Advertisement

East Bengal Transfer Update: ফালকাকেও পাচ্ছে না ইস্টবেঙ্গল? এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে

ট্রান্সফার উইন্ডো শেষ হতে মাত্র কয়েকঘন্টা বাকি। ইস্টবেঙ্গলে কি যোগ দিচ্ছেন ফালকাও? এখনও অবধি সরকারি কোনও ঘোষণা হয়নি। ফলে সুপার কাপ জেতার পরেও বেশ চাপে লাল-হলুদ সমর্থকরা। এর মধ্যেই শোনা গিয়েছে বোরহা হেরেরাকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল।

ফালকাও
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jan 2024,
  • अपडेटेड 11:24 AM IST
  • ফালকাওয়ের সই নিয়ে জটিলতা
  • হিতেশকেও পেল না ইস্টবেঙ্গল

ট্রান্সফার উইন্ডো শেষ হতে মাত্র কয়েকঘন্টা বাকি। ইস্টবেঙ্গলে কি যোগ দিচ্ছেন ফালকাও? এখনও অবধি সরকারি কোনও ঘোষণা হয়নি। ফলে সুপার কাপ জেতার পরেও বেশ চাপে লাল-হলুদ সমর্থকরা। এর মধ্যেই শোনা গিয়েছে বোরহা হেরেরাকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল।

ফালকাও কি আসছেন ইস্টবেঙ্গলে?
ফালকাওকে ইস্টবেঙ্গলে আসছেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ফালকাও হয়ত আসছেন না। তার কারণ মেডিক্যাল নিয়ে সমস্যা রয়েছে। যদিও গোটা ব্যাপারটা পরিস্কার হবে মঙ্গলবারই। তার আগে সরকারিভাবে কিছুই জানানো হয়নি। কলম্বিয়ার লিগে খেললেও ফালকাও-এর চোট ছিল। সেই কারণে তিনি মাঠের বাইরেও ছিলেন। ইস্টবেঙ্গলে আসার আগে সেই চোট আরও গুরুতর হয়েছে কিনা সেটাই এখন প্রশ্ন। তবে বোরহার জায়গায় ভালস্কেজকে সই করিয়েছে লাল-হলুদ। তিনি হয়ত ডার্বির আগেই দলের সঙ্গে যোগ দেবেন।

হিতেশকে পেল না ইস্টবেঙ্গল
জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে হিতেশ শর্মা ও নিখিল পূজারিকে সই করতে ঝাঁপিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। হিতেশ ইতিমধ্যেই যোগ দিয়েছেন ওড়িশা এফসিতে। আইএসএল-এর দ্বিতীয় পর্বের জন্য অনুশীলনেও নেমে পড়েছেন হিতেশ। এমনটাই সূত্রের খবর। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে অন্তত চার-পাঁচজন ফুটবলার চেয়েছিলেন কুয়াদ্রাত। কিন্তু বাজেট সমস্যায় তা হয়ত হচ্ছে না। বোর্ড মিটিং-এ ইমামি ও ক্লাব দু’পক্ষই মেনে নিয়েছেন দলে একাধিক বদল দরকার। সুপার কাপের দলে খেলেছেন রিজার্ভ দলের একাধিক ফুটবলার। তাঁদের পারফরম্যান্সও বেশ নজরকাড়া। আইএসএল-এর দ্বিতীয় পর্বে তাঁদের মূল দলে জায়গা দিতে পারেন কোচ কুয়াদ্রাত। সায়ন বন্দোপাধ্যায়রা বেশ ভরসা দিয়েছেন। 

সুপার কাপ জিতে ফিরল ইস্টবেঙ্গল
১২ বছর পর ভারতসেরা ইস্টবেঙ্গল। বাঁধভাঙা উচ্ছ্বাস বিমানবন্দরে। সপ্তাহের প্রথম দিন কার্যত লাল-হলুদ সমর্থকদের দখলেই চলে গেল কলকাতা বিমাবন্দর। প্রিয় নায়কদের বরণ করে নিতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছিলেন সমর্থকরা। অবস্থা এমন হয় যে সৌভিক চক্রবর্তীদের বাইরে বের করাই যাচ্ছিল না। আসরে নামতে হয় লাল-হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকারকে। পুলিশের দেওয়া হ্যান্ডমাইক নিয়ে ক্রাউড ম্যানেজমেন্টে খোদ কর্তা। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement