Advertisement

East Bengal: সরছেন স্টিফেন, বোর্ড মিটিং-এ সিদ্ধান্ত ইমামি ইস্টবেঙ্গলের

সুপার কাপের (Super Cup) পরেই সরিয়ে দেওয়া হবে ইস্টবেঙ্গল (East Bengal) কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে (Stephen Constantine)। বৃহস্পতিবার ইমামি (Emami) কর্তাদের সঙ্গে ইস্টবেঙ্গলের বৈঠকের পর এমনই সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর। এবারের আইএসএল-এ লাল হলুদের খারাপ পারফরম্যান্সের পর আর ব্রিটিশ কোচকে রাখতে চাইছে না ইমামি ইস্টবেঙ্গল। এমন কথা আগেই শোনা গিয়েছিল। এবার সেই সিদ্ধান্তেই শিলমোহর পড়তে চলেছে। তবে সুপার কাপ অবধি স্টিফেনের সঙ্গে চুক্তি থাকায় সেই পর্যন্ত দলের দায়িত্বে থাকছেন তিনিই।

ইস্টবেঙ্গল ক্লাব ও স্টিফেন কনস্ট্যানটাইন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Mar 2023,
  • अपडेटेड 7:46 PM IST

সুপার কাপের (Super Cup) পরেই সরিয়ে দেওয়া হবে ইস্টবেঙ্গল (East Bengal) কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে (Stephen Constantine)। বৃহস্পতিবার ইমামি (Emami) কর্তাদের সঙ্গে ইস্টবেঙ্গলের বৈঠকের পর এমনই সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর। এবারের আইএসএল-এ লাল হলুদের খারাপ পারফরম্যান্সের পর আর ব্রিটিশ কোচকে রাখতে চাইছে না ইমামি ইস্টবেঙ্গল। এমন কথা আগেই শোনা গিয়েছিল। এবার সেই সিদ্ধান্তেই শিলমোহর পড়তে চলেছে। তবে সুপার কাপ অবধি স্টিফেনের সঙ্গে চুক্তি থাকায় সেই পর্যন্ত দলের দায়িত্বে থাকছেন তিনিই।

সুপার কাপের পর আর স্টিফেনের সঙ্গে চুক্তি নবীকরণের পথে হাঁটতে নারাজ ইমামি ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে, কিছু ফুটবলারও খুশি নন স্টিফেনের কাজে। তাঁরাও নাকি জানিয়ে দিয়েছেন, স্টিফেন থাকলে পরের মরশুমে অন্য ক্লাবে চলে যাবেন তাঁরা। এই মরশুমে প্রচুর গোল করেছেন লাল-হলুদ ফুটবলাররা। বিশেষ করে ক্লেইটন সিলভা ও নাওরেম মহেশ সিংরা। যদিও সেই গোল ধরে রাখতে না পারার খেসারত দিতে হয়েছে ইস্টবেঙ্গলকে। ডুরান্ড কাপের সময় দল যে তৈরী ছিল না তা মানছেন সকলেই। কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) গোল দিয়েও তা ডিফেন্ড করার অক্ষমতা ভাবাচ্ছিল কর্তাদের।

স্টিফেন বিদায়ের পর কোচ কে হবেন তা নিয়ে শুরু হয়েছে মতপার্থক্য। ইমামি কর্তাদের পছন্দ জোসেফ গাম্বাউকে। যদিও ইস্টবেঙ্গল ক্লাব চায় এটিকে মোহনাবাগানের প্রাক্তন কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস। তবে পরের মরশুমে কোচ কে হবে তা এখনও ঠিক হয়নি।


  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement