Advertisement

East Bengal VS Mohun Bagan: আবার ডার্বি জিতল ইস্টবেঙ্গল, কত গোলে হার মোহনবাগানের?

আরও একবার ডার্বি (Kolkata Derby) জিতে নিল ইস্টবেঙ্গল (East Bengal)। এবার অনূর্ধ্ব-১৩ সাব জুনিয়র লিগের ডার্বিতে মোহনবাগানকে (Mohun Bagan Super Giant) ২-০ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। ডিসেম্বর মাসে মোহনবাগানকে অনূর্ধ্ব-১৭ ডার্বিতে হারিয়ে দিয়েছিল লাল-হলুদ। ছোটদের ম্যাচ হলেও ডার্বি মানেই আলাদা একটা উত্তেজনা। কারণ এই দুই দল মাঠে নামা মানেই প্রচুর সমর্থকের হার্টবিট বেড়ে যাওয়া। বৃহস্পতিবার বাঁশবেরিয়ার কিশোর সঙ্ঘের মাঠে মুখোমুখি হয় দুই প্রধান।

ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Feb 2024,
  • अपडेटेड 7:37 PM IST
  • ফের ডার্বি জিতল ইস্টবেঙ্গল
  • ২-০ গোলে জয় লাল-হলুদের

আরও একবার ডার্বি (Kolkata Derby) জিতে নিল ইস্টবেঙ্গল (East Bengal)। এবার অনূর্ধ্ব-১৩ সাব জুনিয়র লিগের ডার্বিতে মোহনবাগানকে (Mohun Bagan Super Giant) ২-০ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। ডিসেম্বর মাসে মোহনবাগানকে অনূর্ধ্ব-১৭ ডার্বিতে হারিয়ে দিয়েছিল লাল-হলুদ। ছোটদের ম্যাচ হলেও ডার্বি মানেই আলাদা একটা উত্তেজনা। কারণ এই দুই দল মাঠে নামা মানেই প্রচুর সমর্থকের হার্টবিট বেড়ে যাওয়া। বৃহস্পতিবার বাঁশবেরিয়ার কিশোর সঙ্ঘের মাঠে মুখোমুখি হয় দুই প্রধান।

এই মাঠে শুরু থেকেই দাপট দেখাতে থাকে লাল-হলুদের ছোটরা। ইস্টবেঙ্গলের হয়ে গোল দু'টি করেন জিত সামন্ত ও মানব মার্জিত। মোহনবাগান যদিও এদিন একেবারেই সুবিধা করতে পারেনি এদিন। ডিসেম্বরে অনূর্ধ্ব-১৭ ডার্বিতে ৪-০ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। তবে সেই ম্যাচ নিয়ে বিস্তর বিতর্ক হয়। বয়স ভাঁড়ানোর অভিযোগে সেই ম্যাচ থেকে পয়েন্ট পায়নি ইস্টবেঙ্গল। গুণরাজ সিং গ্রেওয়াল, দীপু সর্দার, অ্যালফ্রেড লালরিনপুইয়া এবং দেবজিৎ রায় সেই ম্যাচে গোল করেছিলেন। 

এই মরসুমে ডুরান্ড কাপের ডার্বিতে জিতে গিয়েছিল ইস্টবেঙ্গল। তবে ফাইনালে হেরে যায় তারা। এরপর সুপার কাপের (Super Cup) ডার্বিতে জয় পায় কার্লেস কুয়াদ্রাতের দল। এই জয়ের ফলেই সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে যায় লাল-হলুদ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। ফাইনালে ওড়িশা এফসিকে হারিয়ে ১২ বছর পর কোনও জাতীয় স্তরের ট্রফি পেল ইস্টবেঙ্গল। এরপর আইএসএল-এর ডার্বি ড্র হয়। কিন্তু তারপরেই ছন্দ হারিয়ে ফেলেছে লাল-হলুদ। একাধিক ফুটবলারের চোট কুয়াদ্রাতের সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। একের পর এক নর্থইস্ট ও মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে হারতে হয়েছে তাদের। 

১০ মার্চ আইএসএল-এর ফিরতি ডার্বিতে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। এর আগেই বৃহস্পতিবার সার্বিয়ান ডিফেন্ডার আলেকজান্ডার প্যান্টিচকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। চলতি ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) বাকি মরশুমের জন্য তাঁকে চুক্তিবদ্ধ করল ইমামি ইস্টবেঙ্গল এফসি।  ভিলারিয়াল সিএফ, রেড স্টার বেলগ্রেড এবং ডায়নামো কিভের মতো শীর্ষ ইউরোপীয় ক্লাবগুলির হয়ে খেলা আলেকজান্ডার প্যান্টিচকে দলে নিল ইস্টবেঙ্গল।              

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement