Advertisement

East Bengal Transfer News: মোহনবাগানকে ISL জিতিয়েছিলেন, সেই তারকাকেই তুলতে ঝাঁপাল ইস্টবেঙ্গল

মোহনবাগানের (Mohun Bagan Super Giant) প্রাক্তন ডিফেন্ডারকে সই করাতে ঝাঁপাল ইস্টবেঙ্গল (East Bengal)। জানা যাচ্ছে, ইতিমধ্যেই কার্ল ম্যাকহিউকে (Carl Machugh) প্রস্তাব দিয়েছে লাল-হলুদ। ইস্টবেঙ্গল ইতিমধ্যেই পাঁচ বিদেশি ফুটবলারকে সই করিয়ে নিয়েছে। এবার আরও একজন ডিফেন্ডার সই করানোই লক্ষ্য লাল-হলুদের রিক্রুটারদের। সেই কারণেই এফসি গোয়ার (FC Goa) এই ফুটবলারকে দলে নিতে চাইছে কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat) দল। 

২০২৩ মরসুমের মোহনবাগান দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jun 2024,
  • अपडेटेड 11:07 AM IST

মোহনবাগানের (Mohun Bagan Super Giant) প্রাক্তন মিডফিল্ডারকে সই করাতে ঝাঁপাল ইস্টবেঙ্গল (East Bengal)। জানা যাচ্ছে, ইতিমধ্যেই কার্ল ম্যাকহিউকে (Carl Machugh) প্রস্তাব দিয়েছে লাল-হলুদ। ইস্টবেঙ্গল ইতিমধ্যেই পাঁচ বিদেশি ফুটবলারকে সই করিয়ে নিয়েছে। এবার আরও একজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে সই করানোই লক্ষ্য লাল-হলুদের রিক্রুটারদের। সেই কারণেই এফসি গোয়ার (FC Goa) এই ফুটবলারকে দলে নিতে চাইছে কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat) দল। 

মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও স্টপার ও লেফট ব্যাক পজিশনেও খেলতে পারেন কার্ল। ৩১ বছর বয়সী এই তারকা এর আগে খেলেছেন ভারতের দুই ক্লাবে। যার মধ্যে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট ও এফসি গোয়া। তবে এর আগে ইংল্যান্ডের বার্ডফোর্ড, প্লেমাউথ ও স্কটল্যান্ডের মাদারওয়েল এফসি-র হয়েও খেলেছেন তিনি। আয়ারল্যান্ডের বাসিন্দা হলেও, ম্যাকহিউ তাঁর কেরিয়ার শুরু করেন ইংল্যান্ডের রিডিং অনূর্ধ্ব-১৮ দলের হয়ে। সেখান থেকেই নজর কাড়তে থাকেন তিনি। এরপর আয়ারল্যান্ডের ডানডাল্ক এফসিতে যোগ দেন ম্যাকহিউ।

ভারতে খেলতে এসে ইতিমধ্যেই দুইবার আইএসএল জেতার স্বাদ পেয়েছেন কার্ল ম্যাকহিউ। ২০২০ সালে এটিকের হয়ে চ্যাম্পিয়ন হন এই আইরিশ ফুটবলার। পাশাপাশি ২০২৩ মরসুমেও সবুজ-মেরুন জার্সিতে চ্যাম্পিয়ন হন তিনি। ২০২০ সালে প্রথমবার ভারতে খেলতে এসেই চ্যাম্পিয়ন হন ম্যাকহিউ। যা একটা দারুণ রেকর্ড। কলকাতায় সবুজ-মেরুন জার্সিতে সফল হলেও, লাল-হলুদ জার্সিতে তিনি কেমন খেলেন সেটাই দেখার। তবে এখনও কার্ল ম্যাকহিউ লাল-হলুদে যোগ দেবেন কিনা সেটা এখনও পরিস্কার নয়। যদি তিনি ইস্টবেঙ্গল যোগ দেন তা হলে কুয়াদ্রাতের দল যে আরও শক্তিশালী হবে তা বলাই যায়।

ইতিমধ্যেই মিডফিল্ডার মাদিয়া তালাল, স্ট্রাইকার দিমিত্রিয়াস ডিমানটাকোসকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। পাশাপাশি ডিফেন্ডার হিজাজি মেহের ও স্ট্রাইকার ক্লেইটন সিলভাকে সই করিয়েছে তারা। ভারতীয় ফুটবলারদের ক্ষেত্রেও বেশ দক্ষতা দেখাচ্ছেন ইস্টবেঙ্গল রিক্রুটাররা। প্রয়োজনে ট্রান্সফার ফি দিয়ে হলেও ভাল মানের ফুটবলার সই করাতে বদ্ধপরিকর লাল-হলুদ। এবার তাই ভাল ফলের আশা করছেন ইস্টবেঙ্গল ফ্যানরা।       

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement