Advertisement

Euro Cup 2024: সেমিফাইনালে ইংল্যান্ড vs নেদারল্যান্ড আর ফ্রান্স vs স্পেন; কবে ম্যাচ, কীভাবে ফ্রিতে দেখবেন?

ইউরো কাপের (Euro Cup 2024) কোয়ার্টার ফাইনাল শেষ। এবার শুরু হবে শেষ চারের লড়াই। হাড্ডাহাড্ডি লড়াই করেই শেষ চারের টিকিট পাকা করেছে ইংল্যান্ড (England), নেদারল্যান্ড (Netherlands), ফ্রান্স (France) ও স্পেন (Spain)। পর্তুগালকে টাইব্রেকারে হারিয়ে সেমি ফাইনালে জায়গা করে নেয় ফ্রান্স। আর শনিবার (৬ জুলাই) ইংল্যান্ড বিদায় করেছে সুইজারল্যান্ডকে। ইংল্যান্ডও ম্যাচের ফল নিজেদের পক্ষে এনেছে টাইব্রেকার নামের ভাগ্য পরীক্ষায় জিতে।

Euro Cup 2024Euro Cup 2024
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jul 2024,
  • अपडेटेड 8:28 PM IST

ইউরো কাপের (Euro Cup 2024) কোয়ার্টার ফাইনাল শেষ। এবার শুরু হবে শেষ চারের লড়াই। হাড্ডাহাড্ডি লড়াই করেই শেষ চারের টিকিট পাকা করেছে ইংল্যান্ড (England), নেদারল্যান্ড (Netherlands), ফ্রান্স (France) ও স্পেন (Spain)। পর্তুগালকে টাইব্রেকারে হারিয়ে সেমি ফাইনালে জায়গা করে নেয় ফ্রান্স। আর শনিবার (৬ জুলাই) ইংল্যান্ড বিদায় করেছে সুইজারল্যান্ডকে। ইংল্যান্ডও ম্যাচের ফল নিজেদের পক্ষে এনেছে টাইব্রেকার নামের ভাগ্য পরীক্ষায় জিতে।

ছন্দে নেই ইংল্যান্ড ও ফ্রান্স
এবারের ইউরোতে একেবারেই চেনা ছন্দে নেই ইংল্যান্ড ও ফ্রান্স। গোল করতে পারছেন না দুই দলের স্ট্রাইকাররাই। নাক ভেঙে যাওয়ার পর সমস্যা যেন আরও কিছুটা বেড়ে গিয়েছে এমবাপের।  গোলের দেখা নেই হ্যারি কেনের থেকেও। তবে ভাল ছন্দে স্পেনের তরুণ ফুটবলাররা। যা স্পেনের সমর্থকদের আশা জাগাচ্ছে। নেদারল্যান্ডও আগের ব্যর্থতা কাটিয়ে অনেকটাই পুরনো ছন্দে ফিরে এসেছে। একের পর এক কঠিন ম্যাচ জিতে ভাল জায়গায় চলে এসেছে ডাচরা।

আগামী বুধবার (১০ জুলাই) ও বৃহস্পতিবার (১১ জুলাই) ইউরোর দুই সেমি ফাইনাল ম্যাচ খেলা হবে। বুধবার ভারতের সময় রাত সাড়ে ১২টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে তিনবারের চ্যাম্পিয়ন স্পেন এবং দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচটি বায়ার্ন মিউনিখের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত হবে।

পরদিন বৃহস্পতিবার একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে ১৯৮৮ এর চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের মুখোমুখি হবে প্রথম শিরোপার সন্ধানে থাকা ইংল্যান্ড। এই ম্যাচটি বরুশিয়া ডর্টমুন্ডের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে অনুষ্ঠিত হবে। এবারের আসরের ফাইনাল ম্যাচ হবে ১৫ জুলাই। ভারতের সময় রাত সাড়ে ১২টায় বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটা অনুষ্ঠিত হবে।

কোথায় দেখা যাবে এই ম্যাচ?
সোনি নেটওয়ার্কে ইউরো কাপের সমস্ত ম্যাচ দেখা যাচ্ছে। লাইভ স্ট্রিমিং দেখতে হ্লে ইনস্টল করতে হবে সোনি লিভ অ্যাপ। আর জিও-র কানেকশন থাকলে জিও টিভিতে ফ্রিতেই দেখা যাবে ইউরো কাপের সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ। 

  

Advertisement
Read more!
Advertisement
Advertisement