Advertisement

FIFA World Cup 2022 Day 4 Match Updates: দু'বার পোস্টে লাগল বল, দঃকোরিয়ার কাছে আটকে গেলেন সুয়ারেজরা

FIFA World Cup 2022 Day 4 Live Match Updates: ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2022) প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল (Brazil)। ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় সার্বিয়ার (Brazil vs Serbia) বিরুদ্ধে নামবেন নেইমাররা (Neymar)। তার আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের মুখোমুখি হবে ঘানা। রাত সাড়ে ৯টা থেকে এই ম্যাচ দেখা যাবে। বৃহস্পতিবারের প্রথম ম্যাচ সুইজারল্যান্ডের সঙ্গে ক্যামারুনের। সাড়ে তিনটের সময় এই ম্যাচ অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ছ'টায় লুইস সুয়ারেজের উরুগুয়ে সামনে দক্ষিণ কোরিয়া। সমস্ত ম্যাচের লাইভ আপডেট পেতে চোখ রাখুন bangla.aajtak.in-এ।

সন ও সুয়ারেজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Nov 2022,
  • अपडेटेड 8:27 PM IST
  • মুখোমুখি দক্ষিণ কোরিয়া ও উরুগুয়ে
  • ফল এখনও 0-0

FIFA World Cup 2022 Day 4 Live Match Updates: ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2022) প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল (Brazil)। ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় সার্বিয়ার (Brazil vs Serbia) বিরুদ্ধে নামবেন নেইমাররা (Neymar)। তার আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের মুখোমুখি হবে ঘানা। রাত সাড়ে ৯টা থেকে এই ম্যাচ দেখা যাবে। বৃহস্পতিবারের প্রথম ম্যাচ সুইৎজারল্যান্ডের সঙ্গে ক্যামারুনের। সাড়ে তিনটের সময় এই ম্যাচ অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ছ'টায় লুইস সুয়ারেজের উরুগুয়ে সামনে দক্ষিণ কোরিয়া। সমস্ত ম্যাচের লাইভ আপডেট পেতে চোখ রাখুন bangla.aajtak.in-এ।   

ম্যাচ শেষ
গোল এল না ম্যাচ থেকে। ০-০ ফলেই শেষ হয়ে গেল ম্যাচ। 

৭ মিনিট অ্যাডেড টাইম
ইনজুরি টাইম ৭ মিনিট। গোল আসবে? 

দ্বিতীয়ার্ধের খেলা শুরু
এখনও গোল করতে পারেনি কোনও দল। ম্যাচের ফল 0-0।

প্রথমার্ধের খেলা শেষ
গোল করতে পারেনি কোনও দলই। ম্যাচের ফল 0-0

৩৫ মিনিট অতিক্রান্ত
এখনও গোল হয়নি ম্যাচে সহজ সুযোগ নষ্ট করেছে দুই দল। 
 
দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি দক্ষিণ কোরিয়া ও উরুগুয়ে
এখনও ম্যাচে গোল হয়নি। দারুণ খেলছে দুই দলই

জিতে গেল সুইৎজারল্যান্ড
১-০ গোলে ক্যামেরুনকে হারাল সুইৎজারল্যান্ড। 

সাত মিনিট বাকি
এখনও ১-০ গোলে এগিয়ে সুইৎজারল্যান্ড।

এগিয়ে গেল সুইৎজারল্যান্ড
ক্যামেরুনের বিরুদ্ধে গোল এমবোলোর। দারুণ গোল করে সুইৎজারল্যান্ডকে এগিয়ে দিলেন ক্যামারুনে জন্মানো তারকা স্ট্রাইকার। 

প্রথমার্ধের খেলা শেষ
প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েছে দুই দলই। তবুও গোল আসেনি। ট্যাকটিকাল পরিবর্তন আসতে পারে দ্বিতীয়ার্ধে। 

২ মিনিট অতিরিক্ত সময়
প্রথমার্ধের খেলা আরও ২ মিনিট চলবে। গোল কী আসবে?

৪২ মিনিট হয়ে গেল
খেলার ফল এখনও ০-০। সুযোগ তৈরি করেও গোল আসছে না। 

সহজ সুযোগ নষ্ট করল ক্যামেরুন
সুযোগ নষ্ট করলেন তারকা তোকো একাম্বি। গোলকিপারকে একা পেলেও শট বাইরে মারলেন।  

Advertisement

শুরু হয়ে গেল ম্যাচ
আক্রমণে উঠে আসছে সুইৎজারল্যান্ড। 

নজর থাকবে শাকিরির দিকে

প্রথম ম্যাচ খেলতে নামছে দুই দল নজর থাকবে শাকিরির দিকে। তিনি সুইৎজারল্যান্ডের তারকা ফুটবলার। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement