Advertisement

FIFA World Cup 2022 Brazil vs Serbia Live Update: সাম্বা ঝড়, সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ব্রাজিলের

FIFA World Cup 2022: হেক্সার লক্ষ্যে খেলতে নামছে ব্রাজিল দল। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে তাঁদের প্রতিপক্ষ সার্বিয়া। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা তাঁদের প্রথম ম্যাচে গোল পেয়েছে। গোল পাবেন নেইমার? সেটাই এখন দেখার।

গোল করলেন বিচার্ডলিসন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Nov 2022,
  • अपडेटेड 2:25 AM IST
  • ২ গোল গোল করলেন বিচার্ডলিসন
  • অসাধারণ শুরু ব্রাজিলের

FIFA World Cup 2022: বিশ্বকাপের (FIFA World Cup 2022) প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে নামছে ব্রাজিল দল। প্রথম ম্যাচ থেকে ৩ পয়েন্ট তুলে নিতে চাইবে তারা। দলে রয়েছেন একাধিক তারকা ফুটবলার। 

ম্যাচ শেষ

২-০ গোলে জিতল ব্রাজিল

সাত মিনিট অ্যাডেড টাইম

আরও সাত মিনিট চলবে ম্যাচ। গোল বাড়াতে পারবে ব্রাজিল?

কাতারে সাম্বা ঝড়

একের পর এক আক্রমণ ব্রাজিলের। গোল সংখ্যা আরও বাড়তে পারে। আপাতত ২-০ গোলে এগিয়ে পাঁচ বারের চ্যাম্পিয়নরা।  

বিচার্ডলিসন, নেইমার মাঠের বাইরে

মাঠে এলেন অ্যান্টনি ও গ্যাব্রিইয়েল জেসুস

আবার গোল

দুরন্ত বাইসাইকেল ভলি। দ্বিতীয় গোল বিচার্ডলিসনের। 

গোল
গোল করলেন বিচার্ডলিসন

আলেক্স সান্দ্রোর শট বারে
ডানদিক থেকে আক্রমণ তুলে আনছে ব্রাজিল। 

একের পর এক সুযোগ নষ্ট ব্রাজিলের

এবার সুযোগ নষ্ট করলেন নেইমার। ম্যাচের ফল এখনও ০-০

ফ্রিকিক মিস

নেইমারের ফ্রিকিক ওয়ালে লেগে প্রতিহত। কর্নার থেকেও গোল পেল না ব্রাজিল। 

দ্বিতীয়ার্ধের খেলা শুরু

দারুণ দক্ষতায় বল কেড়ে নিয়েও গোল করতে পারলেন না রাফিনহার । ম্যাচের ফল ০-০।  

প্রথমার্ধের খেলা শেষ

একের পর এক আক্রমণ তুলে আনলেও গোল করতে পারেননি নেইমাররা। 

৩০ মিনিট অতিক্রান্ত
এখনও গোল করতে পারেনি ব্রাজিল। গোল পায়নি সার্বিয়াও। 

দারুণ সুযোগ পেয়েছিল ব্রাজিল
অল্পের জন্য গোল করতে পারলেন না ভিনিশিয়াস জুনিয়র। 

শুরু হয়ে গেল ম্যাচ
বল দখলে রেখে আক্রমনে ওঠার চেষ্টায় ব্রাজিল

Advertisement

ব্রাজিল দল
অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, মারকুইনহোস, থিয়াগো সিলভা, আলেক্স সান্দ্রো, কাজিমিরো, লুকাস পাকেতা, রাফিনহা, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রিচার্ডলিসন।

সার্বিয়া দল
ভাঞ্জা মিলিনকোভিচ-সাভিচ (গোলরক্ষক), মিলোস ভিলজকোভিক, নিকোলা মিলেনকোভিচ, মিলোস ভিলজকোভিক, আন্দ্রিজা জিভকভিক, সাসা লুকিচ, নেমানজা গুদেলজ, সার্গেজ মিলিনকোভিচ-সেভিচ, ফিলিপ ম্লাদেনোভিচ, দুসান ট্যাডিক, আলেকজান্ডার মিত্রভিচ।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement