Advertisement

Euro Cup 2024 Prize Money: ইউরোতে অর্থবৃষ্টি, চ্যাম্পিয়ন হলে স্পেন না ইংল্যান্ড কারা বেশি পাবে?

ইউরো কাপ (Euro Cup 2024) চ্যাম্পিয়ন হলে বড় অঙ্কের আর্থিক পুরস্কার পেতে চলেছে স্পেন (Spain)। একইভাবে চ্যাম্পিয়ন হতে পারলে ইংল্যান্ডের (England) ফুটবল অ্যাসসিয়েশনও প্রচুর টাকা দেবে জুড বেলিংহ্যাম (Jude Bellingham), হ্যারি কেনদের (Harry Kane)। তবে পুরস্কার মূল্যের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে ইংল্যান্ড। চ্যাম্পিয়ন হলে স্পেনের ফুটবলারেরা যে পরিমাণ অর্থ পাবেন, তার থেকে অনেক বেশি অর্থ পাবেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট (Gareth Southgate)।

Spain vs England
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jul 2024,
  • अपडेटेड 10:25 AM IST

ইউরো কাপ (Euro Cup 2024) চ্যাম্পিয়ন হলে বড় অঙ্কের আর্থিক পুরস্কার পেতে চলেছে স্পেন (Spain)। একইভাবে চ্যাম্পিয়ন হতে পারলে ইংল্যান্ডের (England) ফুটবল অ্যাসসিয়েশনও প্রচুর টাকা দেবে জুড বেলিংহ্যাম (Jude Bellingham), হ্যারি কেনদের (Harry Kane)। তবে পুরস্কার মূল্যের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে ইংল্যান্ড। চ্যাম্পিয়ন হলে স্পেনের ফুটবলারেরা যে পরিমাণ অর্থ পাবেন, তার থেকে অনেক বেশি অর্থ পাবেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট (Gareth Southgate)।

দুই দলের ক্ষেত্রে পুরস্কার মূল্যে পার্থক্য কত?
অ্যালভারো মোরাতা (Alvaro Morata), রদ্রির (Rodri) মতো দলের সিনিয়র ফুটবলারদের সঙ্গে আলোচনা করে আর্থিক পুরস্কার চূড়ান্ত করেছে স্পেনের ফুটবল সংস্থা। এর আগে কোনও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফুটবলারদের এই পরিমাণ আর্থিক পুরস্কার দেয়নি তারা। ইউরো কাপ চ্যাম্পিয়ন হলে স্পেনের ফুটবলারেরা প্রত্যেকে পাবেন ৩ লাখ ৬ হাজার ৬৪৬ পাউন্ড করে। ভারতীয় মুদ্রায় যা ৩ কোটি ৩২ লাখ টাকার বেশি। তবে এখানেই শেষ নয়, ইউরো কাপ চ্যাম্পিয়নদের পুরস্কার মূল্য হিসাবে উয়েফা (UEFA) দেবে ২ কোটি ৮৫ লাখ ইউরো। ভারতীয় মূল্যে যা প্রায় ২৫৯ কোটি টাকা। এই টাকার ৪০ শতাংশ অর্থাৎ প্রায় ১০৩ কোটি টাকাও ভাগ করে দেওয়া হবে দলের ৩১ জনের মধ্যে। ফুটবলারেরা ছাড়াও কোচ এবং সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ হবে এই টাকা। 

স্পেনকে হারিয়ে ইংল্যান্ড ইউরোপের সেরা হতে পারলে জাতীয় দলের জন্য মোট ২ কোটি ৪০ লাখ পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে সে দেশের ফুটবল নিয়ামক সংস্থা এফএ। ইংল্যান্ডের ফুটবলারেরা প্রত্যেকে পাবেন ৩ লাখ ৬৯ হাজার পাউন্ড বা প্রায় ৪ কোটি টাকা করে। সঙ্গে হ্যারি কেনেরা পাবেন উয়েফার পুরস্কার মূল্যেরও কিছু অংশ। আর দলকে চ্যাম্পিয়ন করতে পারলে ইংল্যান্ড কোচ সাউথগেট বোনাস হিসাবে পাবেন ৪০ লাখ পাউন্ড ভারতীয় মুদ্রায় যা ৪৩ কোটি টাকারও বেশি। যা স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে (Luis de la Fuente) দলকে চ্যাম্পিয়ন করলে যে টাকা পাবেন তার ১০ গুণেরও বেশি।

Advertisement

কোথায় কীভাবে দেখবেন ম্যাচ?
ভারতীয় সময় রবিবার রাত ১২:৩০-এ শুরু হবে এই ফাইনাল ম্যাচ। জিও-র কানেকশন থাকলে ফ্রিতেই দেখা যাবে ইংল্যান্ড ও স্পেনের এই ফাইনাল ম্যাচ। জিও টিভি অ্যাপে গিয়ে সোনি স্পোর্টসে গেলে দেখা যাবে এই ম্যাচ। পাশাপাশি টিভিতেও দেখা যাবে ম্যাচ। সোনি স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। সোনি লিভ-এর সাবস্ক্রিপশন থাকলে সেখানেও দেখতে পাবেন এই ফাইনাল ম্যাচ।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement