Advertisement

East Bengal vs Mohun Bagan: সোমবার ফের ডার্বি, কখন কোথায় মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান?

বড়দের ডার্বিতে (Kolkata Derby) ৩-১ গোলে হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে (East Bengal)। তবে সোমবার ছোটদের ডার্বি। এই ম্যাচে হারান সম্মান ফেরত পেতে চাইবে ইস্টবেঙ্গল। গোলের বন্যা বইয়ে দিতে চাইবে দুই দলই। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে হবে ম্যাচ।

মোহনবাগান vs ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Mar 2024,
  • अपडेटेड 6:30 PM IST
  • সোমবার ফের ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান
  • বড়দের ম্যাচের বদলা নিতে পারবে ইস্টবেঙ্গল?

বড়দের ডার্বিতে (Kolkata Derby) ৩-১ গোলে হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে (East Bengal)। তবে সোমবার ছোটদের ডার্বি। এই ম্যাচে হারান সম্মান ফেরত পেতে চাইবে ইস্টবেঙ্গল। গোলের বন্যা বইয়ে দিতে চাইবে দুই দলই। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে হবে ম্যাচ।

ছোটদের ম্যাচ হলেও কলকাতার দুই বড় ক্লাব মুখোমুখি ফলে ডার্বির মতোই আবহ হবে স্টেডিয়ামে এমনটাই আশা করছেন দুই দলের সমর্থকরা। রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal)। ছোটোদের ম্যাচ হলেও ডার্বি। তাই ফুটবল প্রেমীরা এই ম্যাচ সম্পর্কে খোঁজখবর রাখতে শুরু করেছেন। 

এর আগে এই টুর্নামেন্টে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ৩-৩ গোলে ম্যাচ শেষ করেছে ইস্টবেঙ্গল। এই ম্যাচে খেলেছিলেন সিনিয়র দলের পিভি বিষ্ণু। সোমবারের ম্যাচেও তাঁকে খেলানো হতে পারে বলে মনে করা হচ্ছে। সিনিয়র দলের ম্যাচের আগে কিছুটা সময় থাকায় বিষ্ণুর মতো তারকাকে ম্যাচের মধ্যেই রাখার চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। 

তবে সেই ম্যাচ থেকে লাল-হলুদের অন্যতম সেরা প্রাপ্তি, ০-২ গোলে প্রথমার্ধে পিছিয়ে থেকেও তন্ময়, মুশারফদের গোলে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া। সেই ধারাই সোমবার বজায় রাখতে চাইবে ইস্টবেঙ্গল। তবে মোহনবাগানও যে ছেড়ে কোথা বলবে না তা ভালভাবেই জানেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। 

লাল-হলুদের বয়সভিত্তিক দলগুলি ভাল খেললেও অনূর্ধ্ব-১৯ দল বয়স ভাঁড়ানোর অভিযোগে সাসপেন্ড হয়ে যাওয়ায় লাল-হলুদ বিরাট ধাক্কা খেয়েছে। এক ডার্বি ম্যাচেই ১৯ বছরের চেয়ে বড় বয়সের ফুটবলার খেলান হয়েছে বলে অভিযোগ করে মোহনবাগান। ফেডারেশনের কাছে এই অভিযোগ সত্যি বলে প্রমাণ করে মোহনবাগান। এর জেরেই এমন শাস্তির মুখে পড়তে হয়েছে লাল-হলুদকে। পাশাপাশি এক ফুটবলারের বিরুদ্ধে আঁধার কার্ড জালিয়াতির অভিযোগও ছিল।  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement