Advertisement

Emami East Bengal Transfer News: একের পর এক চমক লাল-হলুদের, কেরলের লেফট ব্যাককে দলে নিচ্ছে ইস্টবেঙ্গল?

ইস্টবেঙ্গলে (East Bengal) যোগ দিতে পারেন আরও এক তারকা ডিফেন্ডার। নিশু কুমারকে (Nishu Kumar) দলে নিতে কেরল ব্লাস্টার্স (Kerala Blasters)-এর সঙ্গে চুক্তি সেরে ফেলতে চাইছে লাল-হলুদ ক্লাব। এমনটাই খবর সূত্রের।

নিশু কুমার
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Jun 2023,
  • अपडेटेड 8:02 AM IST
  • ভারতীয় লেফটব্যাক সই করাচ্ছে ইস্টবেঙ্গল
  • কেরল থেকে লালা-হলুদে ডিফেন্ডার?

ইস্টবেঙ্গলে (East Bengal) যোগ দিতে পারেন আরও এক তারকা ডিফেন্ডার। নিশু কুমারকে (Nishu Kumar) দলে নিতে কেরল ব্লাস্টার্স (Kerala Blasters)-এর সঙ্গে চুক্তি সেরে ফেলতে চাইছে লাল-হলুদ ক্লাব। এমনটাই খবর সূত্রের।


গত মরশুমে ক্লেইটন সিলভা (Cleiton Silva), নাওরেম মহেশ সিংরা (Naorem Mahesh Singh) প্রচুর গোল করলেও, সেই গোল ধরে রাখার ক্ষেত্রে বারে বারে ব্যর্থ হতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। ফলে  গোল করলেও লাভ হয়নি লাল-হলুদ ফুটবলরদের। তবে এবার সেই খামতি ঢাকতে মরিয়া ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলে (East Bengal) সই করছেন এক স্প্যানিশ মিডফিল্ডার! শোনা যাচ্ছে, বোরহা হেরেরাকে (Borja Herrera) দলে নিতে পারে ইস্টবেঙ্গল দল। এখনও কোনও ঘোষণা না হলেও সূত্রের খবর, সই করে ফেলেছেন হায়দরাবাদের এই তারকা ফুটবলার।  বিদেশি ডিফেন্ডারদের পাশাপাশি ভারতীয় ডিফেন্ডারদের দলে নিতে ঝাঁপাচ্ছে ইমামি ইস্টবেঙ্গল। যদিও এখনও কিছুই চূড়ান্ত হয়নি।
৩০ বছর বয়সী এই মিডফিল্ডার খেলতে পারেন বিভিন্ন পজিশনে। দরকার মতো অ্যাটাকিং মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার এমনকি লেফট উইং-এও খেলতে পারেন তিনি। ফলে এমন ফুটবলারকে দলে পেলে সুবিধা হবে লাল-হলুদের।

আরও পড়ুন: 'ফুটবলকে অসম্মান করেছে,' কেরলের আবেদন নাকচ AIFF-এর

মাঝমাঠের খেলোয়াড়টি স্পেনের অনেক ক্লাবেই খেলেছেন। ইউনিয়ন ভিয়েরা (Union Viera CF), রিয়াল ভালাদোলিদ (Real Valladolid CF), রিউজ দেপ্রোতিও (Reus Deportiu), লাস পালমাস (Las Palmas FC) এবং হিউরাক্যান অনূর্ধ্ব-১৯ (Huracan FC U-19) দলের হয়েও খেলেছেন বোরহা। লা লিগাতে (La Liga) তাঁর প্রথম অভিষেক হয়, ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর। 

আরও পড়ুন: রবিবার থেকেই প্র্যাক্টিস শুরু মোহনবাগানের, কলকাতা লিগে কোচ কে?

বোরহা হেরেরা হায়দরাবাদ এফসিতে যোগ দেন ২০২২ সালে। আইএসএলে (ISL) তিনি প্রথম ম্যাচটি খেলেন নর্থইস্ট ইউনাইটেডের (North East United) বিরুদ্ধে। গত ২০২২-২৩ মরশুমে, হায়দরাবাদ জার্সি গায়ে ২২টি ম্যাচে মাঠে নামেন বোরহা হেরেরা। তাঁর পাসিং অ্যাকিউরেসি ৬৩%। শুধু তাই নয়, শেষ মরশুমে ৫টি অ্যাসিস্ট ছাড়াও করে ফেলেছেন ৪টি গোল। সুতরাং বোঝাই যাচ্ছে যে, এহেন একজন এফেক্টিভ মিডফিল্ডারকে দলে নিতে পারলে নিঃসন্দেহে টিমের শক্তি বৃদ্ধি পাবে।  
 

Advertisement

কারা রইলেন ইস্টবেঙ্গল দলে?
গোলকিপার
কমলজিৎ সিং, পবন কুমার
স্টপার
সার্থক গলুই, চুনলুঙ্গা, ইভান গঞ্জলভেস, নবি হুসেন খান, সুমিত রাঠি (নতুন)
সাইড ব্যাক
প্রীতম সিং, মোঃ রাকিব, উননিকৃষ্ণন, এডুইন ভান্সপাল (নতুন), নিশু কুমার (নতুন), হরমোনজ্যোৎ সিং খাবরা, মন্দার রাও দেশাই
মিডফিল্ডার
নাওরেম মহেশ সিং, শৌভিক চক্রবর্তী, মোবাসীর রহমান, সাউল ক্রেসপো (বিদেশী নতুন), বরজা হেরেরা (বিদেশী নতুন), অঙ্গুসেনা
ফরোয়ার্ড
ক্লেইটন সিলভা (বিদেশী), সিভেরিও (নতুন বিদেশী), নন্দকুমার (নতুন), ভি পি সুহের 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement