Advertisement

East Bengal Transfer News: গিল-মন্দারের জন্য ঝাঁপাল ইস্টবেঙ্গল, দেখে নিন কারা আছেন দলে

একের পর এক ব্যর্থতা। তবে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল (East Bengal)। ইমামি কর্তারা বারেবারে প্রতিশ্রুতি দিয়েছেন ভালো দল গড়ার। দলবদলের শুরুর দিকে ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের সঙ্গে ইমামি কর্তাদের মতবিরোধ প্রকাশ্যে চলে এসেছিল।

ইস্টবেঙ্গল দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jun 2023,
  • अपडेटेड 5:54 PM IST
  • গিলকে নিতে ঝাঁপাল ইস্টবেঙ্গল
  • মন্দার রাও দেশাইকেও দলে নিতে চাইছে লাল-হলুদ

একের পর এক ব্যর্থতা। তবে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল (East Bengal)। ইমামি কর্তারা বারেবারে প্রতিশ্রুতি দিয়েছেন ভালো দল গড়ার। দলবদলের শুরুর দিকে ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের সঙ্গে ইমামি কর্তাদের মতবিরোধ প্রকাশ্যে চলে এসেছিল।


তবে দফায় দফায় আলোচনার মাধ্যমে এই সমস্যা এখন কিছুটা কেটে গিয়েছে। বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। কিছুদিন আগেই গত বছরে খেলা ১১ জন ফুটবলারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) ম্যানেজমেন্ট। তবে নতুন মরশুমের জন্য ইতিনধ্যেই বেশ কয়েকজন তারকা ফুটবলারকে সই করিয়ে ফেলেছে লাল-হলুদ। তবে এখনও বেশকিছু জায়গায় কিছু তারকা ফুটবলারদের সঙ্গে কথাবার্তা বলছেন তাঁরা। এর মধ্যেই শোনা যাচ্ছে, গোলরক্ষক প্রভসুকান সিং গিলকে (Prabhsukhan Singh Gill ) সই করাতে চাইছে লাল-হলুদ ক্লাব। যদিও কিছুই এখনও চূড়ান্ত নয়। সরকারি ভাবে কোনও ফুটবলারের নাম ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: ডার্বির পর ট্রান্সফার মার্কেটেও ইস্টবেঙ্গলকে 'গোল' স্লাভকোর, কোথায় যাচ্ছেন তিনি?
 

গিলের জন্য ঝাঁপাল ইস্টবেঙ্গল
গত মরশুমে কমলজিত সিং দারুণ খেললেও, আরও ভালো গোলরক্ষককে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল। সেই জন্যই কেরল ব্লাস্টার্সের এই গোলকিপারকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল। তবে তাঁকে দলে নিতে হলে প্রায় ২ কোটি টাকা দিতে হবে ইস্টবেঙ্গলকে। তবুও ভালো ফল করার লক্ষ্যে এই ফুটবলারকেই সই করাতে মরিয়া কমলজিত। ডিফেন্ডার মন্দার রাও দেশাইকেও সই করাতে চাইছে লাল-হলুদ ক্লাব। এফসি গোয়া থেকে ইস্টবেঙ্গলে আসতে পারেন তিনি। তবে সেক্ষেত্রে লড়াইয়ে রয়েছে ওড়িশা এফসি-ও।  
নতুন নিযুক্ত কোচ কার্লেস কুয়াদ্রাতের পরামর্শ মেনেই দল গঠনের কাজে হাত লাগিয়েছেন ইমামি ইস্টবেঙ্গলের কর্তারা। এবার দেখে নেওয়া যাক, এখনও অবধি কেমন হল ইস্টবেঙ্গলের স্কোয়াড?  

Advertisement

আরও পড়ুন: জেরি সহ ১১ ফুটবলারকে ছাড়ার সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের, ক্ষুব্ধ সমর্থকরা

কারা রইলেন ইস্টবেঙ্গল দলে?
গোলকিপার
কমলজিৎ সিং, পবন কুমার
স্টপার
সার্থক গলুই, চুনলুঙ্গা, ইভান গঞ্জলভেস, নবি হুসেন খান, সুমিত রাঠি (নতুন)
সাইড ব্যাক
প্রীতম সিং, মোঃ রাকিব, উননিকৃষ্ণন, এডুইন ভান্সপাল (নতুন), নিশু কুমার (নতুন), হরমোনজ্যোৎ সিং খাবরা, মন্দার রাও দেশাই
মিডফিল্ডার
নাওরেম মহেশ সিং, শৌভিক চক্রবর্তী, মোবাসীর রহমান, সাউল ক্রেসপো (বিদেশী নতুন), বরজা হেরেরা (বিদেশী নতুন), অঙ্গুসেনা
ফরোয়ার্ড
ক্লেইটন সিলভা (বিদেশী), সিভেরিও (নতুন বিদেশী), নন্দকুমার (নতুন), ভি পি সুহের 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement