শনিবারের ডার্বির (Kolkata Derby) আগে নিজেদের পিছিয়েই রাখলেন ইস্টবেঙ্গল (East Bengal) শীর্ষকর্তা দেবব্রত সরকার। সুপার কাপের (Super Cup) ডার্বিতে জয় পেলেও আইএসএল-এর (ISL) প্রথম লেগে সাত ভারতীয় ফুটবলার দলে ফিরে আসায় মোহনবাগান (Mohun Bagan Super Giant) অনেক সঙ্গবদ্ধ দল। এমনটাই মত তাঁর। তবে তাঁরাও যে ছেড়ে দেবেন না তাও এদিন স্পষ্ট করেছেন লাল-হলুদ কর্তা।
তিনি বলেন, 'ওদের দল অনেকটাই ভাল। তবে আমাদের দলে ফুটবলারদের জেদ রয়েছে। লড়াই রয়েছে। সেটাই আমাদের সম্বল।' ডার্বির আগে ফুটবলাদের উদ্বুদ্ধ করতে প্র্যাকটিসে এসেছিলেন তিনি। ফুটবলারদের সঙ্গে আলাদাভাবে কথাও বলেন। দেবব্রত সরকার আরও বলেন, 'গত ম্যাচটায় যেমন হল, সেটা মাথায় রেখেই যেন এই ম্যাচটা তারা বের করে। এটাই আমাদের পক্ষ থেকে উপদেশ থাকবে। আশা করি সেটা ওরা করতে পারবে।'
পাশাপাশি সমর্থকদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তা। খেলা দেখে ফেরার সময় বারেবারেই একে অপরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা দুই দলের সমর্থকদের। সেখান থেকে বিরত থাকার পরামর্শ যেমন তিনি দিয়েছেন, তেমনই প্রশাসনের কাছেও বার্তা পাঠিয়েছেন তিনি। দেবব্রত বলেন, 'আমাদের সব সময়ই একই বার্তা থাকে। প্রতি ম্যাচেই আমাদের সভ্য সমর্থকরা নিগ্রহের শিকার হয়, সেটা যেন না হয়। আমি এও মনে করি উভয় পক্ষের সমর্থকরাই যেন ভালভাবে খেলা দেখে বাড়ি ফিরতে পারে। প্রত্যেকের কাছেই আবেদন ম্যাচটা উপভোগ করুন।'
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে এই ম্যাচ। আইএসএল-এর প্রথম ডার্বিতে জিততে পারলে ছয় নম্বরে উঠে আসতে আরও কিছুটা সুবিধা হবে লাল-হলুদের। কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat) ইস্টবেঙ্গলের লক্ষ্য প্রথম ছয়ে থেকে লিগ পর্ব শেষ করা। তাতে তারা প্লে অফে যেতে পারবে। আর অন্যদিকে প্রথম লেগের শেষ তিন ম্যাচ হেরে চাপে রয়েছে মোহনবাগান। সেখান থেকে ফিরে আসতে পারলে তাদেরও লিগ শিল্ড জেতার সম্ভাবনা থাকবে।