FIFA World Cup 2022: প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া (Argentina vs Australia)। চোটের জন্য দলে নেই দি মারিয়া। আলেজান্দ্রো গোমেজের সঙ্গে আক্রমণে লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজ। কারণ দলে নেই দি মারিয়া।
জিতে গেল আর্জেন্টিনা
ম্যাচের শেষ মুহূর্তে দারুণ সেভ আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। ম্যাচ শেষের বাঁশি বাজিয়ে দিলেন রেফারি। জিতে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের সামনে মেসিরা।
ব্যবধান কমিয়ে ফেলল অস্ট্রেলিয়া
আত্মঘাতী গোল খেয়ে গেল আর্জেন্টিনা। ক্রেগ গুডউইনের শট আর্জেন্টাইন ডিফেন্ডার এনজো ফার্নানদেজের পায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। সমতা ফেরানোর চেষ্টায় অস্ট্রেলিয়া।
একের পর এক আক্রমণ তুলে আনছে আর্জেন্টিনা
তৃতীয় গোলের খোঁজে বারে বারে নিজেদের দখলে বল নিয়ে আক্রমণে ওঠার চেষ্টায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে গেল আর্জেন্টিনা
অজি গোলরক্ষকের ভুলে এগিয়ে গেল আর্জেন্টিনা। ডে পল ও আলভারেজের মাঝখান দিয়ে বল কাটাতে গিয়ে চাপে পড়ে যান ম্যাট রায়েন। তাঁর কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে সরাসরি গোলে শট করেন আল্ভারেজ। ২-০ গোলে এগিয়ে গেল তারা।
প্রথমার্ধের খেলা শেষ
হাফ টাইমে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। গোলটি করেছেন মেসি। ফিরে আসার মরিয়া চেষ্টা চালাবে অস্ট্রেলিয়া।
গোল
ডিফেন্সের পায়ের তোলা দিয়ে গোল করে গেলেন মেসি। দুর্দান্ত গোল করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোল করে দলকে এগিয়ে দিলেন মেসি। নক আউট পর্বে এটাই প্রথম গোল মেসির। বিশ্বকাপে নবম গোল করে ফেললেন মেসি।
২০ মিনিট অতিক্রান্ত
ম্যাচের ২০ মিনিট হয়ে গিয়েছে। গোল আসেনি। আক্রমণ করছে অস্ট্রেলিয়াও।
গোটা মাঠ জুড়ে খেলছেন মেসি
সুযোগ পেলে আক্রমণে উঠে আসার চেষ্টা করছে অস্ট্রেলিয়াও। তবে আধিপত্য বেশি। প্রচুর পাস খেলছে তারা। গোটা মাঠ জুড়ে খেলাটা পরিচালনা করার চেষ্টা করছেন মেসি।
১০ মিনিট অতিক্রান্ত
আক্রমণ করছে আর্জেন্টিনা। তবে এখনও গোলের মুখ খুলতে পারেনি তারা। মাঝে মধ্যেই অ্যাটাকিং থার্ডে বল হারাচ্ছেন তাঁরা। ফলে এখনও গোল করার মতো পরিস্থিতি তৈরি করতে পারেনি তাঁরা।
দুই দলে কারা রয়েছেন?
আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্দি, নাহুয়েল মোলিনা, রদ্রিগো ডি পল, মার্কোস আকুনা, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, আলেজান্দ্রো গোমেজ, জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি (সি)
অস্ট্রেলিয়া: ম্যাট রায়ান (সি), মিলোস ডিজেনেক, হ্যারি সাউটার, কাই রোলেস, আজিজ বেহিচ, অ্যারন মুয়, জ্যাকসন আরভিন, রিলি ম্যাকগ্রি, কিয়ানু ব্যাকস, ম্যাথু লেকি, মিচেল ডিউক।