Advertisement

East Bengal: 'ডার্বি থেকেই...', ISL-এও সমর্থকদের ঘুরে দাঁড়ানোর আশ্বাস ডিমানটাকোসদের

বিমানবন্দরে টিমকে ঘিরে উচ্ছ্বাস। দিয়ামান্তাকোস- ক্লেইটন-সৌভিকদের বরণ করতে হাজির ছিলেন দেবব্রত সরকার সহ ক্লাবের শীর্ষ কর্তারা। টিম বাসে করে ময়দানে ক্লাব তাঁবুতে এসে ক্লাবের প্রেসিডেন্ট মুরারি লাল লোহিয়ার সঙ্গে পতাকা তুললেন কোচ অস্কার ব্রুজো। শুক্রবার বিকেলে ভুটানের থিম্পুতে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। ৩ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে। 

ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Nov 2024,
  • अपडेटेड 9:49 AM IST

বিমানবন্দরে টিমকে ঘিরে উচ্ছ্বাস। দিয়ামান্তাকোস- ক্লেইটন-সৌভিকদের বরণ করতে হাজির ছিলেন দেবব্রত সরকার সহ ক্লাবের শীর্ষ কর্তারা। টিম বাসে করে ময়দানে ক্লাব তাঁবুতে এসে ক্লাবের প্রেসিডেন্ট মুরারি লাল লোহিয়ার সঙ্গে পতাকা তুললেন কোচ অস্কার ব্রুজো। শুক্রবার বিকেলে ভুটানের থিম্পুতে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। ৩ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে। 

কত টাকা পুরস্কার পেল ইস্টবেঙ্গল?
পুরস্কার মূল্য হিসেবে এসেছে দেড় কোটি টাকারও বেশি। সঙ্গে মূল্যবান এএফসি ক্লাব পর্যায়ের র‍্যাঙ্কিং পয়েন্টও। পরের বছর মার্চ মাসের ৫ ও ১২ তারিখে এই টুর্নামেন্টের শেষ আটের ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা কোয়ার্টার ফাইনালে লাল হলুদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের এফকে আরকাড্যাগ। মাত্র ১৯ মাস বয়সি এই ক্লাব গ্রুপ লিগে মালদ্বীপ ও কিথিস্তানের ক্লাবের বিরুদ্ধে জিতলেও হেরেছে কুয়েতের ক্লাবের কাছে। প্রতিপক্ষ বা এই টুর্নামেন্টের শেষ আট নিয়ে অবশ্য এখন আর ভাবছেনই না টিমের কোচ অস্কার। এই স্প্যানিশ কোচের যাবতীয় অঙ্ক এখন আইএসএলে। 
 

ডার্বিকেই পাখির চোখ করছে ইস্টবেঙ্গল
৯ নভেম্বর যুবভারতীতে মহমেডানের বিরুদ্ধে চলতি আইএসএলে টানা ৬ ম্যাচে হেরেছে ইস্টবেঙ্গল। যার মধ্যে রয়েছে রুজোর কোচিংয়ে দুটো ম্যাচ। টিমের ব্যর্থতার কারণগুলো নতুন কোচ খুঁজে পেলেও সমস্যার পুরোপুরি সমাধান করে উঠতে পারেননি তিনি। কারণ তিনি প্রস্তুতির কোনও সময়ই পাননি। ডার্বির আগেও সে ভাবে পাবেন না। মহমেডানকে হারাতে পারলে তিনি অনেক খোলা মনে পরের ২০ দিন সময় পাবেন, টিমের খোলনলচে বদলানোর জন্য। কারণ তারপরে আইএসএলে ইস্টবেঙ্গলের ম্যাচ সেই ২৯ নভেম্বর। ঘরের মাঠে নর্থ ইস্টের বিরুদ্ধে। 

ব্রুজো বলেছেন, 'ভুটানের সাফল্য টিমের আত্মবিশ্বাস ফেরানোর কাজ করেছে অনেকটাই। যা কাজে লাগাতে হবে আইএসএলের ম্যাচে।' তিনি , 'টিমে অনেক কিছু বদল দরকার। কিন্তু ইতিবাচক দিক হলো, আমার ফুটবলাররা সেই বদলটা নেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে।' এ দিন ক্লাব তাঁবু থেকে বেরোনোর সময় ক্লেইটন, ডিমান্টাকোসরাও সমর্থকদের কথা দিয়েছেন, তাঁরা আসন্ন ডার্বি থেকেই আইএসএলে ঘুরে দাঁড়াবেন। তাঁরা আশাবাদী পরের ম্যাচগুলোয় জিতে লিগ টেবলের প্রথম ছয়ে উঠে আসা নিয়ে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement