Advertisement

East Bengal Transfer Update: হায়দরাবাদের ডিফেন্ডারকে অফার ইস্টবেঙ্গলের, কথা চলছে রবিনহোর সঙ্গেও

জোথামপুইয়ার পর এবার হায়দরাবাদের আরও ফুটবলারকে প্রস্তাব দিল ইস্টবেঙ্গল। সূত্রের খবর সেই ফুটবলারের নাম অ্যালেক্স সাজি। এই মরসুমে দল ভাল না খেললেও এই রাইট ব্যাক নিজের গুণেই জায়গা করে নিয়েছেন অনূর্ধ্ব-২৩ জাতীয় দলে। 

হায়দরাবাদের ফুটবলারকে প্রস্তাব ইস্টবেঙ্গলের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Apr 2024,
  • अपडेटेड 12:05 PM IST

জোথামপুইয়ার পর এবার হায়দরাবাদের আরও ফুটবলারকে প্রস্তাব দিল ইস্টবেঙ্গল। সূত্রের খবর সেই ফুটবলারের নাম অ্যালেক্স সাজি। এই মরসুমে দল ভাল না খেললেও এই রাইট ব্যাক নিজের গুণেই জায়গা করে নিয়েছেন অনূর্ধ্ব-২৩ জাতীয় দলে। 

২৩ বছর বয়সি এই ফুটবলার গোকুলাম কেরলের হয়ে দুইবার আই লিগ জিতেছেন। পাশাপাশি খেলেছেন নর্থ ইস্ট ইউনাইটেডেও। ২০২৫ মরসুমেই তাঁর লোনে হায়দরাবাদে থাকার মেয়াদ শেষ হবে। পাশাপাশি এই মুহূর্তে খেলার মধ্যে নেই সাজি। তিনি শেষ ম্যাচ খেলেছিলেন এফসি গোয়ার বিরুদ্ধে, ৫ এপ্রিল। যেখানে হায়দরাবাদ হারে ৪-০ গোলে। এর আগের মরসুমে সাজি সাতটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে। তবে এই মরসুমে যতটা খেলেছেন নজর কেড়েছেন। তাই লাল-হলুদ দলে তাঁর সুযোগ পেতে সমস্যা হবে না। আর ইস্টবেঙ্গলকেও খুব বেশি খরচ করতে হবে না। ৪০ লক্ষ টাকা তাঁর এই মরসুমে স্যালারি। এখনও তাঁর চুক্তি থাকায় ইস্টবেঙ্গলকে ট্রান্সফার ফি দিতে হবে। 

সাজিরা এই ভাঙা দল নিয়েও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যে লড়াই করেছিলেন তা ভারতের ফুটবল ফ্যানরা মনে রাখবেন বহুদিন। ম্যাচ ১-০ গোলে হারতে হলেও তরুণ ফুটবলাররা হাল না ছাড়ার মানসিকতা নিয়ে মাঠে নেমেছিলেন। ইস্টবেঙ্গলের মতো শক্তিশালি দলের বিরুদ্ধে শুধু ভারতীয়দের নিয়ে গড়া দল এমন খেলবে কেউই ভাবতে পারেননি। যে সমস্যার মধ্যে দিয়ে হায়দরাবাদ যাচ্ছে তাতে ফুটবলারদের পক্ষে খেলাই কঠিন।

রবিনহোর সঙ্গে কথা

বাংলাদেশের বসুন্ধরা কিংসে খেলা রবিনহো রবসনের সঙ্গে কথা বলছেন ইমামি ইস্টবেঙ্গল কর্তারা। শোনা যাচ্ছে লন্ডনে দুই তরফের কথা হচ্ছে। এখন দেখার ব্রাজিলিয়ান ফুটবলারকে কীভাবে দলে নেন কার্লেস কয়াদ্রাত।  

এখনও শেষ ছয়ে যাওয়ার লড়াইয়ে দারুণভাবে টিকে ইস্টবেঙ্গল। তাদের সম্ভাবনাই উল্টে সবচেয়ে বেশি। লিগের শেষ ম্যাচ আগামিকাল দিল্লিতে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে। তিন পয়েন্ট তুলতেই হবে তাদের। এরপর তাকিয়ে থাকতে হবে নর্থ ইস্ট ও চেন্নাইয়েনের দিকে। তারা যদি দুই ম্যাচ জিতে যায় তা হলে প্লে অফে যাওয়া হবে না ইস্টবেঙ্গলের। তবে প্রতিপক্ষ পঞ্জাব এফসিও ছিটকে গিয়েছে প্লে অফের লড়াই থেকে। ফলে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে লাল-হলুদ।              

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement