বিশ্বকাপের (FIFA World Cup 2022) ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও ফ্রান্স (Argentina vs France)। রবিবার রাতের এই লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছেন বিশ্ববাসী। তবে চিন্তা বেড়েছে লিওনেল মেসির (Lionel Messi) চোট নিয়ে। আর্জেন্টিনার তারকা ফুটবলার খেলতে পারবেন তো? ফাইনালের আগে আর্জেন্টিনার (Argentina) অনুশীলনে দেখা যায়নি মেসিকে। চোট রয়েছে ফরাসি ফুটবলারদেরও।
ফুটবল বিশ্বকাপের সব খবরের জন্য় এখানে ক্লিক করুন
শুক্রবার অনুশীলন করেননি মেসি। 'দ্য মিরর' জানিয়েছে, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জেতার পর মাঠ ছাড়ার সময় কিছুটা অস্বস্তি বোধ করছিলেন মেসি। তাঁর পায়ে চোট রয়েছে বলে দাবি বিখ্যাত সংবাদপত্রের। যদিও, আর্জেন্টিনা দলের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তাঁরা জানিয়েছেন, সেমি ফাইনালের পরে শুধু মেসি নয়, দলের আরও অনেকেই অনুশীলন করেননি। তাঁরা জিম করেছেন।
আরও পড়ুন: মেসিদের ফাইনাল দেখতে কাতারে সানিয়া, সঙ্গে কারা?
মেসির চোট নেই বলে দাবি করেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও (Emiliano Martinez)। রিনি বলেন, ''মেসির কোনও চোট নেই। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১২০ মিনিট ম্যাচ খেলতে হয়েছে। মেসি পুরো সময়টা মাঠেই ছিল। শারীরিক ভাবে ভাল জায়গায় রয়েছে। ও সব ম্যাচেই সেরা।''
এখনও অবধি এবারের বিশ্বকাপে পাঁচটি গোল করে ফেলেছেন মেসি। ৩টি অ্যাসিস্টও রয়েছে তাঁর। এমবাপের সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে রয়েছেন মেসি। তিনিও ৪টি গোল করে মেসির পেছনেই রয়েছেন ফ্রান্সের অলিভার জিরু ও তাঁর সতীর্থ জুলিয়ান আলভারেজ।
ফ্রান্স দলেও একাধিক ফুটবলারও অসুস্থ। অন্তত তিন জন ফুটবলার ভাইরাল ফিভারে আক্রান্ত। দুই ফুটবলারের শারীরিক অবস্থা ভাল নয়। বাকিদের আলাদা রাখা হয়েছে। ফ্রান্স শিবিরের আশা, ফাইনালে সেরা দল নামাতে সমস্যা হবে না।
আরও পড়ুন: ৩০০ কোটির ফেরারি, ৩২ কোটির পাগানি জোন্ডা রোডস্টার, ছবিতে মেসির গাড়ির বহর
কীভাবে ফাইনালে আর্জেন্টিনা?
গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ১ গোলে এগিয়ে থেকেও হেরে যেতে হয় আর্জেন্টিনাকে। যদিও তারপরে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাদের। মেক্সিকো ও পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলয় পৌঁছে যায় তারা। অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে ফেলেন মেসিরা। কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-২ ব্যবধানে হারিয়ে সেমি ফাইনালে উঠে যায় দুই বারের চ্যাম্পিয়নরা। এরপর ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে চলে যায় আর্জেন্টিনা।
কীভাবে ফাইনালে ফ্রান্স?
এবারের বিশ্বকাপে একটি ম্যাচ হেরেছে দুইবারের বিশ্বকাপ জয়ী ফ্রান্সও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ গোলে জিতে বিশ্বকাপ অভিযান শুরু করে ফ্রান্স। ডেনমার্কের বিরুদ্ধে ২-১ গোলে জিতে শেষ ষোল নিশ্চিত করে ফেলে তারা। এরপরেই ছন্দপতন। তিউনিশিয়ায় কাছে ০-১ গোলে হেরে যায় তারা। পল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছে যান কিলিয়ান এমবাপেরা। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করে তারা। এরপর মরক্কোকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে এসেছেন অলিভার জিরুরা।