Advertisement

FIFA World Cup 2022 3rd Day Matches Live Update: গোল করলেন বাতসুয়ায়ি, ১-০ গোলে জিতল বেলজিয়াম

FIFA Wotld Cup 2022: বুধবার ফিফা বিশ্বকাপের তৃতীয় দিন। চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ছ'টায় নামবে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। প্রতিপক্ষ জাপান। রাত সাড়ে ন'টায় স্পেনের বিরুদ্ধে খেলবে কোস্টারিকা।

দারুণ সেভ কুর্তোয়ার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Nov 2022,
  • अपडेटेड 2:31 AM IST
  • ১-০ গোলে জিতল বেলজিয়াম
  • দারুণ পেনাল্টি সেভ কুর্তোয়ার

বুধবার ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022) তৃতীয় দিন। চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে থেকে খেলতে নামবে মরক্কো এবং ক্রোয়েশিয়া। গতবারের বিশ্বকাপে রানার্সরা প্রথম ম্যাচে জয় তুলে নিতে চাইবে। সন্ধ্যা সাড়ে ছ'টায় নামবে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। প্রতিপক্ষ জাপান। রাত সাড়ে ন'টায় স্পেনের বিরুদ্ধে খেলবে কোস্টারিকা। আজকের শেষ ম্যাচে নামবে বেলজিয়াম। রাত সাড়ে বারোটায় তাদের ম্যাচ কানাডার বিরুদ্ধে। বিশ্বকাপের সমস্ত খবর জানতে চোখ রাখুন bangla.aajtak.in-এ

জিতে গেল বেলজিয়াম

১-০ গোলে কানাডাকে হারাল বেলজিয়াম। একমাত্র গোল বাতসুয়ায়ির। 

শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা
১-০ গোলে এগিয়ে বেলজিয়াম 

প্রথমার্ধ শেষ
১-০ গোলে এগিয়ে বেলজিয়াম

৪৪ মিনিটে গোল বাতসুয়ায়ির

গোল করে দলকে এগিয়ে দিলেন বাতসুয়ায়ি। ১-০ গোলে এগিয়ে বেলজিয়াম। 

৮ মিনিটেই পেনাল্টি পায় কানাডা
দারুণ সেভ কুর্তোয়ার। গোল পায়নি কানাডা। 

শুরু হয়ে গেল আজকের শেষ ম্যাচ

লড়াই করছে দুই দল। 

ম্যাচ শেষ
৭ গোলে কোস্টারিকাকে হারাল স্পেন।  

৮০ মিনিট শেষ
৫ গোলে এগিয়ে স্পেন

আবারও গোল স্পেনের
৫-০ গোলে এগিয়ে গেল স্পেন। 

৭০ মিনিটের খেলা শেষ
৩-০ গোলে এগিয়ে রয়েছে স্পেন। ব্যবধান আরও বাড়তে পারে। এখনও অবধি একটাও শট করতে পারেনি কোস্টারিকা।  

৬৩ মিনিট শেষ

৪-০ গোলে এগিয়ে রয়েছে স্পেন। 

আবারও গোল করলেন ফেরান টোরেস

৪-০ গোলে এগিয়ে গেল স্পেন। 

৫২ মিনিটের খেলা শেষ
এখনও ৩-০ গোলে এগিয়ে রয়েছে স্পেন। 

হাফ টাইমের খেলা শেষ
৩-০ গোলে এগিয়ে স্পেন 

পেনাল্টি পেল স্পেন
৩-০ করে ফেলল স্পেন। গোল করলেন ফেরান টোরেস। 

Advertisement

ম্যাচ নিয়ন্ত্রণ করছে স্পেন 

পরপর পাস খেলে বিপক্ষকে শাসন করছে স্পেন। 
 

২২ মিনিটে দ্বিতীয় গোল

গোল করলেম মার্কো অ্যাসেনসিও। ২-০ গোলে এগিয়ে গেল স্পেন। 

এগিয়ে গেল স্পেন
১১ মিনিটে ১ গোল করে এগিয়ে গেল স্পেন। গোল করলেন দানি ওলমো। 

শুরু হল দিনের তৃতীয় ম্যাচ

মুখোমুখি স্পেন ও কোস্টারিকা

হেরে গেল জার্মানি
২-১ গোলে হেরে গেল জার্মানি। সুযোগ নষ্ট করে হারল জার্মানি। 

৭ মিনিট অ্যাডেড টাইম
৯০ মিনিটের খেলা শেষ। পিছিয়ে গিয়েও ২-১ গোলে এগিয়ে জাপান। 

এগিয়ে গেল জাপান

টাকুমা আসানো এগিয়ে দিলেন জাপানকে। দারুণ দক্ষতায় ফাস্ট পোস্টে গোল খেয়ে গেলেন নয়ার। 

সমতা ফেরাল জাপান
গোল করলেন পরিবর্ত হিসেবে নামা রিৎসু দোয়ান। ৭৭ মিনিটে ম্যাচের ফল ১-১। 

৬৫ মিনিট খেলা হয়ে গিয়েছে
খেলার ফলাফল এখনও ১-০। এগিয়ে রয়েছে জার্মানি। একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারছে না জার্মানি।  

মিস করলেন মুসিয়ালা
৫১ মিনিটে দারুণ শট করেন মুসিয়ালা। অল্পের জন্য শট বাইরে চলে যায়। 

শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা
লড়াই চালাচ্ছে জাপান। ম্যাচে ফিরতে হলে গোল করতে হবে তাদের। 

প্রথমার্ধের খেলা শেষ
১-০ গোলে এগিয়ে র‍য়ছে জার্মানি। বারে বারে সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি জার্মানরা। 

গোল
পেনাল্টি থেকে দারুণ গোল করে গেলেন গুন্দোগান, ১-০ গোলে এগিয়ে গেল জার্মানি। 

শুরু হয়ে গেল ম্যাচ
আক্রমণ করছে জার্মানি, গোলরক্ষা করার চেষ্টায় জাপান। 

শুরু হচ্ছে দ্বিতীয় ম্যাচ
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে জার্মানি। প্রতিপক্ষ জাপান। এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট তুলে নিতে চাইবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০১৮ বিশ্বকাপে ভাল ফল করতে না পারলেও হ্যান্সি ফ্লিকের তত্তাবধানে কাতার বিশ্বকাপে কেমন খেলে জার্মানি সেটাই এখন দেখার।    

ম্যাচ শেষ
গোল করতে পারল না কোনও দলই। চেষ্টা করেছিলেন মদ্রিচ। তবুও গোল আসেনি। সুযোগ এসেছিল দুই দলের কাছেই। তবে গোল করতে পারেনি। 

৯০ মিনিট শেষ
আরও ৬ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। তবে এখনও ফল ০-০। 

৭৭ মিনিট খেলা হয়ে গিয়েছে
এখনও খেলার ফল ০-০। চেষ্টা করলেও গোল করতে পারেনি কোনও দল। 

দ্বিতীয়ার্ধেও গোল আসছে না

আক্রমণ, প্রতি আক্রমণ হলেও গোল আসছে না। দুই দলের ডিফেন্স বেশ শক্তিশালী। কেউই জায়গা ছাড়ছেন না। ঝুঁকি নিচ্ছেন না। 

প্রথমার্ধ গোলশূন্য

কোনও দলই গোল করতে পারল না। শেষদিকে অবধারিত গোল বাচয়ে দিলেন মরক্কো গোলরক্ষক বোনো।

সুযোগ নষ্ট মরক্কোর
দারুণ আক্রমণ তৈরি করছে মরক্কো। ভাল জায়গায় ফ্রিকিক পেল তারা। হাকিমিকে ফাউল করলেন মদ্রিচ। 

অল্পের জন্য গোল পেল না ক্রোয়েশিয়া

১৭ মিনিটে গোলে শট করেছিলেন পেরিসিচ। অল্পের জন্য বল বাইরে যায়।

মাঝমাঠের দখল নেওয়ার চেষ্টায় ক্রোয়েশিয়া
মাঝমাঠে বল ধরে, নিজেদের মধ্যে পাস খেলে আক্রমণ তৈরির চেষ্টা ক্রোয়েশিয়ার। সুযোগ এসেছিল। তবে গোল হয়নি। এখনও খেলার ফল ০-০।  

শুরু হল ম্যাচ
দ্রুত গোল তুলে মরক্কোর বিরুদ্ধে চাপ তৈরির চেষ্টায় ক্রোয়েশিয়া। শেষ বিশ্বকাপের প্রথম ম্যাচে নামলেন লুকা মদ্রিচ। 

ক্রোয়েশিয়া দল
ডোমিনিক লিভাকোভিচ (গোলরক্ষক), জোসিপ জুরানোভিচ, ডেজান লোভরেন, জোস্কো ভার্ডিয়োল, বোর্না সোসা, লুকা মড্রিচ (অধিনায়ক), মার্সেলো ব্রোজোভিচ, মাতেও কোভাচিচ, নিকোলা ভ্লাসিচ, আন্দ্রেজ ক্রামারিক, ইভান পেরিসিক। 



মরক্কো দল
ইয়াসিন বোনো (গোলরক্ষক), আশরাফ হাকিমি, রোমাইন সাইস, নাইফ অ্যাগুয়ের্ড, নৌশাইর মাজরোউই, অ্যাজেডিন ঔনাহি, সোফয়ান আম্রাবাত, হাকিম জিয়েখ, সেলিম আমাল্লাহ, সোফিয়ানে বোফাল, ইয়ুসুফ এন নাসিরি। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement