Advertisement

East Bengal Transfer News: রহিম আলির জন্য মোটা অঙ্কের ট্রান্সফার ফি চাইল চেন্নাইয়েন, নিতে পারবে ইস্টবেঙ্গল?

কার বিনিময়ে রহিম আলিকে (Rahim Ali) দলে নিচ্ছে ইস্টবেঙ্গল (East Begal)? জানা গিয়েছিল, নাওরেম মহেশ সিং-কে (Naorem Mahesh Singh) ছেড়ে দিয়ে চেন্নাইয়েন এফসি-র স্ট্রাইকারকে দলে নিতে পারে লাল-হলুদ। যদিও সূত্রের খবর নাওরেম ইস্টবেঙ্গলেই থেকে যাচ্ছেন। এই মরশুমে দারুণ ছন্দে ছিলেন মহেশ। তাই তাঁকে ছাড়ছে না ইস্টবেঙ্গল। 

রহিম আলি ও ইস্টবেঙ্গলরহিম আলি ও ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 May 2023,
  • अपडेटेड 2:15 PM IST
  • রহিম আলিকে নিতে ঝাঁপাল ইস্টবেঙ্গল
  • মানতে হবে কঠিন শর্ত

কার বিনিময়ে রহিম আলিকে (Rahim Ali) দলে নিচ্ছে ইস্টবেঙ্গল (East Begal)? জানা গিয়েছিল, নাওরেম মহেশ সিং-কে (Naorem Mahesh Singh) ছেড়ে দিয়ে চেন্নাইয়েন এফসি-র স্ট্রাইকারকে দলে নিতে পারে লাল-হলুদ। যদিও সূত্রের খবর নাওরেম ইস্টবেঙ্গলেই থেকে যাচ্ছেন। এই মরশুমে দারুণ ছন্দে ছিলেন মহেশ। তাই তাঁকে ছাড়ছে না ইস্টবেঙ্গল। 

কার জায়গায় ইস্টবেঙ্গলে আসতে পারেন রহিম?
মনে করা হচ্ছে, মোবাশির রহমানের (Mobashir Rahman) জায়গায় স্ট্রাইকারের সঙ্গে চুক্তি করতে চলেছে লাল-হ্লুদ কর্তারা। শুধু তাই নয়, তরুণ এই ফুটবলারকে নিতে ৬০ লক্ষ টাকা দিতে হবে ইস্টবেঙ্গলকে। যদিও রহিমের বর্তমান ক্লাব চেন্নাইয়েনের দাবি ছিল ১ কোটি টাকার। তবে এত পরিমাণ ট্রান্সফার ফি দিতে  নারাজ ইস্টবেঙ্গল। এমনটাই খবর সূত্রের। গতকালই ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য ভারতীয় দলের প্রস্তুতি শিবিরে সুযোগ পেয়েছেন রহিম। ফলে তিনি যে দারুণ ছন্দে ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। যদিও এখনও এই ট্রান্সফারের ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। কারণ কোনও পক্ষই এই ব্যাপারে মুখ খোলেনি। 

আরও পড়ুন

গোলরক্ষকের ক্ষেত্রে কর্তাদের প্রথম পছন্দ ছিলেন প্রভসুকান সিং গিল। তবে তাঁকে নিতে হলে বিরাট অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গলকে। সেই জন্যই এখন মহম্মদ নাওয়াজকে সই করানোর চেষ্টা করছেন ইস্টবেঙ্গল কর্তারা। যদিও কমলজিৎ হয়ত থাকছেন।  গোলরক্ষকের জন্য অমরিন্দারের সঙ্গেও যোগাযোগ করেছিলেন লাল-হলুদ কর্তারা। যদিও আরও কিছুটা সময় চাইছেন অমরিন্দার। তাই এই দু'জনের পাশাপাশি নওয়াজ সঙ্গেও কথাবার্তা বলে রাখছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। কোচ নিয়োগের আগেই ওড়িশা এফসি-র নন্দকুমার এবং চেন্নাইয়েন এফসি-র রাইটব্যাক এডুইন ভ্যান্সপালকে ক্লাব আগেই চূড়ান্ত করে ফেলেছে। কুয়াদ্রাত এই দুই ফুটবলারের চুক্তিতে সম্মতি দিয়েছেন বলেই জানা গিয়েছে। বিশেষ করে নন্দকুমারের রিক্রুটে স্প্যানিশ কোচ দারুণ খুশি। এমনটাই খবর সূত্রের।

Advertisement

কোচ নিয়োগ নিয়ে দীর্ঘদিন সমস্যায় ছিল ইস্টবেঙ্গল। মৌখিক সম্মতি দিলেও লোবেরাকে সই করাতে পারেনি ইস্টবেঙ্গল। ফের নতুন করে কোচ নিয়োগ করার চেষ্টা করতে থাকেন ইস্টবেঙ্গল কর্তারা। এই সময়ই কোচ হিসেবে উঠে আসে কুয়াদ্রাতের নাম। ফলে এবারেও দল গঠনের কাজে কিছুটা পিছিয়ে থেকে শুরু করেছে ইস্টবেঙ্গল। দলের বাজেট কম হওয়ায় বড় অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে ফুটবলারও নিতে পারছে না ইস্টবেঙ্গল। যদিও যাদের সঙ্গে তাঁরা কথাবার্তা চালাচ্ছেন, তাঁরা দলে এলে ইস্টবেঙ্গলকে পুরব ছন্দে দেখা যেতেই পারে।    

Read more!
Advertisement
Advertisement