বিশ্বকাপের (FIFA Wotld Cup 2022) প্রি কোয়ার্টার ফাইনালে এমবাপে (Kylian Mbappe) ঝড়ে উড়ে গেল পোল্যান্ড (Poland)। তবে শুধু এমবাপে নন। গোটা মাঠে কতিৃত্ব দেখাল ফ্রান্সের গোটা দলটাই। শেষ ষোলর লড়াইয়ে পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে ফ্রান্স। ৪৪ মিনিটে প্রথম গোল জিরুর, ৭৪ এবং ৯০ মিনিটে জোড়া গোল এল এমবাপের পা থেকে। দুটি গোলই অসাধারণ। চলতি বিশ্বকাপে পাঁচটি গোল করে ফেললেন তারকা স্ট্রাইকার। শেষ মিনিটে পোল্যান্ড ব্যবধান কমালো লেভাডস্কির গোলে।
বিশ্বকাপের আগেই চোট পেয়ে বাদ পড়েন বেঞ্জিমা। চোট পান পোগবাও। এই দুই তারকার পাশাপাশি কিমপেম্বেও খেলতে পারেননি বিশ্বকাপে। এমন একঝাঁক তারকা না থাকায় অনেকেই ভেবেছিলেন গতবারের চ্যাম্পিয়নরা সমস্যায় পড়ে যাবে। কিন্তু তা তো হচ্ছেই না বরং দাপট দেখিয়ে একের পর এক বাধা অনায়াসে টপকে যাচ্ছে ফান্স।
৪৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিলেন অলিভার জিরু (Olivier Giroud)। ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ স্কোরার রখন তিনিই। এমবাপের থাক থেকে বল পান জিরু। বক্সের ভিতরে দারুণ রান করেন তিনি। বাঁদিকে বল ঠেলে ফ্রান্সকে এগিয়ে দেন জিরু।
এমবাপে ২৪ বছরে পা দেবেন কয়েকদিন পরে। ইতিমধ্যে একটি বিশ্বকাপ জিতে ফেলেছেন। চলতি বিশ্বকাপে আবার পাঁচটি গোলও করে ফেলেছেন তিনি। পোল্যান্ডের দ্বিতীয় গোলের সঙ্গেই প্রথম ফরাসি ফুটবলার হিসেবে বিশ্বকাপের আসরে আটটি গোল করার নজির গড়লেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই সেই সংখ্যাটি নয়ে পৌঁছে গেল।
৭৮ মিনিটের গোলে পোল্যান্ডের ফিরে আসার রাস্তাটা বন্ধ করে দিলেন এমবাপে। ডেম্বেলে ডানদিকে বল ধরে কাট করে ভেতরে ঢুকে পড়েন। ডিফেন্ডারদের তাঁর দিকে টেনে নেন এবং এমবাপে দ্বিতীয় পোস্টে আনমার্ক থাকেন। ডেম্বেলে এরপর এমবাপের কাছে বল পাস করেন। সময় নেন এবং ডান পায়ের জোরাল শটে গোলপোস্টের ডানদিকের কোনায় বল রাখেন ফরাসি তারকা। সেজনির কিছু করার ছিল না।
৯০ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে দেন তিনি। ডান পায়ে বল নিয়ে দ্বিতীয় পোস্টে চলে যান এমবাপে। দূরের কোণার উপরের দিকে দারুণ শটে গোল করেন এমবাপে। শেষ ষোলোর দ্বৈরথে খাতায় কলমে পোল্যাণ্ড প্রতিপক্ষ ফ্রান্সের তুলনায় পিছিয়েই ছিল। মাঠে তারই প্রতিফলন দেখা দেখা গেল। আর তারকা স্ট্রাইকার লেভাডস্কি পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমালেও তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে।