Advertisement

Mohun Bagan vs East Bengal Derby: ভেস্তে যাওয়া হকি ডার্বি কবে, পিছিয়ে থেকেই শুরু করবে ইস্টবেঙ্গল?

কলকাতা হকি লিগের (Calcutta Hockey League) ডার্বি ম্যাচ ঘিরে উত্তেজনা ছড়ায় ময়দানে। ইস্টবেঙ্গল-মোহনবাগান (East Bengal vs Mohun Bagan) সমর্থকদের হাতাহাতি এমন জায়গায় পৌঁছে যায় যে ম্যাচ মাঝপথেই বাতিল করে দিতে হয়। হকি লিগের পরিত্যক্ত এই ডার্বি কবে অনুষ্ঠিত হবে? এটাই এখন প্রশ্ন দুই দলের সমর্থকদের মধ্যে। এখনও এই ব্যাপারে কোনও সিদ্ধান্তের কথা জানায়নি হকি বেঙ্গল। তবে জানা যাচ্ছে, আগামী সপ্তাহে এই ডার্বি হতে পারে।

ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Feb 2023,
  • अपडेटेड 7:27 PM IST
  • কবে হবে ডার্বি?
  • ৩০ মিনিটের পর থেকেই শুরু হবে ম্যাচ

কলকাতা হকি লিগের (Calcutta Hockey League) ডার্বি ম্যাচ ঘিরে উত্তেজনা ছড়ায় ময়দানে। ইস্টবেঙ্গল-মোহনবাগান (East Bengal vs Mohun Bagan) সমর্থকদের হাতাহাতি এমন জায়গায় পৌঁছে যায় যে ম্যাচ মাঝপথেই বাতিল করে দিতে হয়। হকি লিগের পরিত্যক্ত এই ডার্বি কবে অনুষ্ঠিত হবে? এটাই এখন প্রশ্ন দুই দলের সমর্থকদের মধ্যে। এখনও এই ব্যাপারে কোনও সিদ্ধান্তের কথা জানায়নি হকি বেঙ্গল। তবে জানা যাচ্ছে, আগামী সপ্তাহে এই ডার্বি হতে পারে।

৩০ মিনিটের পর থেকে শুরু হতে পারে ম্যাচ
ম্যাচের ১২ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় মোহনবাগান (Mohun bagan)। প্রথম পেনাল্টি কর্নার থেকে গোল না পেলেও দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকে গোল পেয়ে যায় মোহনবাগান। নীতিশ নিউপেনের গোলে এগিয়ে যায় তারা। এরপরও ম্যাচ ৩০ মিনিট অবধি অর্থাৎ দুটি কোয়ার্টার খেলা হয়েছিল। পরের সপ্তাহে ম্যাচের দিন ৩০ মিনিটের পর থেকেই এই ম্যাচ শুরু হতে পারে। অর্থাৎ ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচ শুরু করবে মোহনবাগান। পিছিয়ে থেকেই ম্যাচে নামবে ইস্টবেঙ্গল (East Bengal)।

আরও পড়ুন:হকি ডার্বিতে বিশৃঙ্খলা, বিবৃতি জারি করল মোহনাগান

ইস্টবেঙ্গলের অভিযোগ ছিল, মোহনবাগান সমর্থকদের কটুক্তি নিয়ে। যদিও মাঠে দাঁড়িয়ে কার্যত সেই অভিযোগ স্বীকার করে নিয়েছেন  মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। মহামেডান মাঠে দাঁড়িয়ে তিনি বলেন, 'মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ হচ্ছে, সেখানে সমর্থকরা গালাগালি দেবে স্বাভাবিক, ইস্টবেঙ্গল কি ভেবেছে? রামায়ণ শোনাবে?'   

আরও পড়ুন: হকি ডার্বিতে উত্তপ্ত ময়দান, মোহন-ইস্ট সমর্থকদের ঝামেলায় রক্তারক্তি-কাণ্ড

মোহনবাগানের তরফ থেকে দাবি করা হয়েছে, 'দল যখন ১-০ ব্যবধানে এগিয়েছিল তখন ইস্টবেঙ্গলের সমর্থকরা মোহনবাগান কর্তাদের উদেশ্যে কটূক্তি করেন। কেউ কেউ নাকি তাদের দিকে চেয়ার ছুড়ে মারতে যান। এরপর সমর্থকদের বের করে দেওয়ার প্রতিবাদেই সচিব দেবাশিস দত্ত ও অন্যান্য ক্লাব অফিশিয়ালরা মাঠ ছেড়ে বেরিয়ে যান। মহামেডান মাঠের বাইরে তাঁরা অপেক্ষা করতে থাকেন।'

Advertisement

পাল্টা সাংবাদিকদের আক্রান্ত হওয়ার ছবি ফেসবুকে শেয়ার করেছে ইস্টবেঙ্গল। ফেসবুক পোস্টে নাম না করে লেখা হয়েছে, 'এরা কারা? ২২ বছর পর হকিতে এসে কলকাতা হকি লিগকে ইচ্ছাকৃতভাবে ভণ্ডুল করে দেওয়ার চক্রান্ত.... ইটের পর ইট... মাথা ফাটিয়ে দিলো সাংবাদিকদের...'

   

  


     

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement