Advertisement

IPL 2023 Eden Gardens: বাংলার গর্ব! সব বিতর্ক উড়িয়ে IPL-এর সেরা স্টেডিয়াম ইডেন

ঝাঁ চকচকে নরেন্দ্র মোদী স্টেডিয়াম নয়, সেরার পুরষ্কার জিতল ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স। প্রায় দুই মাস ধরে ভারতের নানা প্রান্তে মোট ১২টি স্টেডিয়ামে আইপিএল-এর ম্যাচ হয়েছে। তার মধ্যে থেকে বিসিসিআই সেরা মাঠকে বেছে নিয়েছে। আর শিরোপা জিতে নিয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স।

ইডেন গার্ডেন্সইডেন গার্ডেন্স
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 May 2023,
  • अपडेटेड 12:51 PM IST

ঝাঁ চকচকে নরেন্দ্র মোদী স্টেডিয়াম নয়, সেরার পুরষ্কার জিতল ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স। প্রায় দুই মাস ধরে ভারতের নানা প্রান্তে মোট ১২টি স্টেডিয়ামে আইপিএল-এর ম্যাচ হয়েছে। তার মধ্যে থেকে বিসিসিআই সেরা মাঠকে বেছে নিয়েছে। আর শিরোপা জিতে নিয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স।


সেরা নির্বাচিত হলেও প্লে অফের কোনও ম্যাচই আয়োজন করার সুযোগ পায়নি কলকাতা। তবুও ম্যাচ আয়োজিত হয়েছে নির্বিঘ্নে। কোনও সমস্যা হয়নি। প্রায় সমস্ত ম্যাচেই দর্শকাসন ছিল কানায় কানায় পূর্ণ। সমর্থনের অভাববোধ করেনি কোনও দলই। সব মিলিয়ে এ বারের আইপিএলের সেরা ভেনুর তকমা পেল ক্রিকেটের ইডেন। যদিও তা যুগ্মভাবে। সেরা ভেনুর পুরস্কার ওয়াংখেড়ে স্টেডিয়ামের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছে ইডেন। লিগের ম্যাচ চলাকালীন ইডেনের উইকেট নিয়ে অভিযোগ তুলেছিলেন কেকেআর ক্রিকেটাররা। তবে সেই অভিযোগের যে কোনও ভিত্তি নেই তা আরও একবার প্রমাণ হয়ে গেল। 

এবারের আইপিএলে মোট ৭টি আয়োজিত হয়েছে ইডেন গার্ডেন্সে। তার মধ্যে ৪টি ম্যাচ জিতে নেয় প্রথমে ব্যাটিং করা দল। রান তাড়া করে জেতে তিনটি দল। প্রায় সবকটি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। মোট ৭টি ম্যাচে ১৬১২ বল খেলা হয়েছে। রান উঠেছে ২৫৫২। ম্যাচ প্রতি রানের গড় ৩৬৪.৫৭ এবং স্ট্রাইক রেট ১৫৮.৩। এই ৭টি ম্যাচে ইডেনে ১৫৬টি ছয় এবং ২৫৮টি চার মেরেছেন বিভিন্ন দলের ব্যাটাররা। বোলাররা সব মিলিয়ে ৭০টি উইকেট নিয়েছেন। আইপিএল চলাকালীন ইডেনের পিচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কেকেআর অধিনায়ক নীতিশ রানা। 

আরও পড়ুন

কারণ ইডেন গার্ডেন্সের পিচ এখন আর আগের মতো মন্থর নয়। বেশকিছু বছর ধরেই ক্রিকেটের নন্দন কাননে এখন গতিময় উইকেট। আইপিএল হোক বা ঘরোয়া ক্রিকেট, ইডেনের উইকেট থেকে পেসার ও স্পিনাররা উভয়েই সুবিধে পান। এমন স্পোর্টিং পিচ খুশি করতে পারেনি কেকেআর ক্যাপ্টেনকে। তবে আইপিএল কর্তৃপক্ষ যে ইডেনকে নিয়ে খুশি তার প্রমাণ এই পুরস্কারই।
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement