Advertisement

Emami East Bengal: ইমামির সঙ্গে চুক্তি ফাইনাল, সই কবে করবে ইস্টবেঙ্গল ?

সূত্রের খবর, আশি শতাংশ শেয়ার নিজেদের কাছে রেখে বাকি ২০ শতাংশ ক্লাবকে দিতে চেয়েছিল ইমামি। তবে তাতে রাজি হননি লাল-হলুদ কর্তারা। দুই পক্ষের আলোচনার পর ঠিক হয়েছে, ৭৬ থেকে ৮০ শতাংশ শেয়ার নিজেদের কাছে রাখতে চাইছে ইমামি। বাকি শেয়ার থাকবে ইস্টবেঙ্গল কর্তাদের কাছে। তবে চুক্তির চূড়ান্ত ড্রাফট না এলে এই বিষয় নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। 

ইস্টবেঙ্গল ক্লাব ইস্টবেঙ্গল ক্লাব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jul 2022,
  • अपडेटेड 2:16 PM IST
  • অবশেষে স্বস্তি ইস্টবেঙ্গলে
  • চুক্তি সই হতে চলেছে

চুক্তি স্বাক্ষর করার পথে আরও কিছুটা এগিয়ে গেল ইস্টবেঙ্গল ক্লাব রবিবার রাতেই সম্মতিপত্র লগ্নিকারী সংস্থা ইমামির হাতে পাঠিয়ে দেবে ক্লাব। এমনটাই জানান হয়েছে ক্লাবের তরফ থেকে। অনেকদিন আগেই ইস্টবেঙ্গলের সঙ্গে বিনিয়গকারী হিসেবে যুক্ত হয়েছে ইমামি। কিন্তু চুক্তি সইয়ের ক্ষেত্রে কিছুটা সমস্যা ছিল। বিশেষত শেয়ারের শতাংশ সংক্রান্ত বিষয় সমস্যা থাকলেও তা কেটে গিয়েছে। ইমামি কর্তাদের কাছে ক্লাব কর্তারা জানতে চেয়েছেন, কবে আনুষ্ঠানিক ভাবে সই হবে। তাঁরা সবুজ সঙ্কেত দিলেই সই হয়ে যাবে। 

সূত্রের খবর, আশি শতাংশ শেয়ার নিজেদের কাছে রেখে বাকি ২০ শতাংশ ক্লাবকে দিতে চেয়েছিল ইমামি। তবে তাতে রাজি হননি লাল-হলুদ কর্তারা। দুই পক্ষের আলোচনার পর ঠিক হয়েছে, ৭৬ থেকে ৮০ শতাংশ শেয়ার নিজেদের কাছে রাখতে চাইছে ইমামি। বাকি শেয়ার থাকবে ইস্টবেঙ্গল কর্তাদের কাছে। তবে চুক্তির চূড়ান্ত ড্রাফট না এলে এই বিষয় নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। 

কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর্সে কতজন থাকতে পারেন?
নতুন কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরে ক্লাবের তরফ থেকে দুই নয়, তিন জন থাকতে পারেন। আর বিনিয়োগকারী সংস্থা ইমামির পক্ষ থেকে সাত জন থাকতে পারেন বোর্ড অফ ডিরেক্টর্সে। শোনা যাচ্ছে ক্লাবের পক্ষ থেকে থাকতে পারেন ক্লাবের সভাপতি প্রণব দাশগুপ্ত এবং শীর্ষকর্তা দেবব্রত সরকার। তবে তৃতীয় ডিরেক্টর কে হবেন তা ঠিক হয়নি। 

আরও পড়ুন

দ্রুত চুক্তি সই করে দল গঠনের কাজে নামতে চাইছে ইস্টবেঙ্গল। কারণ, এরপর আর ভাল ফুটবলার পাওয়া সম্ভব হবে না। ভাল দল তৈরি করে আইএসএল-এ খেলতে হলে দ্রুত চুক্তি সমস্যা মিটিয়ে ফুটবলারদের সঙ্গে কথা বলতে হবে। ইতিমধ্যেই লাল-হলুদের পছন্দ করা বেশ কয়েক জন ফুটবলার অন্য ক্লাবে চলে গিয়েছেন। যারা রয়েছেন তাদের সঙ্গেও দ্রুত চুক্তি করতে না পারলে সমস্যা বাড়বে।  

Read more!
Advertisement
Advertisement