Advertisement

East Bengal Transfer Update: ইস্টবেঙ্গলেই ডেভিড, মহমেডানের প্রাক্তন স্ট্রাইকারের সঙ্গে কত বছরের চুক্তি?

ডেভিড লালহানসাঙ্গাকে (David Lalhlansanga) সই করানোর কথা ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল (East Bengal)। মঙ্গলবার দুপুরে এই খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লাল-হলুদ ক্লাব। মরসুম শেষ হওয়ার আগে থেকেই ডেভিডকে সই করাতে ঝাঁপিয়েছিল ইস্টবেঙ্গল। অনেকদিন আগেই তাঁর সইও হয়ে গিয়েছিল। তবে ট্রান্সফার মার্কেট খুলতেই তাঁর সই করার কথা জানিয়ে দিল কার্লেস কুয়াদ্রাতের দল। কলকাতা লিগ (Calcutta League) থেকে শুরু করে আই লিগেও (I League) দারুণ ছন্দে মহামেডান স্ট্রাইকার। সাদা-কালো শিবিরও তাঁকে ধরে রাখতে আপ্রান চেষ্টা করেছিল। তবে তা সফল হয়নি। 

ইস্টবেঙ্গলের জার্সিতে ডেভিড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jun 2024,
  • अपडेटेड 2:11 PM IST
  • মহমেডান থেকে ইস্টবেঙ্গলে ডেভিড
  • ৩ বছরের চুক্তিতে লাল-হলুদে স্ট্রাইকার

ডেভিড লালহানসাঙ্গাকে (David Lalhlansanga) সই করানোর কথা ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল (East Bengal)। মঙ্গলবার দুপুরে এই খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লাল-হলুদ ক্লাব। মরসুম শেষ হওয়ার আগে থেকেই ডেভিডকে সই করাতে ঝাঁপিয়েছিল ইস্টবেঙ্গল। অনেকদিন আগেই তাঁর সইও হয়ে গিয়েছিল। তবে ট্রান্সফার মার্কেট খুলতেই তাঁর সই করার কথা জানিয়ে দিল কার্লেস কুয়াদ্রাতের দল। কলকাতা লিগ (Calcutta League) থেকে শুরু করে আই লিগেও (I League) দারুণ ছন্দে মহামেডান স্ট্রাইকার। সাদা-কালো শিবিরও তাঁকে ধরে রাখতে আপ্রান চেষ্টা করেছিল। তবে তা সফল হয়নি। 

কত বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে ডেভিড?

ডেভিড ইস্টবেঙ্গলে আসায় লাল-হলুদের স্ট্রাইকিং লাইন আরও শক্তিশালি হল তা বলাই যায়। একদিকে ক্লেইটন সিলভা, দিমিত্রিয়াস ডিমানটাকোস ও মেহেদি তালালের পোর ডেভিড যোগ দেওয়ায় গোল স্কোর করার সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাবে ইস্টবেঙ্গল। এমনটাই আশা করছেন সমর্থকরা। একে একে ইস্টবেঙ্গলের বিদেশি ও ভারতীয় ফুটবলারদের নাম ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। আপাতত ৩ বছরের চুক্তি করা হল ডেভিডের সঙ্গে। আগামী মরসুমে আইএসএল জেতাই লক্ষ্য ইস্টবেঙ্গলের। সেই মতো টিমও গোছাচ্ছেন লাল-হলুদ কর্তারা। ডেভিডকে পেয়ে উচ্ছ্বসিত কোচ কার্লেস কুয়াদ্রাত।

ইস্টবেঙ্গলে ডেভিড

কেরিয়ার শুরু আইজলে

২২ বছর বয়সী তরুণ এই স্ট্রাইকার তাঁর ফুটবল কেরিয়ার শুরু করেন আইজল এফসি থেকে। সে দলে তিন বছর খেলার পর গত মরসুমে যোগ দিয়েছিলেন মহমেডানে। দুরন্ত পারফরম্যান্সের পর অনেক ক্লাবই টার্গেট করেছিল ডেভিডকে। তিনি শেষ পর্যন্ত বাছলেন ইস্টবেঙ্গলকেই। এই সই প্রসঙ্গে কুয়াদ্রাত বলেন, ‘ওকে আমরা দীর্ঘদিন নজরে রেখেছিলাম। শেষ পর্যন্ত ডেভিডকে পাওয়া গেল। ডুরান্ড কাপ, কলকাতা লিগের টপ স্কোরার ছিল। ওই সময় থেকে আমার নজরে ছিল ও। ভবিষ্যতের দিকে তাকিয়েই ওকে নিতে চেয়েছিলাম। ওর মতো ফুটবলার টিমের ভোল বদলে দেবে।’

Advertisement

লাল-হলুদে যোগ দিয়ে দারুণ খুশি ডেভিডও তিনি বলেন, 'ইস্টবেঙ্গল বিরাট ক্লাব। সারা দেশ জুড়ে লক্ষ লক্ষ সমর্থক। ওই সমর্থকদের সামনে খেলার জন্য মুখিয়ে আছি। ভারতীয় টিমের শিবিরে আমি মহেশ, নন্দকুমার, লালচুংনুঙ্গার সঙ্গে কাটিয়েছি। ওরা খুব সাহায্য করে, যাতে আরও ভালো খেলতে পারি, তার জন্য মোটিভেটও করে। আমি নিজের সেরাটা দেওয়ার জন্য তৈরি।' 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement