Advertisement

Turkey Earthquake: ভূমিকম্পের তুরস্কে নিখোঁজ প্রিমিয়ার লিগের ফুটবলার, বিশ্বজুড়ে প্রার্থনা

তুরস্কের ভয়াবহ (Turkey Earthquake) ভূমিকম্পে আটকে পড়েছেন ঘানার (Ghana) ফুটবলার ক্রিশ্চিয়ান আটসু (Christian Atsu)। তাঁকে এখনও খুঁজে পাওয়া যায়নি। ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার তুর্কিশ সুপার লিগে (Turkish Super League) হ্যাতাস্পোরের (Hatayspor) হয়ে খেলেন।

ক্রিশ্চিয়ান আটসু (ছবি-নিউক্যাসেল ইউনাইটেডের ট্যুইটার)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Feb 2023,
  • अपडेटेड 10:53 AM IST
  • ভূমিকম্পে নিখোঁজ ফুটবলার
  • প্রিমিয়ার লিগে একাধিক ক্লাবে খেলেছেন তিনি

তুরস্কের ভয়াবহ (Turkey Earthquake) ভূমিকম্পে আটকে পড়েছেন ঘানার (Ghana) ফুটবলার ক্রিশ্চিয়ান আটসু (Christian Atsu)। তাঁকে এখনও খুঁজে পাওয়া যায়নি। ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার তুর্কিশ সুপার লিগে (Turkish Super League) হ্যাতাস্পোরের (Hatayspor) হয়ে খেলেন। মনে করা হচ্ছে, বহুতল ভবনের ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন। তুর্কির লিগে খেলার আগে ইংলিশ প্রিমিয়ার লিগের (Premier League) ক্লাব নিউক্যাসেল ইউনাইটেড (New Castle United), এভারটনের (Everton) হয়ে খেলেছেন। পোর্তোর (FC Porto) মত ক্লাবের হয়ে খেলারও দারুণ অভিজ্ঞতা রয়েছে তাঁর। 

ঘানার জাতীয় দলের হয়ে ২০১২ সালে অভিষেক হয়েছিল আটসুর। এখনও পর্যন্ত ৬৫টি ম্যাচ খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে করেছেন ন'টি গোল। ভূমিকম্পের সময় যে জায়গায় আটসু ছিলেন সেই হ্যাতে অঞ্চলই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। 

আরও পড়ুন: মোদীকে আর্জেন্টিনার উপহার মেসির জার্সি

গত সেপ্টেম্বরে ক্রিশ্চিয়ান আটসু তুরস্কের ক্লাবে যোগ দিয়েছিলেন। শেষবার ক্যাসিমপাসার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন ঘানার স্ট্রাইকার। রবিবার অনুষ্ঠিত সেই ম্যাচে অতিরিক্ত সময় গোল করে দলকে জয়ও এনে দেন ঘানার তারকা ফুটবলার। পাঁচ বছর নিউক্যাসেল ইউনাইটেডে কাটানো আটসুকে নিয়ে উদ্বিগ্ন ইংল্যান্ডের ক্লাবও। ট্যুইটারে তাঁর নিখোঁজ হওয়ার খবর জানিয়েছে নিউক্যাসেল। 

ট্যুইটে বলা হয়েছে, 'ইতিবাচক খবরের জন্য আমরা প্রার্থনা করছি। ক্রিশ্চিয়ান আটসু আবার আমাদের মধ্যে ফিরে আসুন এটাই কামনা করি।' সোমবার ভোরে ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা তুরস্ক। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। তুরস্কের ঐতিহ্যবাহী ইয়েনি মসজিদ। চার হাজারের ওপরে মানুষ ইতিমধ্যেই মারা গিয়েছেন ভূমিকম্পে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে। আহতের সংখ্যাও অনেক বেশি।

আরও পড়ুন: জোড়া ভূমিকম্পে কাঁপল তুরস্ক, মৃত বহু

Advertisement

তবে শুধু তুরস্ক নয়, সিরিয়াতেও এই ভূমিকম্পের আঁচ পড়েছে। ধ্বংসস্তুপ থেকে বেরিয়ে আসছে একের পর এক দেহ। বিভিন্ন দেশের পাশাপাশি উদ্ধারকারী দল পাঠাচ্ছে ভারতও। তুরস্কের ১০ শহরে এখনও পৌঁছতে পারেনি উদ্ধারকারী দল। ফলে উদ্বেগ বাড়ছে ঘানার ফুটবলারকে নিয়ে।   

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement