Advertisement

Italy vs England Preview: হ্যারি কেন-চেলিনি দ্বৈরথ! কারা হবে Euro সেরা?

ব্রিটিশরা ফাইনালে মুখোমুখি হবে আজুরিদের। ইংল্যান্ড বনাম ইতালির এই মুখোমুখি নিয়ে মুখিয়ে আছে গোটা বিশ্ব। কোপার ফাইনালের রাতে ইউরো ফাইনাল। এই ম্যাচ ঘিরে বাড়ছে উন্মাদনা।

মুখোমুখি ইতালি বনাম ইংল্যান্ড।মুখোমুখি ইতালি বনাম ইংল্যান্ড।
Aajtak Bangla
  • ওয়েম্বলি,
  • 11 Jul 2021,
  • अपडेटेड 11:10 PM IST
  • কোপার ফাইনালের রাতে ইউরো ফাইনাল
  • ইউরো ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড বনাম ইতালি
  • এই ম্যাচ ঘিরে বাড়ছে উন্মাদনা

ইউরোর মহাযজ্ঞ আজ শেষ হয়ে যাবে মাঝরাতে। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই জানা যাবে কারা জিতবে সেরার শিরোপা। একদিকে ইতিমধ্যেই কোপা আমেরিকায় জয় পেয়ে গিয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলকে হারিয়ে জয় পেয়েছে মেসির। এবার কোপার পর আজ রাতে মোকাবিলা ইউরোর। এই দুই টুর্নামেন্টেই বিশ্বকাপ ফুটবলের চেয়ে যার উন্মাদনা কোনও অংশে কম নয়। অন্যদিকে যেখানে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই শেষ, সেখানে ব্রিটিশরা ফাইনালে মুখোমুখি হবে আজুরিদের। ইংল্যান্ড বনাম ইতালির এই মুখোমুখি নিয়ে মুখিয়ে আছে গোটা বিশ্ব।

শুরু হয়েছে নানান জল্পনা হিসেব নিকেশের পালা। কারা কোথায় এগিয়ে তা নিয়ে শুরু হয়েছে, হিসেব-নিকেশ জল্পনা। এখনও পর্যন্ত ইতালি এবং ইংল্যান্ড দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে ২৭ বার। তার মধ্যে ইতালি জয় পেয়েছে ১১ টি ম্যাচে। ইংল্যান্ড জিতেছে ৮টিতে। বাকি ৮ টি ম্যাচ ড্র হয়েছে। 


দু'দলের প্রথম আটটি সাক্ষাতে ইতালি অবশ্যই একটিও জয় পায়নি। আবার শেষ আটটি লড়াইয়ে আবার মাত্র একটি জয় পেয়েছে ইংল্যান্ড। ইউরো কাপে এই দুই দলের শেষ সাক্ষাৎ হয়েছিল ২০১২ সালে। কোয়ার্টার-ফাইনালে ইতালির কাছে হেরে সেবার টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ইংল্যান্ড। তার আগে ইউরোতে শেষবার মুখোমুখি হয়েছিল ১৯৮০ সালে গ্রুপ পর্যায়ে। সে বারেও ইতালির সঙ্গে হেরে নকআউট পর্যায় থেকে ছিটকে যায় ব্রিটিশরা। 

আরও পড়ুন

 

 

বড় টুর্নামেন্ট ইউরো কাপ এবং বিশ্বকাপের হিসেব ধরলে মূলপর্বে ইংল্যান্ডের বিরুদ্ধে কখনও হারেনি ইতালি। নক আউটেও ইতালির রেকর্ড ভাল। সেমিফাইনালে ডেনমার্কের সঙ্গে প্রায় আটকে গিয়েছিল ইংল্যান্ড। কঠিন লড়াই ফিরিয়ে দিয়েছিল ড্যানিশরা। কোনও মতেই এসেছে জয়। স্বাভাবিকভাবেই  ফাইনালে আরও কঠিন লড়াই অপেক্ষা করতে চলেছে তা ভালই জানেন ইংলিশরা। তাই স্টোনস, ম্যগুয়ের স্টারলিং, কেনদের, সামনে কঠিন লড়াই  অপেক্ষা করে আছে। 

 

 


অন্যদিকে গতবার বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করতেই পারেনি একাধিকবারের চ্যাম্পিয়ন ইতালি। যা নিশ্চয় তাদের কুরে খেয়েছে কয়েকটা বছর। ইতালিকে তাতাচ্ছে নয়া চ্যালেঞ্জ। ফের একবার ইউরো সেরা হওয়ার মধ্য দিয়ে নিজেদের প্রবলভাবে ফিরে আসার চ্যালেঞ্জ রয়েছে নিজেদের কাছেই। ইতালিকেও স্পেনের সঙ্গে জয় পেতে টাইব্রেকার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ফলে ইংল্যান্ডের মতো ইতালি ও কঠিন লড়াইয়ে মধ্য দিয়ে ফাইনালে উঠে এসেছে। যা তাদের বড় ম্যাচের আগে তৈরি রাখবে বিশেষ করে মোরাতা, ইমমোবিলদের কাছেও ইংল্যান্ডকে রুখে দেওয়ার মরিয়া চেষ্টা লক্ষ্য করা যাবে।

Advertisement

এই ম্যাচ ঘিরে বেশ উন্মাদনা রয়েছে। একদিকে হ্যারি কেন, স্টার্লিংরা রয়েছেন অন্যদিকে জিওর্জিও চেলিনিরা। একদিকে গ্যারেথ সাউথগেট অন্যদিকে, রবার্টো মানচিনি।

Read more!
Advertisement
Advertisement