Advertisement

Euro 2024 Spain vs Croatia: গ্রুপ অফ ডেথে দারুণ শুরু স্পেনের, প্রথম ম্যাচেই বড় জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে

ইউরো কাপের গ্রুপ অফ ডেথে প্রথম ম্যাচেই দারুণ জয় পেল স্পেন। ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল তারা। সুযোগ নষ্ট করার খেসারত দিতে হল লুকা মদ্রিচদের। ম্যাচের শুরুটা খারাপ করেনি কোনও দলই। তবে শুরু থেকেই নিজেদের উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছিল স্পেন। সুযোগ পেয়েছিল ক্রোয়শিয়াও। 

Spain vs Croatia Spain vs Croatia
Aajtak Bangla
  • বার্লিন,
  • 15 Jun 2024,
  • अपडेटेड 11:49 PM IST

ইউরো কাপের (Euro Cup 2024) গ্রুপ অফ ডেথে প্রথম ম্যাচেই দারুণ জয় পেল স্পেন (Spain)। ক্রোয়েশিয়াকে (Croatia) ৩-০ গোলে হারিয়ে দিল তারা। সুযোগ নষ্ট করার খেসারত দিতে হল লুকা মদ্রিচদের (Luka Modric)। ম্যাচের শুরুটা খারাপ করেনি কোনও দলই। তবে শুরু থেকেই নিজেদের উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছিল স্পেন। সুযোগ পেয়েছিল ক্রোয়শিয়াও। 

কখনও বাঁ-প্রান্ত বা কখনও ডান-প্রান্ত দিয়ে, বারবার বিপক্ষের সিমানায় আঘাত হানতে থাকে দুই দলই। আক্রমণ এবং প্রতি আক্রমণে জমে ওঠে এই ম্যাচ। ঠিক যখন হাড্ডাহাড্ডি ফুটবলে মগ্ন সমগ্র বিশ্বের ফুটবলপ্রেমীরা। তখনই গোল পেয়ে যায় স্পেন। ম্যাচের ২৬ মিনিটে। জালে বল জড়ান আলভারো মোরাতা (Alvaro Morata)। রডরির (Rodri) পাস সোজা খুঁজে নেয় স্ট্রাইকারকে। ঠান্ডা মাথায় গোল করে যান মোরাতা। সুযোগ পেলেও সমতা ফেরাতে ব্যর্থ হন কোভাচিচ। প্রথম গোল পাওয়ার ৬ মিনিটের মধ্যেই ব্যবধান বাড়িয়ে ফেলে স্পেন। ইয়ামালের পাস খুঁজে নেয় পেদ্রিকে। তাঁর পাস ধরে দুই ডিফেন্দারকে কাটিয়ে দারুণ শটে গোল করে যান ফাবিয়ান পেনা (Fabian Ruiz Pena)। দুই গোল পেয়ে আরও ভয়ঙ্কর হয়ে অথে স্পেন। একের পোর এক আক্রমণ তুলে আনতে থাকে তারা। 

 

স্পেনের তৃতীয় গোল আসে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে। গোল করেন ড্যানি কার্ভাহাল (Dani Carvajal)। ডিফেন্ডার হলেও তাঁর গোল দেখে তা বোঝার উপায় ছিল না। অভিজ্ঞ এই ফুটবলার প্রচুর গোল করেছেন তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদের (Real Madrid) হয়ে। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। তবে সেখান থেকে গোল করলেও তা বাতিল হয়। শট করার আগেই পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন ক্রোট ফুটবলাররা। 

যদিও শুধু গোল নয়, পেনাল্টির সিদ্ধান্ত নিয়েও বিতর্ক রয়েছে। পেটকোভিচের শট সেভ করেন উনাই সিমোন। ফিরতি বলে গোল করলেও তা বাতিল হয়। রাতে এই গ্রুপের আরও এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ইতালি ও আলবেনিয়া।    

Advertisement
Read more!
Advertisement
Advertisement