Advertisement

East Bengal Wins Super Cup 2024: 'ডুরান্ড ফাইনাল হারের দুঃখ ভুললাম', সুপার কাপ জিতে ক্লেইটন বললেন...

ডুরান্ড কাপ ফাইনালে হার আর তারপর সুপার কাপ জেতা। ১২ বছর পর কোনও সর্বভারতীয় টুর্নামেন্ট জিতল লাল-হলুদ। ডুরান্ডের পরেই অপরিচিত হিজাজিকে সামনে রেখে স্বপ্ন দেখা শুরু করে লাল হলুদ। আর তিনি এসেই নিজের রূপ দেখালেন। সবার দেরিতে দলে যোগ দিয়ে হিজাজি এখন নয়নের মণি। আর এসেই তিনি ট্রফির স্বাদ পেলেন। এরসঙ্গে বাড়তি যোগ হল কলিঙ্গ সুপার কাপের সেরা ডিফেন্ডার হলেন তিনি।

ইস্টবেঙ্গল দল
Aajtak Bangla
  • ভুবনেশ্বর,
  • 29 Jan 2024,
  • अपडेटेड 9:02 AM IST

ডুরান্ড কাপ ফাইনালে হার আর তারপর সুপার কাপ জেতা। ১২ বছর পর কোনও সর্বভারতীয় টুর্নামেন্ট জিতল লাল-হলুদ। ডুরান্ডের পরেই অপরিচিত হিজাজিকে সামনে রেখে স্বপ্ন দেখা শুরু করে লাল হলুদ। আর তিনি এসেই নিজের রূপ দেখালেন। সবার দেরিতে দলে যোগ দিয়ে হিজাজি এখন নয়নের মণি। আর এসেই তিনি ট্রফির স্বাদ পেলেন। এরসঙ্গে বাড়তি যোগ হল কলিঙ্গ সুপার কাপের সেরা ডিফেন্ডার হলেন তিনি।

ম্যাচ শেষে প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা রবিন সিংকে দেওয়া সাক্ষাৎকারে হিজাজি বলেন, 'আমি খুব খুশি। ভারতে এসে প্রথম চ্যাম্পিয়ন। আমরা অনেকদিন পর চ্যাম্পিয়ন হলাম, ভালো অনুভূতি। এখন আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। সমর্থকরা এত দূর থেকে ভ্রমণ করে এসেছেন, আমি সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। ওদের ছাড়া এই জয়টা হত না।'ইস্টবেঙ্গল বরাবরই এক স্ট্রাইকার সমস্য়ায় ভুগেছে। ISL-এ ভাল কিছু করতে না পারলেও সুপার কাপে জ্বলে উঠেছেন ক্লেইটন সিলভা। ফাইনালে শেষ গোলটাও তাঁরই করা। 

দলের ক্যাপ্টেন গতবারের পর এবারও নিজের রূপ দেখানো শুরু করলেন। ম্যাচ পর তিনি বলেন, 'এটা আমার জয় নয়, এটা সবার জয়। শেষ মুহূর্তে আমরা গোল খাই, সেখান থেকে ফিরে আসি। প্রত্যেকে ভালো খেলেছে। আমরা আইএসএলের জন্য় প্রমাণ করলাম নিজেদের। আমরা ডুরান্ড ফাইনালে হারি, মোহনবাগানের কাছে হারের পর খুব কষ্ট পাই। এতদিন এই কষ্ট নিয়ে ছিলাম, আজ জিতলাম, খুব খুশি। কষ্টটা দূর হল।’

তিনি নিজেও নতুন মরসুমের শুরু থেকে অফকালার ছিলেন। এরপর ফিরে আসেন। কামব্যাক নিয়ে বলেন, ‘৪-৫ মাস আমি ভালো পারিনি। আমি স্ত্রী ও পরিবারের সঙ্গে কথা বলি। আমি নিজের উপর খুশি ছিলাম না। আমি জানি আমার কাজটা কতটা গুরুত্বপূর্ণ। আমি জানি আমাকে কী করতে হবে। সেটা করতে পেরেছে। সবাইকে ধন্যবাদ। আনন্দে কথা বলতে পারছি না।’

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement