কাতারে (FIFA World Cup 2022) ফের মেসি (Lionel Messi) ম্যাজিক। প্রথম ম্যাচে দল কারলেও গোল করেছিলেন লিওনেল মেসি। আর এদিন মরণ বাঁচন ম্যাচেও শুরুতে গোল করলেন তিনিই। ২-০ গোলে মেক্সিকোকে হারাল আর্জেন্টিনা (Argentina)।
বিশ্বকাপের সব খবরের জন্য এখানে ক্লিক করুন
৬৮ মিনিটে প্রথম গোল মেসির
প্রথমার্ধে একেবারেও চেনা ছন্দে ছিল না আর্জেন্টিনা। গোলমুখ খুলতে পারেনি মেক্সিকোও (Mexico)। বরং একটা ফ্রিকিক দারুণ দক্ষতার বাঁচান আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে খেলায় ফিরে আসতে থাকে আর্জেন্টিনা। আক্রমণ তুলে আনলেও কাজের কাজ হচ্ছিল না। আর্জেন্টিনা সমর্থকরা যখন উৎকণ্ঠার প্রহর গোনা শুরু করে দিয়েছেন, ঠিক সেই সময়ই গোল করলেন মেসি।
৬৮ মিনিটে দি মারিয়র পাস থেকে বল কিছুটা ফাঁকায় পেয়ে যান মেসি। সেখান থেকেই অসাধারণ প্লেসমেন্টে বল জালে জড়ান তিনি। এরপর মেসিকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান মেক্সিকান অধিনায়ক ওচোয়া।
দ্বিতীয় গোল এনসো ফের্নান্দেসের
৮৭ মিনিটে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোল এনসো ফের্নান্দেসের। দারুন শটে ওচোয়াকে বোকা বানান তিনি। তবে গোলের বল সাজিয়ে দেন সেই মেসি। ২ গোল পেয়ে যাওয়ায় জিততে সমস্যা হয়নি আর্জেন্টিনার। ডিফেন্ডাররা এদিন একেবারে জায়গায় ছিলেন। ফলে মেক্সিকোর আক্রমণ সমস্যা তৈরি করতে পারেননি। সৌদি আরবের বিরুদ্ধেও ম্যাচের মাত্র ১০ মিনিটেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। গোল করেছিলেন মেসি। তবে ম্যাচের একেবারে শেষদিকে পরপর দুই গোল করে জিতে যায় সৌদি আরব। তাই এক গোল করার পরেও নিশ্চিত হতে পারছিলেন না আর্জেন্টিনা ফ্যানরা। ফের্নান্দেসের গোলের পর সেই আশঙ্কাও দূর হয়।
আর্জেন্টিনা গ্রুপ-সি-তে রয়েছে। এই জয়ের ফলে দুই নম্বরে উঠে এসেছে তাঁরা। কারণ দুটি ম্যাচ খেলে একটিতে হার ও একটিতে জয়। মোট ৩ পয়েন্ট আছে মেসিদের কাছে। অন্যদিকে পোল্যান্ড চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে। শেষ ম্যচেও জিততে হবে আর্জেন্টিনাকে। ড্র করলে থাকিয়ে থাকতে হবে সৌদি আরবের শেষ ম্যাচের দিকে।