Advertisement

East Bengal Transfer News: চেন্নাই থেকে ঘরে ফিরলেন বাঙালি গোলকিপার, ইস্টবেঙ্গলের নতুন চমক

ফের ইস্টবেঙ্গলে (East Bengal) ফিরলেন দেবজিত মজুমদার (Debjit Majumder)। আগে থেকেই তাঁর লাল-হলুদে সই করা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। বুধবার তা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হল। দুই বছরের জন্য দেবজিতকে সই করাল ইস্টবেঙ্গল। দেবজিত দলে ফেরায় দারুণ খুশি ইস্টবেঙ্গল হেড কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। তিনি বলেন, 'দেবজিত আইএসএল (ISL) এবং আই-লিগে (I League) একজন অত্যন্ত অভিজ্ঞ গোলরক্ষক। আমি ওকে ভারতে আমার প্রথম বছর থেকে চিনি। সেই ২০১৬ সাল থেকে। দৃঢ়তার সঙ্গে পারফর্ম করে আসছে। ও আসায় আমাদের গোলকিপিং বিভাগ আরও শক্তিশালী হবে।'

ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jul 2024,
  • अपडेटेड 7:06 PM IST

ফের ইস্টবেঙ্গলে (East Bengal) ফিরলেন দেবজিত মজুমদার (Debjit Majumder)। আগে থেকেই তাঁর লাল-হলুদে সই করা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। বুধবার তা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হল। দুই বছরের জন্য দেবজিতকে সই করাল ইস্টবেঙ্গল। দেবজিত দলে ফেরায় দারুণ খুশি ইস্টবেঙ্গল হেড কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। তিনি বলেন, 'দেবজিত আইএসএল (ISL) এবং আই-লিগে (I League) একজন অত্যন্ত অভিজ্ঞ গোলরক্ষক। আমি ওকে ভারতে আমার প্রথম বছর থেকে চিনি। সেই ২০১৬ সাল থেকে। দৃঢ়তার সঙ্গে পারফর্ম করে আসছে। ও আসায় আমাদের গোলকিপিং বিভাগ আরও শক্তিশালী হবে।'

দেবজিত মজুমদারের ২০২৩-২৪ মরসুম দারুণ কেটেছে। আইএসএল-এ ১৯টি ম্যাচ, ১টি সুপার কাপ এবং ২টি ডুরান্ড কাপের ম্যাচ খেলেছেন। মোট ৫টি ক্লিনশিট রেখেছেন এই বাঙালি গোলকিপার। উত্তরপাড়ার এই ফুটবলার চেন্নাইয়িন এফসিকে প্লে-অফে পৌঁছাতে সাহায্য করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। গত মরসুমে, দেবজিত আইএসএল ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি সেভ (১১) করার রেকর্ডও গড়েছিলেন।

দেবজিত মজুমদার

ইস্টবেঙ্গলের সঙ্গে ফের যুক্ত হয়ে উচ্ছ্বসিত দেবজিত বলেন, 'এটি আমার জন্য ঘরে ফেরা। কারণ ইস্টবেঙ্গল আমার ক্যারিয়ারের প্রথম বড় ক্লাব ছিল। আমি কোচ কুয়াদরত এবং ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে আমার প্রতি বিশ্বাস দেখানোর জন্য ধন্যবাদ জানাতে চাই।'

প্রাক্তন আইএসএল এবং আই-লিগ বিজয়ী যোগ করেছেন, 'আমি এই দুর্দান্ত ক্লাবের আবেগগুলি বুঝতে পেরেছি। ভক্তদের বলতে চাই এই ক্লাবকে আরও সাফল্য এনে দিতে সবরকম চেষ্টা চালাব। আমাদের ভক্তরা সবচেয়ে বড় অনুপ্রেরণা।' এর আগে দেবজিত ইস্টবেঙ্গলের জার্সিতে খেলেছেন আইএসএল-এ তবে সেবার সমর্থকরা হতাশ হয়েছিলেন দলের সামগ্রিক ফলে। এবার যদিও লাল-হলুদ দল অনেকটাই শক্তিশালি। আইএসএল-এ তো বটেই, ডুরান্ড কাপ ও সুপার কাপেও অন্য দলগুলোকে বেগ দিতে পারে লাল-হলুদ। এমনটাই মনে করছেন দলের ফ্যানরা। তবে মরসুম শুরু হলেই আসল অবস্থা বোঝা যাবে।   

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement