FIFA World Cup 2022: সেনেগালকে উড়িয়ে দিয়ে শেষ আটে উঠে গেল ইংল্যান্ড (England)। এবার তাদের সামনে গতবারের চ্যাম্পিয়নরা। ফ্রান্সের (France) বিরুদ্ধে ম্যাচের আগে দারুণ ছন্দে কেনরা। ৩-০ গোলে তারা হারাল সেনেগালকে (Senegal)। প্রথার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড।
ফুটবল বিশ্বকাপের সব খবরের জন্য় এখানে ক্লিক করুন
প্রথম্ম গোল জর্ডন হেন্ডারসনের। ৩৮ মিনিটে গোল করেন তিনি। ইংল্যান্ডের হয়ে গোল করেন জর্ডান হেন্ডারসন। হ্যারি কেন মিডফিল্ডে বল ধরেন, তিনি বেলিংহামকে বাম দিকে ছেড়ে দেন এবং তারপরে বেলিংহাম বক্সের মাঝে থাকা হেন্ডারসনকে একটি নিচু ক্রস দেন। সেখান থেকে গোল করলেন হেন্ডারসন।
আরও পড়ুন: ২ গোল করে নজির এমবাপের, পেলেকে পেরিয়ে গেলেন ফরাসি স্ট্রাইকার
তবে সেনেগালও আক্রমণ করেছে। ডান দিক থেকে ভেসে আসা বল। ইসমাইলা সার এটিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন, জন স্টোনস দারুণ ডিফেন্ডিং করেন। দ্বিতীয় শটটি আবার ইসমাইলা সার নিলেও পিকফোর্ড সেভ করেন।
প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন গোল করেন। অবশেষে ফিফা বিশ্বকাপ ২০২২-এ তাঁর খাতা খুললেন। জুড বেলিংহামের অসাধারণ রান মাঝ বরাবর, তিন ডিফেন্ডারের মাঝখান থেকে দারুণ বল দেন ফিল ফোডেনকে। বাঁ দিক থেকে দৌড়ে এসে হ্যারি কেনকে পাস দেন। কেন তাঁর ডান পায়ের তীক্ষ্ণ শটে দ্বিতীয় পোস্টে বল মারেন। হাফ টাইমের আগে ২-০ গোলে এগিয়ে ইংল্যান্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়িয়ে ফেলে ইংল্যান্ড। বুকায়ো সাকার দারুণ ফিনিশ। সেনেগাল গোলরক্ষক মেন্ডির কাছাকাছি এসে বল মাথার ওপর দিয়ে গোলে পাঠিয়ে দেন। ৩-০ করে ফেলল ইংল্যান্ড। আবারও, আক্রমণটা শুরু করেছিলেন হ্যারি কেনই। একেবারে নিচে নেমে আক্রমণ শুরু করেন কেন। বাঁ দিকে ফিল ফোডেনের কাছে বল তুলে দেন ম্যানচেস্টার সিটির উইঙ্গার নিখুঁত ক্রসটি বক্সে পৌঁছে দেন। সেখান থেকে গোল করলেন সাকা।