গোটা বিশ্ব তাঁদের প্রতিপক্ষ বলেই চেনে। দুই জনকে দুই জনের বিরুদ্ধে বারবার খেলতে দেখা গিয়েছে। কখনোই সতীর্থ হিসেবে খেলেননি লিওনেল মেসি (Lionel Messi) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তবুও, দুই তারকা ফুটবলার একে অপরের প্রতি দারুণ শ্রদ্ধাশীল। মাঠের ৯০ মিনিটের লড়াই বাদ দিলে নিখাত বন্ধুত্ব। কাতারে বিশ্বকাপ (FIFA World Cup 2022) শুরুর আগে, আরও একবার সেটাই প্রমাণ করে দিলেন পর্তুগাল স্টার (Portugal)।
সাংবাদিক পিয়ার্স মর্গ্যানের সঙ্গে কথা বলার সময় , দ্য মিরর উদ্ধৃত করে, ৩৭ বছর বয়সী রোনাল্ডো তাঁর আর্জেন্টিনার প্রতিপক্ষের প্রশংসা করেন। মেসি একজন আশ্চর্যজনক খেলোয়াড় বলে মত পর্তুগাল স্টারের। তাঁর দাবি, মেসির সঙ্গে তাঁর সম্পর্কও না কি দারুণ।
'মেসি আশ্চর্যজনক ফুটবলার'
মেসিকে নিয়ে রোনাল্ডো বলেন, "আশ্চর্যজনক খেলোয়াড়। দারুণ পায়ের জাদু, ব্যক্তি হিসাবেও দুর্দান্ত। আমরা টানা ১৬ বছর একই মঞ্চ ভাগ করেছি। কল্পনা করে দেখুন, ১৬ বছর৷ আমরা একসঙ্গে। তাই ওর সঙ্গে আমার দারুণ সম্পর্ক। আমি কিন্তু মেসির বন্ধু নই। আমি বলতে চাইছি, বন্ধু হল সেই লোকটি যে আপনার বাড়িতে আসে, আপনার সঙ্গে থাকে। ফোনে নিয়মিত কথা বলে। আমাদের মধ্যে তেমন সম্পর্ক না থাকলেও, মেসি আমার সতীর্থের মতো।"
'মেসি আমার সতীর্থের মতো'
আর্জেন্টাইন (Argentina) সুপারস্টারের প্রতি দারুণ শ্রদ্ধা রয়েছে সিআর সেভেনের। রোনাল্ডো বলেন, "ও এমন একজন লোক, যাকে আমি সত্যিই শ্রদ্ধা করি। যেভাবে ও সবসময় আমার সম্পর্কে কথা বলে। এমনকি তাঁর স্ত্রী বা আমার বান্ধবী, তারা সবসময় একে অপরকে সম্মান করে। আর্জেন্টিনার মানুষ তাঁরা। আমার বান্ধবীও আর্জেন্টিনা থেকে এসেছে। মেসি একজন দুর্দান্ত ব্যক্তি, যিনি ফুটবলের জন্য দারুণ পরিশ্রম করে।”
গ্রুপ সি-তে পর্তুগালের পাশাপাশি ঘানা, উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া রয়েছে। অন্যদিকে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ডের সঙ্গে গ্রুপ সি-তে রয়েছে আর্জেন্টিনা। টুর্নামেন্টের ফাইনালে মেসি এবং রোনাল্ডোর দ্বৈরথ দেখার অপেক্ষায় গোটা বিশ্ব।