Advertisement

East Bengal Transfer Update: ট্রান্সফার ফি দিতেও রাজি, মুম্বই থেকে এই ফুটবলারকে নিতে ঝাঁপাল ইস্টবেঙ্গল

মুম্বই সিটি এফসি (Mumbai City FC) থেকে আপুইয়াকে (Apuia) সই কারতে ঝাঁপাল ইস্টবেঙ্গল (East Bengal)। মুম্বইয়ের সঙ্গে ২০২৬ অবধি চুক্তি থাকলেও ২৩ বছর বয়সী মিডফিল্ডারকে পেতে বড় অঙ্কের টাকা খরচ করতেও রাজি লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। তবে এখনই সেই চুক্তি সম্পন্ন হয়ে গিয়েছে এমনটা বলা যাবে না। কথাবার্তা শুরু হয়েছে দুই পক্ষের। ৫টা মরসুম মিলিয়ে ৯১টা ম্যাচ খেলে ফেলেছেন আপুইয়া। শুধু তাই নয়, বেশ ধারাবাহিকতাও দেখিয়েছেন এই মিডফিল্ডার। 

ইস্টবেঙ্গল দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 May 2024,
  • अपडेटेड 3:31 PM IST

মুম্বই সিটি এফসি (Mumbai City FC) থেকে আপুইয়াকে (Apuia) সই কারতে ঝাঁপাল ইস্টবেঙ্গল (East Bengal)। মুম্বইয়ের সঙ্গে ২০২৬ অবধি চুক্তি থাকলেও ২৩ বছর বয়সী মিডফিল্ডারকে পেতে বড় অঙ্কের টাকা খরচ করতেও রাজি লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। তবে এখনই সেই চুক্তি সম্পন্ন হয়ে গিয়েছে এমনটা বলা যাবে না। কথাবার্তা শুরু হয়েছে দুই পক্ষের। ৫টা মরসুম মিলিয়ে ৯১টা ম্যাচ খেলে ফেলেছেন আপুইয়া। শুধু তাই নয়, বেশ ধারাবাহিকতাও দেখিয়েছেন এই মিডফিল্ডার। 

২০২১ সালে আপুইয়াকে বেঙ্গালুরুতে নিয়ে আসতে চেয়েছিলেন সুনীল ছেত্রীদের তৎকালীন কোচ কার্লেস কুয়াদ্রাত। এই মরসুমে ভাল দল গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন লাল-হলুদ কর্তারা। গত মরসুমে আপুইয়া একটা গোল ও দু'টি অ্যাসিস্ট করেছেন। এর আগে আরও এক মুম্বইয়ের ফুটবলার ভিনিথ রাইকেও দলে নেওয়ার চেষ্টা করেছিল লাল-হলুদ। তবে সেই চেষ্টা সফল হয়নি বলেই সূত্রের খবর। এরপর আপুইয়াকে দলে নিতে পারলে ইস্টবেঙ্গল যে শক্তিশালি হবে তা বলাই যায়। সউল ক্রেসপো সৌভিক চক্রবর্তী আগে থেকেই রয়েছেন মিডফিল্ডে। তাঁদের সঙ্গে তরুণ এই তারকা যোগ দিলে মিডফিল্ডে দখল বাড়বে ইস্টবেঙ্গলের। 

নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে আইএসএল-এ অভিষেক হয় আপুইয়ার। সেখান থেকে মুম্বই সিটি এফসিতে আসেন তিনি। এর মধ্যেই আপুইয়া জায়গা করে নিয়েছেন ভারতীয় দলেও। ১৩টা ম্যাচ খেলেছেন ইগর স্টম্যাচের কোচিং-এ। সেন্ট্রাল মিডফিল্ড ছাড়াও অ্যাটাকিং মিডফিল্ড, ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারেন তিনি। ফলে এতে দারুণ সুবিধা হবে লাল-হলুদ ক্লাবের। 

ইমামির সঙ্গে বৈঠকের পর ক্লাব কর্তা দেবব্রত সরকার জানান,'আমরা ভাল দল করার বিষয়ে আশাবাদী। কোচের সঙ্গে আলোচনা করেই আমরা দল করছি। ওনার পছন্দের বিদেশির সঙ্গেই কথা বলা হচ্ছে। আমরা একজোট হয়ে এগোচ্ছি। জোরকদমে কাজ চলছে। অধিকাংশ দলই ঠিক হয়ে গিয়েছে। ৪-৫ জনকে নেওয়া বাকি। ১৫ জুনের মধ্যে দল গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলবো।' শোনা যাচ্ছে, দুই উইঙ্গার, এক মিডফিল্ডার ও এক ডিফেন্ডারকে সই করানো বাকি রয়েছে ইস্টবেঙ্গলের।   

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement