Advertisement

Euro Cup 2024 Prize Money: ইউরোতে টাকার বৃষ্টি, কত কোটি টাকা পাবেন চ্যাম্পিয়ন দলের ফুটবলাররা?

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ইউরো কাপ (Euro Cup 2024)। ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে এবার ২৪টি দেশ। ঘরের মাঠে জার্মানি নিজেদের চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার হিসেবে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে। জামাল মুসিয়ালারা দারুণ ছন্দে শুরু করেছে তাদের ইউরো অভিযান। প্রথম ম্যাচে হেলায় হারিয়েছে স্কটল্যান্ডকে। এবারে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা উয়েফা (UEFA) ইউরোতে পুরস্কার মূল্য (Euro Cup Prize Money) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 

ইউরো কাপ
Aajtak Bangla
  • বার্লিন,
  • 15 Jun 2024,
  • अपडेटेड 10:18 PM IST

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ইউরো কাপ (Euro Cup 2024)। ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে এবার ২৪টি দেশ। ঘরের মাঠে জার্মানি নিজেদের চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার হিসেবে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে। জামাল মুসিয়ালারা দারুণ ছন্দে শুরু করেছে তাদের ইউরো অভিযান। প্রথম ম্যাচে হেলায় হারিয়েছে স্কটল্যান্ডকে। এবারে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা উয়েফা (UEFA) ইউরোতে পুরস্কার মূল্য (Euro Cup Prize Money) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 

কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল?
 
রিপোর্ট অনুযায়ী মোট ৩৩১ মিলিয়ন ইউরো ভাগ করে দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২৯৬৩ কোটি টাকা। অংশ নেওয়া ২৪টি দলের মধ্যে এই অর্থ ভাগ করে দেওয়া হবে। ইউরোয় অংশগ্রহণকারী দলগুলি পাবে ৯.২৫ মিলিয়ন ইউরো, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৮২ কোটি টাকা করে। প্রতিটি দলই এই অর্থ পাবে। গ্রুপ পর্বে ম্যাচ জিতলে ১ মিলিয়ন ইউরো ও ড্র করলে ৫ লক্ষ ইউরো করে পাবে দলগুলি। শেষ ষোলোয় জায়গা করে নিতে পারলে প্রতিটি দল পাবে ১.৫ মিলিয়ন ইউরো করে। আর কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারলে প্রতিটি দলের জন্য থাকছে ২.৫ মিলিয়ন ইউরো। 

সেমিফাইনালে উঠতে পারলে আরও বাড়বে পুরস্কারমূল্য। ৪ মিলিয়ন ইউরো করে পাবে এই চার দল। আর চ্যাম্পিয়নদের জন্য থাকছে বিরাট পরিমাণ আর্থিক পুরস্কার। ৮ মিলিয়ন ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৭১ কোটি টাকা ঘরে ঢুকবে তাদের অ্যাকাউন্টে। রানার্স আপদের জন্য প্রাইজমানি ৫ মিলিয়ন ইউরো। অর্থাৎ সমস্ত পর্ব মিলিয়ে ইউরো সেরাদের জন্য বরাদ্দ অর্থ ২৮.২৫ মিলিয়ন। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২৫২ কোটি টাকা।

কীভাবে দেখবেন এই টুর্নামেন্ট?
ইউরো কাপ দেখা যাবে সোনির বিভিন্ন চ্যানেলে। আর এবারের ইউরো কাপের লাইভ স্ট্রিমিং দেখতে হলে ইনস্টল করতে হবে সোনি লিভ অ্যাপ। তবে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করতে হবে সোনি লিভ। তা হলেই দেখতে পাবেন এই টুর্নামেন্ট। তবে শুধুমাত্র জিও সাবস্ত্রাইবাররা মোবাইলে এই টুর্নামেন্ট ফ্রিতে দেখতে পাবেন। তবে সেক্ষেত্রে তাদের জিও টিভি ইনস্টল করতে হবে। জিও টিভিতে টেস্ট ৮ এইচডি চ্যানেলে দেখা যাবে এই টুর্নামেন্ট। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement