আগে ডার্বিতে (Kolkata Derby) গোল করেছিলেন। আর এবার ট্রান্সফার মার্কেটেও ইস্টবেঙ্গলকে (East Bengal) ঘোল খাইয়ে ছাড়লেন স্লাভকো ডামজানোভিচ (Slavco Damjanovic)। তাঁকে এবার সই করাচ্ছে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। এমনটাই সূত্রের খবর। গত মরশুমে মোহনবাগানের (Mohun Bagan) হয়ে খেললেও তাঁকে এবার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জুয়ান ফেরান্দো।
গত মরশুমের ব্যর্থতার কথা মাথায় রেখেই ভালো মানের বিদেশি ডিফেন্ডার সই করাতে চেয়েছিল ইস্টবেঙ্গল। তবে লড়াইয়ে চলে আসে সুনীল ছেত্রীদের ক্লাব। বাজেট সমস্যাতেই কি পিছিয়ে পড়তে হল লাল-হলুদ ক্লাবকে? এ নিয়ে যদিও কিছু জানা যায়নি। তবে বেঙ্গালুরু এফসিও সরকারিভাবে কিছুই জানায়নি। সুপার কাপে ভালো খেলতে না পেরেই ইঙ্গিতপূর্ন পোস্ট করেন তিনি। সেই সময়ই বোঝা গিয়েছিল, মোহনবাগান ছাড়তে চলেছেন স্লাভকো। প্রসঙ্গত, এটিকে-মোহনবাগান জার্সি গায়ে শেষ মরশুমে বেশ ভালোই পারফর্ম করেছেন তিনি। শুধু তাই নয়, গোল পেয়েছেন ডার্বিতেও। রক্ষণভাগে দলকে ভরসাও যুগিয়েছেন সমানভাবে।
আরও পড়ুন: জেরি সহ ১১ ফুটবলারকে ছাড়ার সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের, ক্ষুব্ধ সমর্থকরা
স্লাভকো তাঁর ইন্সটাগ্রামে (instagram) মোট ৮টি ছবি পোস্ট করেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, দিমিত্রি পেত্রাতোসের (Dimitri Petratos) সঙ্গে উল্লাসের মুহূর্ত। এছাড়াও সবুজ মেরুন জার্সি পড়ে, তাঁর বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করেছেন। আইএসএল ট্রফি জয়ের পর দলের গ্রুপ ছবিটিও পোস্ট করেন স্লাভকো। ট্রফি নিয়ে একসঙ্গে বসে থাকার ছবি ছাড়াও, মোহনবাগানের পতাকা নিয়ে হাসিমুখের মুহূর্তও তুলে ধরেন তিনি। সেইসঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘অ্যামেজিং সিজন। থ্যাঙ্ক ইউ ফর দ্যা সাপোর্ট।‘
আরও পড়ুন: মোহনবাগানে আসার আগে হ্যাটট্রিক, মেরিনার্সদের জেতালেন কামিন্স, দেখুন Video
এরপরেই শোনা গিয়েছিল, ইস্টবেঙ্গল কর্তারা তাঁকে সই করাতে চাইছেন। তবে এই মরশুমে তিনি যে লাল-হলুদে আসছেন না তা মোটামুটি পরিষ্কার। বেঙ্গালুরু এফসি-তে সই করতে পারেন তিনি। গত মরশুমে অল্পের জন্য আইএসএল চ্যাম্পিয়ন হতে পারেনি বেঙ্গালুরু। তবে এবার সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছেন সুনীলরা। নতুন মরশুম শুরুর আগে তাই দলগঠনের দিকে নজর দিতে চাইছেন কর্তারা। সুনীল ছেত্রীরা গত মরশুমে ডুরান্ড কাপ জিতলেও আইএসএল-এ রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় বেঙ্গালুরুকে।