Advertisement

FIFA World Cup 2022 Ecuador vs Senegal Updates: ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে চলে গেল সেনেগাল

FIFA World Cup 2022 Ecuador vs Senegal Live Updates: গ্রুপের শেষ ম্যাচে খেলতে নামছে ইকুয়েডর ও সেনেগাল। যারা জিতবে তারাই চলে যাবে পরের রাউন্ডে। অন্যদিকে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে কাতার। একই সময় শুরু হবে দুটি ম্যাচ।

গোল করে এগিয়ে গেল সেনেগালগোল করে এগিয়ে গেল সেনেগাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Nov 2022,
  • अपडेटेड 11:02 PM IST
  • এগিয়ে গেল সেনেগাল
  • ফিরতেই হবে ইকুয়েডরকে

FIFA World Cup 2022: তৃতীয় ম্যাচ থেকে ৩ পয়েন্ট তুলে নিয়ে নিজেদের পরের রাউন্ডের পথ প্রসস্ত করতে চাইছে দুই দলই। ইতিমধ্যেই দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে আয়জক কাতার। তাই তাদের সঙ্গে নেদারল্যান্ডসের ম্যাচ একেবারেই নিয়মরক্ষার। এই ম্যাচে হারলেও পরের রাউন্ডে যাবে ডাচরা। 

ম্যাচ শেষ

দ্বিতীয়বার সমতা ফেরাতে পারল না ইকুয়েডর। ১-২ গোলে হেরে বিদায় নিল তারা।  

আরও পড়ুন

৬ মিনিট অতিরিক্ত সময়

৬ মিনিটের মধ্যেই গোল তুলে নিতে হবে ইকুয়েডরকে 

ব্যবধান বাড়িয়ে নিতে পারত সেনেগাল

ম্যাচে ফেরার চেষ্টা করছে ইকুয়েডর। তবে এর মধ্যেই গোলের সুযোগ এসে গিয়েছিল সেনেগালের কাছে। শট অল্পের জন্য বাইরে চলে যায়।  

এগিয়ে গেল সেনেগাল

গোল খেয়েই পাল্টা দিল সেনেগাল। অসাধারণ গোল করে দলকে এগিয়ে দিলেন অধিনায়ক কোলিবালি। ২-১ গোলে এগিয়ে সেনেগাল।

সমতা ফেরাল ইকুয়েডর

সমতা ফেরালেন কাইসেডো। কর্নার থেকে গোল কোর ফেলল ইকুয়েডর। ম্যাচের ফল ১-১। 

হাতে ৩০ মিনিট সময়

এর মধ্যেই গোল তুলে নিতে হবে ইকুয়েডরকে। ০-১ গোলে পিছিয়ে রয়েছেন ভ্যালেন্সিয়ারা।  

দ্বিতীয়ার্ধে আক্রমণ তুলে আনার চেষ্টায় ইকুয়েডর

পিছিয়ে গিয়ে ম্যাচে ফেরার চেস্টায় ইকুয়েডর। অন্তত ড্র করতেই হবে তাদের। সক্রিয় হতে হবে এনার ভ্যালেন্সিয়াকে। শেষ অবধি সেনেগাল জিতে গেলে বিদায় নিতে হবে ইকুয়েডরকে।   

৬ মিনিট অতিরিক্ত সময়

প্রথমার্ধেই সমতা ফেরাতে পারবে ইকুয়েডর? 

এগিয়ে গেল সেনেগাল

পেনাল্ট থেকে গোল করে দলকে এগিয়ে দিলেন সার। গোলরক্ষককে উল্টো দিকে ফেলে গোল করে গেলেন তিনি। 

গোল আসছে না

দারুণ ম্যাচ খেলছে দুই দলই। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি কোনও দলই। তবে সেনেগালের আক্রমণের ঝাঁজ বেশি। ইতিমধ্যেই দুটি সুজগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয়েছে সেনেগাল। তবে জিততেই হবে তাদের।  

আবারও সুযোগ নষ্ট

সুযোগ নষ্ট করলেন সেনেগালের দিয়া। তার শট বাইরে চলে যায়। ১০ মিনিটের মধ্যেই দুটি সুযোগ নষ্ট করে ফেলল তারা।  

Advertisement

দারুণ সুযোগ

সুযোগ নষ্ট করে বসল সেনেগাল। শট করলেও বল বাইরে চলে যায়। শুরু থেকেই দারুণ জমে উঠেছে খেলা। আক্রমণ করছে দুই দলই।  

শুরু হয়ে গেল ম্যাচ

শুরু থেকে আক্রমণে ইকুয়েডর। ড্র করলেই পরের রাউন্ডে তারা। 

Read more!
Advertisement
Advertisement