Advertisement

East Bengal VS Mohun Bagan: রবিবারই হবে ডার্বি, কখন থেকে শুরু ইস্টবেঙ্গল VS মোহনবাগান ম্যাচ?

অবশেষে মিটে গেল ডার্বি নিয়ে সমস্যা। ১০ মার্চই অনুষ্ঠিত হচ্ছে আইএসএলের ফিরতি ডার্বি। তিনদিন দীর্ঘ আলোচনার পর, সিদ্ধান্ত হয়, ১০ মার্চ হচ্ছে মেগা ডার্বি। জানুয়ারি মাসে দ্বিতীয় লেগের সূচি ঘোষনা করেছিল এফএসডিএল। সেই সময় রাত ৭:৩০ টায় ডার্বি হওয়ার কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে ঠিক হয়, রাত ন'টায় শুরু হবে ম্যাচ। তবে সম্প্রচার নিয়ে সমস্যা থাকায় ফের আলোচনায় বসে ইস্টবেঙ্গল ও বিধাননগর কমিশনারেট। তখন ঠিক হয় ম্যাচ হবে রাত সাড়ে আটটায়। 

ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Mar 2024,
  • अपडेटेड 5:16 PM IST

অবশেষে মিটে গেল ডার্বি নিয়ে সমস্যা। ১০ মার্চই অনুষ্ঠিত হচ্ছে আইএসএলের ফিরতি ডার্বি। তিনদিন দীর্ঘ আলোচনার পর, সিদ্ধান্ত হয়, ১০ মার্চ হচ্ছে মেগা ডার্বি। জানুয়ারি মাসে দ্বিতীয় লেগের সূচি ঘোষনা করেছিল এফএসডিএল। সেই সময় রাত ৭:৩০ টায় ডার্বি হওয়ার কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে ঠিক হয়, রাত ন'টায় শুরু হবে ম্যাচ। তবে সম্প্রচার নিয়ে সমস্যা থাকায় ফের আলোচনায় বসে ইস্টবেঙ্গল ও বিধাননগর কমিশনারেট। তখন ঠিক হয় ম্যাচ হবে রাত সাড়ে আটটায়। 

তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশের দিনই হবে ডার্বি। সূচি অনুযায়ী ১০ মার্চ রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনেই মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। তবে পরিবর্তন হচ্ছে ম্যাচের সময়ের। ১০ মার্চ তৃণমূলের ব্রিগেড। ব্রিগেড সমাবেশের কারণে ফিরতি ডার্বি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। পুলিশের আপত্তিতে ম্যাচ জামশেদপুরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এফএসডিএল। কিন্তু ইস্টবেঙ্গল চিঠি দিয়ে তাদের জানিয়ে দিয়েছিল, কলকাতা ডার্বি তারা কলকাতাতেই খেলবে। 

গতকাল এই নিয়ে দীর্ঘ বৈঠক হয়। সেখানে পুলিশ অনুমতি দেয় রাত ৯ টা ম্যাচ আয়োজন করার। এই সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ার পরেই বেঁকে বসে আইএসএলের আয়োজক এফএসডিএল। তাদের দাবি, রাত ৯ টায় ম্যাচ শুরু হলে সেই সময়ে টিভি স্লট দেওয়া যাবে না। খুব বেশি হলে রাত ৮ টা থেকে স্লট দিতে পারে সম্প্রচারকারী সংস্থাটি। সেক্ষেত্রে কলকাতা থেকে ম্যাচ সরিয়ে দেওয়ার প্রস্তাবও ওঠে। তবে মঙ্গলবার বিধাননগর পুলিশের সঙ্গে ফের আলোচনায় বসে ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল। তারপরেই ডার্বির দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। জানিয়ে দেওয়া হয়, ডার্বি হচ্ছে কলকাতাতেই। তবে রাত ৯ টা নয়, ম্যাচ হবে সাড়ে আটটায়। 

এদিকে, এফসি গোয়ার বিরুদ্ধে আগামিকাল খেলতে নামবে ইস্টবেঙ্গল। গোয়ার বিরুদ্ধে নামার আগে শক্তি বাড়াচ্ছে লাল-হলুদ। কার্ড সমস্যা কাটিয়ে এই ম্যাচে দলে ফিরছেন হিজাজি মাহের। চোট সারিয়ে ফিরছেন সাউল ক্রোসপোও। ৬ ম্যাচ পর ৬ বিদেশিকে পাবেন কোচ কার্লেস কুয়াদ্রাত।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement