমস্যা মেটাতে জেলায় জেলায় ঘুরতে হচ্ছে ইস্টবেঙ্গল কর্তাদের। সমর্থকদের কাছে ক্রাউড ফান্ডিং-এর মাধ্যমে টাকা চাইছেন তাঁরা। শোনা যাচ্ছে, দল গড়তে গিয়ে সমস্যায় পড়েছে বিনিয়গকারী সংস্থা ইমামিও। ছয় কোটি টাকা কম পড়েছে ইস্টবেঙ্গলের। সেই টাকা তুলে আনতে মরিয়া কর্তারা। এমন কঠিন পরিস্থিতিতে ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে হাসি ফোটাল লিওনেল মেসির প্রাক্তন ক্লাব। বার্সেলোনার ফেসবুক রিলসে লাল হলুদের লোগো দেখে সমর্থকরা দারুণ খুশি। একজন লিখেছেন, ‘লাল হলুদ গোটা বিশ্বে। ভারত থেকে ভালোবাসা রইল।‘ অন্য একজন লিখেছেন, ‘ইস্টবেঙ্গলের লোগো খুঁজে পেলাম। দেখে দারুণ আনন্দ হচ্ছে।‘ আবার মোহনবাগানকে কটাক্ষ করতেও ছাড়েননি অনেকে। তাঁরা লিখেছেন, ‘এই পোস্টে তো সবুজ মেরুনের দেখা পেলাম না!’

জুলাই মাস থেকে অনুশীলনে নেমে পড়বে ইস্টবেঙ্গল। যদিও কলকাতা লিগের জন্য রিজার্ভ দলের অনুশীলন শুরু হয়ে গিয়েছে। এরপর কার্লেস কুয়াদ্রাত এসে গেলে তাঁর তত্ত্বাবধানে অনুশীলন করবে ইস্টবেঙ্গল। যদিও ইতিমধ্যেই বেশ কয়েকজন নামী তারকাকে সই করিয়ে ফেলেছে লাল-হলুদ। নিশু কুমার, নন্দকুমার সহ চার  বিদেশিকে সই করিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল।     
 

Read more!
Advertisement
Advertisement