Advertisement

Jordan Elsey Injury: চোটের জন্য অন্তত দেড় মাস মাঠের বাইরে জর্ডন, বিকল্প খুঁজবে ইস্টবেঙ্গল?

চোটের জন্য মাস কয়েক অনিশ্চিত জর্ডন এলসে (Jordan Elsey)। ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) পক্ষ থেকে সে কথা জানিয়েও দেওয়া হয়েছে। তবে এই অজি ডিফেন্ডারকে কি ছেড়ে দেবে লাল-হলুদ? তেমনটা হলে তাঁর বিকল্প কে হবেন? এই প্রশ্ন ঘুরছে ইস্টবেঙ্গল সমর্থকদের মনে। 

জর্ডন এলসে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Sep 2023,
  • अपडेटेड 4:05 PM IST

চোটের জন্য মাস কয়েক অনিশ্চিত জর্ডন এলসে (Jordan Elsey)। ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) পক্ষ থেকে সে কথা জানিয়েও দেওয়া হয়েছে। তবে এই অজি ডিফেন্ডারকে কি ছেড়ে দেবে লাল-হলুদ? তেমনটা হলে তাঁর বিকল্প কে হবেন? এই প্রশ্ন ঘুরছে ইস্টবেঙ্গল সমর্থকদের মনে। 
 

এলসেকে নিয়ে কী সিদ্ধান্ত নিতে পারে ইমামি ইস্টবেঙ্গল?
লাল-হলুদ সূত্রের খবর, জর্ডন এলসের চোট গুরুতর হলেও অস্ত্রোপচারের প্রয়োজন নেই। গ্রেড ১ ইনজুরি হওয়ায় রিকভারি করতে হবে। তাতেও আড়াই মাস সময় লাগার কথা। তবে রিকভারি ভালো হলে সময় অনেকটাই কম লাগতে পারে। টিম ম্যানেজমেন্ট আশাবাদী দেড় মাসের মধ্যেই ফিট হয়ে মাঠে ফিরবেন জর্ডন। ফলে এখনই তাঁর বিকল্প খুঁজছেন না ইমামি কর্তারা। তাঁরা আশাবাদী ফিট হয়েই ফিরবেন অজি ডিফেন্ডার। ডার্বি ম্যাচে ৩৩ মিনিটেই পরিবর্তন করতে হয় তাঁকে। এলসের জায়গায় নামানো হয় পারদোকে। হাঁটুর চোটের কারণে কয়েক মাসের জন্য ছিটকে যান এই তারকা ফুটবলার। 


ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘ডার্বি ম্যাচে হাঁটুর চোটের জন্য কয়েকমাস মাঠের বাইরে থাকতে হবে জর্ডন এলসেকে। আমরা ওর পাশে রয়েছি। আশা করব ও দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে।‘ ডার্বিতে হারের কাটা ঘায়ে নুনের ছিটে পড়ল ইস্টবেঙ্গল সমর্থকদের। আইএসএল-এর প্রথম কিছু ম্যাচ জর্ডনকে ছাড়াই খেলতে হবে ইস্টবেঙ্গলকে।


জর্ডনের বিকল্প হিসেবে কার্লেস কুয়াদ্রাত দুই ফুটবলারের নাম পাঠিয়েছেন বলে সূত্রের খবর। যদি জর্ডনের সুস্থ হতে সময় আরও বেশি লাগে, তবে এই দুই ফুটবলারের সঙ্গে কথা বলা হতে পারে। তবে প্রাথমিক কথা হয়েছে বলেও জানা যাচ্ছে। যদিও, কুয়াদ্রাত নিজেও এখনই জর্ডনকে ছেড়ে দেওয়ার কথা ভাবছেন না। ফলে এখনই জর্ডনের বিকল্প নিয়ে ভাবছে না ইস্টবেঙ্গল। আসলে এশিয় কোটায় বিদেশি নিতে হবে। জর্ডন ছাড়া কেউই তেমন নেই। পাশাপাশি কাউকে সই করাতে হলে তাকে ফ্রি প্লেয়ার হতে হবে।  

Advertisement

     
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement