বিশ্বকাপের (FIFA World Cup 2022) কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে (Argentina vs Netherlands) টাইব্রেকারে হারিয়ে সেমি ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস এই ম্যাচের ৯০ মিনিট ২-২ গোলে অমিমাংসিত থাকে। আর্জেন্টিনার (Argentina) দুটি গোলের ক্ষেত্রেই কৃতিত্ব মেসির (Lionel Messi)। একটা নিজে করলেন আর একটা করালেন। টাইব্রেকারেও গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা। তবে এই ম্যাচে মেসির বিশেষ ধরনের সেলিব্রেশন এখন ভাইরাল।
পেনাল্টি থেকে গোল করে দুই কানের পাশে হাত দিয়ে তা উদযাপন করতে থাকেন। একটা সময় আর্জেন্টিনার প্রাক্তন তারকা রিকোয়েলমে (Juan Roman Riquelme) গোল করে এমন ভাবেই সেলিব্রেট করতেন। মেসির এই সেলিব্রেশন দেখার পরে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য করতে থাকেন ব্যবহারকারীরা। অনেকে বলতে থাকেন, লুই ফ্যান হালকেই এমন সেলিব্রেশন করে দেখাতে চাইছেন মেসি।
একটা সময় বার্সেলোনায় কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন নেদারল্যান্ডসের বর্তমান কোচ ফ্যান হাল। সেই সময় দলে ছিলেন রিকোয়েলমে। অভিযোগ আর্জেন্টাইন তারকার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলেন তৎকালীন বার্সা কোচ। আর এবার বিশ্বকাপের মঞ্চে তাঁর দলকে গোল দিয়েই প্রাক্তন সতীর্থের অপমানের জবাব দিলেন মেসি।
৩৫ মিনিটে গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা। নেদারল্যান্ডসের ডিফেন্স ভাঙেন সেই মেসি। গোল করেন রাইটব্যাক মলিনা। তিনি রান করে পেনাল্টি বক্সের মধ্যে পড়েন। মেসি বল নিয়ে ঢুকে পড়েন দুই ডিফেন্ডারকে কাটিয়ে। মেসি, মোলিনাকে দারুণ পাস দেন। ওই দুই ডিফেন্ডারের মাঝখান থেকে। রাইটব্যাক হয়েও ঠাণ্ডা মাথায় দারুণ ফিনিশ করেন মোলিনা।
৭৩ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে ফেলে আর্জেন্টিনা। অ্যাকুনাকে বক্সের মধ্যে ফাউল করা হয়। পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা। সেখান থেকে গোল করে যান মেসি।
ম্যাচের শেষ দিকে দুই গোল শোধ করে ফেলে নেদারল্যান্ডস। উইঘর্স্টের দুই গোলে ম্যাচে ফেরে ডাচরা। ডিফেন্সের ভুলে সার্জিও বার্গহাউসের পাসে বাউট উইঘর্স্ট হেডারে গোল করে ব্যবধান ২-১ করেন। এরপর ইনজুরি টাইমের প্রায় শেষ মিনিটে দ্বিতীয় গোল করে ম্যাচ ২-২ সমতায় আনে নেদারল্যান্ডস। এই গোলটিও করেছিলেন উইঘর্স্ট। টাইব্রেকারে দারুণ কিছু সেভ করে দলকে জিতিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।