ইস্টবেঙ্গল (East Bengal) ট্রান্সফার মার্কেটে আবার ঝড় তুলতে চলেছে। ডিফেন্সের ভুলে এএফসি (AFC Cup) কোয়ালিফায়ার টু-র ম্যাচে আলটার নাসিরের বিরুদ্ধে হেরে যেতে হয়েছে লাল-হলুদকে। তাই এবার হায়দরাবাদ এফসি (Hyderabad FC) থেকে অ্যালেক্স সাজিকে (Alex Saji) সই করার পথে আরও একধাপ এগিয়ে গেল ইস্টবেঙ্গল। তবে চূড়ান্ত সই এখনও হয়নি। কিছুদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইস্টবেঙ্গল ফুটবলারদের ছবি শেয়ার করেছিলেন সাজি। সেই সময় থেকেই জল্পনা আরও বাড়তে থাকে।
ডিফেন্স আরও শক্তিশালি করতে চাইছে ইস্টবেঙ্গল
বেশ কয়েকদিন ধরেই জানা যাচ্ছিল যে আলেক্স সাজিকে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তবে হায়দ্রাবাদের বিভিন্ন সমস্যার কারণে সেই আশা কিছুটা পিছিয়ে পড়েছিল অবশেষে এলো স্বস্তি সবকিছু ঠিকঠাক চললে এই তরুণ ডিফেন্ডারকে অবশেষে জালে তুলতে সক্ষম হতে চলেছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যে আনোয়ার আলি ও হেক্টর ইউস্তেকে দলে সই করিয়ে শক্তি বারিয়েছে লাল হলুদ ব্রিগেড তাই শেষ পর্যন্ত সাজিও যদি যোগ দেয় নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের এই মরসুমের সেরা ডিফেন্স লাইন হবে তা বলাই বাহুল্য।
সামনেই ডার্বি
ইতিমধ্যেই ডুরান্ড কাপের ডার্বির প্রস্তুতিও শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। ১৮ আগস্ট রবিবার ডার্বি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়েন্ট। সেই ম্যাচে খেলতে পারেন আনোয়ার আলি। মর্যাদার এই লড়াইয়ে জিততেই হবে। এই লক্ষ্য নিয়েই এএফসি কাপের হার ভুলে মাঠে নামতে চাইছে কার্লেস কুয়াদ্রাতের দল।
গত মরসুমে ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল জিতলেও, ফাইনালে হারতে হয়েছিল মোহনবাগানের কাছে। সেই হারের বদলা নিতে নিজের ঘর আগে সামলাতে চাইছে লাল-হলুদ ক্লাব। তবে চোট সমস্যায় জেরবার ইস্টবেঙ্গল। দিমিত্রিয়াস ডিমানটাকোস, ক্লেইটন সিলভারা চোটের কবলে পড়েছেন। এএফসি কাপের ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলতে নামলেও পুরোপুরি ফিট হননি তিনি। তা খেলা দেখেই পরিস্কার। তবে এই অবস্থা থেকে কীভাবে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াতে পারে সেটাই এখন দেখার।