বৃহস্পতিবার কলকাতা লিগে অভিযান শুরু করছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। কিশোর ভারতী স্টেডিয়ামে রেনবোর বিরুদ্ধে নামছে লাল-হলুদ। তবে টিকিট নিয়ে ক্ষোভ দেখা যাচ্ছে সমর্থকদের মধ্যে। পর্যাপ্ত টিকিট না থাকায়, মরশুমের প্রথম ম্যাচ দেখতেই যেতে পারছেন না ইস্টবেঙ্গল সমর্থকদের বিরাট একটা অংশ।
আইএফএ এই ম্যাচের টিকিট নিয়ে যা জানিয়েছে, তাতে স্পষ্ট, সমর্থকদের লাইভ স্ট্রিমিং-এই মরশুমের প্রথম ম্যাচ দেখতে হবে। অনেকেই জিজ্ঞেস করেছেন, ইস্টবেঙ্গল ম্যাচের টিকিট কিশোরভারতী ক্রীড়াঙ্গন থেকে পাওয়া যাবে কিনা। কারণ অনেক দূর দুরান্ত থেকে সমর্থকরা মাঠে যাবেন। বুধবার গভীর রাত পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে, সেই অনুযায়ী, মাঠে কোনও টিকিট বিক্রির ব্যবস্থা থাকছে না। সদস্যরা সদস্য কার্ড দেখিয়ে ঢুকতে পারবেন। বেশ কিছু টিকিট কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে। সেই টিকিটও শেষ হয়ে গিয়েছে। আজ মাঠে কোন কাউন্টার থেকে টিকিট বিক্রির ব্যবস্থা নেই বলেই খবর।
মোহনবাগান ইতিমধ্যেই কলকাতা লিগে দারুণ শুরু করেছে। প্রথমে পাঠচক্র, তারপর বুধবার টালিগঞ্জ অগ্রগামীকেও কার্যত উড়িয়ে দিয়েছে সবুজ-মেরুন। শুধু তাই নয়, নিজেদের ঘরের মাঠে সিএফসি-কে উড়িয়ে দিয়েই অভিযান শুরু করেছে মহামেডান স্পোর্টিং-ও। ফলে জয় পেতেই হবে ইস্টবেঙ্গলকে। নয়ত, লিগের লড়াইয়ে বেশ কিছুটা পিছিয়ে যেতে হবে বিনো জর্জের দলকে।
ডেভলপমেন্ট লিগে ভালো খেললেও, এই মরশুমে দল কার্যত ভেঙে গিয়েছে ইস্টবেঙ্গলের। ফলে নতুন করে ট্রায়াল দিয়ে ফুটবলার সই করাতে হয়েছে। যে ট্রায়াল চলেছে কিছুদিন আগে অবধিও। যা ইস্টবেঙ্গলের মতো দলের ক্ষেত্রে ভাবাই যায় না। গোল করার কেউই নেই দলে। তবুও নতুন মরশুমে আশায় বুক বাঁধছেন সমর্থকরা। হতাশা ঝেড়ে, নতুন মরশুমে কলকাতা লিগ জেতাই এখন লক্ষ্য লাল-হলুদের। তবে এমন মরশুমের প্রথম ম্যাচে মাঠে যেতেই পারছেন না অধিকাংশ সমর্থক। এমনিতেই কলকাতা লিগ প্রায় তিন বছর পর নিজের ছন্দে ফিরছে। ফলে ময়দানে একটা আলাদা আবেগ দেখা যাচ্ছে। ঠিক যেটা দেখা গেল বুধবার মহামেডান মাঠে। দারুণ মাঠ আর গ্যালারি ভর্তি দর্শক। এটাই কলকাতা লিগের পরিচিত দৃশ্য। তবে ইস্টবেঙ্গলের ম্যাচে সেই দৃশ্য দেখা যাবে কিনা তা এখনই বলা যাচ্ছে না।