Advertisement

East Bengal: হঠাত্‍ ইস্তফা কোচের, ইস্টবেঙ্গলের মহিলা দলেও চূড়ান্ত অশান্তি

এখনও সিনিয়র দলের কোচের নাম চূড়ান্ত নয়। আর এবার সমস্যায় লাল হলুদের মহিলা ফুটবল দল। প্রসঙ্গত, কয়েকমাস আগে কন্যাশ্রী কাপ (Kanyashree Cup) চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল।

ইস্টবেঙ্গলের মহিলা দলইস্টবেঙ্গলের মহিলা দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Apr 2023,
  • अपडेटेड 5:38 PM IST

আবারও সমস্যা লাল হলুদে। ইস্টবেঙ্গল (East Bengal) মহিলা ফুটবল দলের (Women’s Football Team) কোচের পদ থেকে পদত্যাগ করলেন সুজাতা কর (Sujata Kar)। 

এখনও সিনিয়র দলের কোচের নাম চূড়ান্ত নয়। আর এবার সমস্যায় লাল হলুদের মহিলা ফুটবল দল। প্রসঙ্গত, কয়েকমাস আগে কন্যাশ্রী কাপ (Kanyashree Cup) চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল। গোটা টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ফুটবল খেলে লাল হলুদের প্রমীলা বাহিনী। এই দলেরই দায়িত্বে ছিলেন সুজাতা কর। 

গত বেশ কয়েকটি মরশুম ধরে, বড় কোনও ট্রফি নেই ক্লাবে। ডুরান্ড কাপ (Durand Cup), কলকাতা লিগ (Calcutta Football League), আইএসএল (ISL) এবং সুপার কাপ (Super Cup) সহ কোনও প্রতিযোগিতাতেই ভালো ফল করতে পারেনি তাঁরা। ডেভেলপমেন্ট দলের কোচ হিসেবে, বিনো জর্জের (Bino George) হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, সিনিয়র দলের কোচ হিসেবে ক্লাব নিয়ে আসে স্টিফেন কনস্ট্যানটাইনকে (Stephen Constantine)। তবুও ফলাফল একদমই আশানুরূপ নয়। 

আরও পড়ুন

আর এই মরশুমে, নতুন কোচ নেওয়ার লক্ষ্যে ঝাঁপাচ্ছে তাঁরা। যদিও লোবেরার (Sergio Lobera) এনওসি (NOC) পাওয়া নিয়ে টালবাহানা চলছেই। অন্যদিকে, গতকাল দ্বিতীয় ডিভিশন আই লিগ (2nd division I-League) থেকেও বিদায় নিয়েছে তাঁরা। ফলে বোঝাই যাচ্ছে যে, ঐতিহ্যবাহী এই ক্লাবের ফলাফল একদমই সুখকর নয়। তবে গত মরশুমে, একমাত্র মহিলা ফুটবলেই সাফল্য পায় ইস্টবেঙ্গল। মহিলাদের কলকাতা ফুটবল লিগ, কন্যাশ্রী কাপে জয় পায় তাঁরা। ফাইনালে শ্রীভূমি এফসিকে (Sreebhumi FC) ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লাল হলুদ। কিন্তু সেই মহিলা ফুটবল দলের কোচই এবার পদত্যাগপত্র পাঠালেন ক্লাব কর্তৃপক্ষকে। 

যদিও এই পদত্যাগপত্র এখনও গ্রহণ করেনি ক্লাব কর্তৃপক্ষ। আজকে একটি মিটিং রয়েছে ক্লাবের সঙ্গে। ক্লাব কর্তাদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন এবং তারপরই সম্ভবত বাকি বিষয়টি জানা যাবে। তবে একটি বিষয় পরিস্কার যে, কোচ নিয়ে রীতিমতো অবস্তিতে ইস্টবেঙ্গল।

Advertisement

প্রতিবেদক: শুভঙ্কর দাস
 

Read more!
Advertisement
Advertisement