FIFA World Cup 2022 Argentina vs Saudi Arabia Match Score Update: সৌদি আরবের কাছে হার মেসির আর্জেন্টিনার, বিশ্বকাপের প্রথম অঘটন

Aajtak Bangla | কলকাতা | 22 Nov 2022, 5:37 PM IST

৩৬ ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনা বিশ্বকাপের প্রথম ম্যাচে নেমেছে আর্জেন্টিনা। বারবার আক্রমণ করছে তাঁরা। ১০ মিনিটে স্পট কিক থেকে গোল করে গেলেন মেসি। ব্যবধান বাড়ানোর চেষ্টায় আর্জেন্টিনা।

ম্যাচের শুরুতেই ১-০ গোলে এগিয়ে গেল মেসির আর্জেন্টিনা। ১০ মিনিটের মাথায় গোল করে গেলেন মেসি। পেনাল্টি থেকে গোল পেয়ে এগিয়ে গেল আর্জেন্টিনা। ফিরতে পারবে সৌদি আরব?

5:37 PM (2 বছর আগে)

হেরে গেল আর্জেন্টিনা

Posted by :- Jagrick Dey

প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে ২-১ গোলে হারলেন মেসিরা। 

5:24 PM (2 বছর আগে)

৬ ডিফেন্ডার নিয়ে ডিফেন্স করছে সৌদি

Posted by :- Jagrick Dey

শেষ কিছু মিনিট কাটিয়ে দেওয়ার চেষ্টায় সৌদি আরব। 

5:18 PM (2 বছর আগে)

সুযোগ নষ্ট করছেন মেসি

Posted by :- Jagrick Dey

চাপ বাড়ছে আর্জেন্টিনার। ৮৫ মিনিটে ওপেন চান্স থেকে গোল করতে ব্যর্থ মেসি।  

4:58 PM (2 বছর আগে)

দারুণ সেভ মহম্মদ আল-ওয়াইসের

Posted by :- Jagrick Dey

গোল করে সমতা ফেরানোর সুযোগ এসে গিয়েছিল আর্জেন্টিনার কাছে। তবে দারুণ সেভ সৌদি গোলরক্ষকের। 

4:55 PM (2 বছর আগে)

৩ খেলোয়াড় পরিবর্তন করল আর্জেন্টিনা

Posted by :- Jagrick Dey

ক্রিস্তিয়ান রোমেরোর জায়গায় লিসান্দ্রো মার্তিনেস, আলেহান্দ্রো দারিও গোমেজের জায়গায় হুলিয়ান আলভারেজ। আর লিয়েনড্রো প্যারেডেসের জায়গায় এনসো ফের্নান্দেস। 

4:49 PM (2 বছর আগে)

এগিয়ে গেল সৌদি আরব

Posted by :- Jagrick Dey

এবার গোল করে গেলেন সালেম আল-দাউসারি। দূর থেকে শট করে বল জালে জড়ালেন তিনি। ২-১ গোলে এগিয়ে তারা।  
 

 

4:43 PM (2 বছর আগে)

শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা

Posted by :- Jagrick Dey

খেলা শুরু হতেই গোল দিল সৌদি আরব। সালেহ আলশেহরির গোলে সমতা ফেরাল তারা। 

4:23 PM (2 বছর আগে)

প্রথমার্ধ শেষ

Posted by :- Jagrick Dey

মেসির করা একমাত্র গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে আরও ব্যবধান বাড়িয়ে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবেন মেসিরা।  

4:17 PM (2 বছর আগে)

মাঝে মাঝে প্রতি আক্রমণে উঠে আসছে সৌদি আরব

Posted by :- Jagrick Dey

কম হলেও মাঝে মধ্যেই ভয় ধরাচ্ছে সৌদি আরব। দক্ষতার অভাবে সমতা ফেরাতে পারছে না তারা। তবে একটুও জমি ছাড়তে নারাজ আরবিয়ানরা। 

4:15 PM (2 বছর আগে)

সুযোগ পেয়েও গোল করতে পারল না আর্জেন্টিনা

Posted by :- Jagrick Dey

ফ্রি কিক পেয়ে গেলেও গোল করতে পারল না আর্জেন্টিনা। দ্রুত ইন্সুরেন্স গোল তুলে নিতে মরিয়া আর্জেন্টিনা। 

4:13 PM (2 বছর আগে)

সৌদি ডিফেন্স নাড়িয়ে দিচ্ছেন মেসি

Posted by :- Jagrick Dey

প্রত্যাশা মতোই দারুণ ছন্দে মেসি। আবারও গোল পাবেন? ফ্রিকিক পেয়েছে আর্জেন্টিনা। 

4:07 PM (2 বছর আগে)

আবারও অফসাইড

Posted by :- Jagrick Dey

ফের বাতিল হল গোল। বারে বারে  মার্টিনেজ-মেসিকে অফসাইডের ফাঁদে ফেলছেন সৌদি আরবের ডিফেন্ডাররা। 

4:02 PM (2 বছর আগে)

আবার গোল নাকচ

Posted by :- Jagrick Dey

বারে বারে গোলের মুখ খুললেও অফ সাইড ট্র্যাপ থেকে বাঁচতে পারছে না মেসিরা। এবার লাওতারো মার্টিনেজ গোল করলেও VAR চেক করে গোল বাতিল করেন রেফারি। 

3:59 PM (2 বছর আগে)

গোল

Posted by :- Keshwanand

 

 

 

3:55 PM (2 বছর আগে)

বাতিল হল গোল

Posted by :- Jagrick Dey

মেসি আবারও গোল দিয়ে দিয়েছিলেন। তবে অফ সাইডের কারণে রেফারি সেই গোল বাতিল করে দিলেন। 

3:49 PM (2 বছর আগে)

ম্যাচের শুরুতেই গোল মেসির

Posted by :- Jagrick Dey

পেনাল্টি থেকে গোল করে ফেললেন মেসি।