Advertisement

FIFA World Cup 2022 Winner Argentina : রণবীর বললেন, ' পুরো ম্যাজিক,' মেসিদের জয়ে উল্লাস বলিউডেও

শাহরুখ খানের পাশাপাশি রীতেশ দেশমুখ, রণবীর সিং, অনুপম খের, দিয়া মির্জাও আর্জেন্টিনার জয়ে আনন্দ প্রকাশ করেছেন। অনুপম খের লেখেন, 'মেসির জবাব নেই। ম্যাচের সময় মনে হচ্ছিল যে কোনও কিছু হতে পারে। সত্যিই এর থেকে ভাল ফেয়ারওয়েল মেসির জন্য আর কিছু হত না।' 

মেসিদের জয়ে উচ্ছ্বসিত বলিউড
Aajtak Bangla
  • দিল্লি,
  • 19 Dec 2022,
  • अपडेटेड 8:43 AM IST
  • বিশ্বকাপ জয় লিও মেসির
  • উচ্ছ্বসিত সমর্থকেরা
  • শুভেচ্ছা জানাল বলিউডও

টানটান উত্তেজনাপূর্ণ ফাইলানে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা  (FIFA Final Match 2022)। সারা বিশ্বের নজর ছিল এই ম্যাচে। শাহরুখ খান, দীপিকা পাডুকোন, কার্তিক আরিয়ান, নোরা ফাতেহির মতো তারকারা ম্যাচের সাক্ষী থাকলেন। ৩৬ বছর পর বিশ্বকাপ গেলে আর্জেন্টিনায়। রূদ্ধশ্বাস ফাইনাল দেখে খুশি বলিউডের সেলেবরাও। 

ছোটবেলা মনে পড়ে গেল শাহরুখের
পঠান ছবিকে নিয়ে বিতর্কের মাঝেই বিশ্বকাপের ফাইনাল দেখতে যান শাহরুখ খান। বিশ্বকাপ ফাইনালের সাক্ষী থাকতে পারা খুবই বিশেষ। আর্জেন্টিনার জয়ের পর ট্যুইটে লেখেন, এখনও পর্যন্ত দুর্দান্ত বিশ্বকাপগুলির একটি ফাইনালে থাকতে পেরেছি। মায়ের সঙ্গে ছোট টিভিতে বিশ্বকাপ দেখার কথা মনে আছে। এখনও আমার বাচ্চাদের সঙ্গে একই উৎসাহ... এবং আমাদের সবাইকে প্রতিভা, কঠোর পরিশ্রম এবং স্বপ্নে বিশ্বাস করানোর জন্য মেসিকে ধন্যবাদ।' 

 

শাহরুখ খানের পাশাপাশি রীতেশ দেশমুখ, রণবীর সিং, অনুপম খের, সোনু সুদ, দিয়া মির্জাও আর্জেন্টিনার জয়ে আনন্দ প্রকাশ করেছেন। অনুপম খের লেখেন, 'মেসির জবাব নেই। ম্যাচের সময় মনে হচ্ছিল যে কোনও কিছু হতে পারে। সত্যিই এর থেকে ভাল ফেয়ারওয়েল মেসির জন্য আর কিছু হত না।' 

 

রণবীর সিং লেখেন, 'আমি এখন কী দেখলাম?! ঐতিহাসিক, আইকনিক, একেবারে ম্যাজিক, ফিফা বিশ্বকাপ।'  

মেসির জন্য এই ম্যাচ বিশেষ
বিশ্বকাপ ফুটবলে এটিই ছিল মেসির শেষ ম্যাচ। এরপর আর তাঁকে বিশ্ব ফুটবলের আসরে দেখা যাবে না। তাই আপামর ভক্তকূল চাইছিলেন, এবার যেন মেসির হাতেই কাপটি ওঠে। আর বাস্তবে হলোও তাই। ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ ঘরে তুললো আর্জেন্টিনা। 

মেসির মেসেজ
জয়ের পর ফেসবুকে লিও মেসি (Lionel Messi) লেখেন, 'এতবার স্বপ্ন দেখেছি, এতটাই চেয়েছিলাম যে আজও পড়ে যাইনি, বিশ্বাস করতে পারছি না...... আমার পরিবারকে, যারা আমাকে সমর্থন করেছেন এবং যারা আমাদের বিশ্বাস করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আবারও প্রমাণ করি যে আর্জেন্টাইনরা যখন আমরা একসাথে লড়াই করি এবং একত্রিত হই তখন আমরা যা করতে শুরু করেছি তা অর্জন করতে সক্ষম। যোগ্যতা এই দলের অন্তর্গত, যা ব্যক্তিত্বের ঊর্ধ্বে, এটি একই স্বপ্নের জন্য লড়াই করার শক্তি যা সমস্ত আর্জেন্টাইনদের স্বপ্নও ছিল... আমরা তা করেছি!!! গো আর্জেন্টিনা !!!!! 🙌🏻🙌🏻 আমরা খুব শীঘ্রই একে অপরের সাথে দেখা করছি...'।  

Advertisement

আরও পড়ুন - 'এতবার স্বপ্ন দেখেছি, বিশ্বাস করতে পারছি না', বিশ্বকাপ জয়ের পর মেসির প্রতিক্রিয়া

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement