Advertisement

East Bengal Transfer News: ডিমানতাকোসকেও তুলবে ইস্টবেঙ্গল? ইট পেতে রেখেছে মুম্বইও

ইস্টবেঙ্গল (East Bengal) থেকে নতুন প্রস্তাব পেলেন দিমিত্রিয়াস ডিমানতাকোস (Dimitrios Diamantakos)। সূত্রের মতে, সেই প্রস্তাব বেশ লোভনীয়। গ্রিসের এই ফুটবলারকে দলে নিতে ঝাঁপাচ্ছে মুম্বই সিটি এফসিও (Mumbai City FC)। স্ট্রাইকার ডিমানটাকোস এই মরসুমে কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) হয়ে দারুণ ছন্দে। ১৫টি ম্যাচে করেছেন ১২টি গোল। করিয়েছেন তিনটি গোল। আবার সুপার কাপে তিন ম্যাচে তিন গোল পাশাপাশি একটা অ্যাসিস্ট। 

ইস্টবেঙ্গল দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Mar 2024,
  • अपडेटेड 3:56 PM IST
  • কেরলের গোল মেশিনকে চাইছে ইস্টবেঙ্গল
  • আগে মাদিয়া তালালকে সই করেছে লাল-হলুদ

ইস্টবেঙ্গল (East Bengal) থেকে নতুন প্রস্তাব পেলেন দিমিত্রিয়াস ডিমানতাকোস (Dimitrios Diamantakos)। সূত্রের মতে, সেই প্রস্তাব বেশ লোভনীয়। গ্রিসের এই ফুটবলারকে দলে নিতে ঝাঁপাচ্ছে মুম্বই সিটি এফসিও (Mumbai City FC)। স্ট্রাইকার ডিমানটাকোস এই মরসুমে কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) হয়ে দারুণ ছন্দে। ১৫টি ম্যাচে করেছেন ১২টি গোল। করিয়েছেন তিনটি গোল। আবার সুপার কাপে তিন ম্যাচে তিন গোল পাশাপাশি একটা অ্যাসিস্ট। 

কত টাকা খরচ হতে পারে ইস্টবেঙ্গলের?
ডিমানটাকোসকে এর আগেও প্রস্তাব দিয়েছিল লাল-হলুদ। তবে এরপর মুম্বই সিটি এফসিও প্রস্তাব দেয়। আর এবার পাল্টা প্রস্তাবে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। ট্রান্সফার উইন্ডোর তথ্য অনুসারে, ডিমানটাকোসের এখনকার বেতন চার কোটি আট লক্ষ টাকা। ফলে মুম্বই ও ইস্টবেঙ্গল যে অন্তত পাঁচ কোটি টাকার প্রস্তাব দিয়েছে তা বলাই যায়। এর আগে ফরাসি ফুটবলার মাদিয়া তালালকে পেতে ঝাঁপিয়েছে লাল-হলুদ। সূত্রের খবর সেই ডিল ফাইনাল হয়ে গিয়েছে। সেখানেও লাল-হলুদের সঙ্গে লড়াইয়ে পেরে ওঠেনি মুম্বই সিটি এফসি।

 

তালালকে কি সই করিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল?
পঞ্জাব এফসি-র এই ফুটবলার এবারে দারুণ ছন্দে আছেন। ২৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার ১৯ ম্যাচে চারটি গোল করেছেন। এই মরসুমে এফসি গোয়ার বিরুদ্ধে তাঁর দুই অ্যাসিস্ট জিততে সাহায্য করেছিল পঞ্জাবকে। গোল করেছেন মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধেও। পাশাপাশি রয়েছে আটটি অ্যাসিস্ট। এরিয়াল ডুয়েলেও বেশ ভাল এই ফুটবলার। তাঁর দক্ষতা মুগ্ধ করেছে আইএসএল-এর বিভিন্ন ক্লাবের কোচদের। এর আগে গ্রিক ক্লাব কিফসিয়াস এফসি-র হয়ে খেলতেন মাদিয়া। ২১ ম্যাচে পাঁচ গোল ছিল তাঁর। সেখান থেকেই আসেন পঞ্জাব এফসি-তে। সুপার সিক্সের লড়াইয়ে এখনও প্রবলভাবে টিকে রয়েছে পঞ্জাব। সাত নম্বরে থাকা এই দলের পয়েন্ট ২১। তালালকে এবার দলে প্রায় নিশ্চিত করে ফেলেছে ইস্টবেঙ্গল।

Advertisement

কয়েকজন ভারতীয় ফুটবলারকেও টার্গেট করেছে লাল-হলুদ শোনা যাচ্ছে, জামশেদপুর এফসি থেকে ডিফেন্ডার প্রভাত লাকরা ও জিতেন্দ্র সিংকে দলে নিতে পারে ইস্টবেঙ্গল। লেফট ব্যাক প্রভাত এই মরসুমে খেলেছেন ১৩টি ম্যাচ। আর জিতেন্দ্র সিং স্টপার হিসেবে খেলেছেন ৯টি ম্যাচ। ফলে এই মরসুমে খেলার মধ্যেই রয়েছেন দুই ডিফেন্ডার।  
   

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement