FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপে(Qatar World Cup 2022) হেক্সার লক্ষ্যে নামছে ব্রাজিল আর সেই বিশ্বকাপের প্রথম অনুশীলনেই গড়হাজির দলের সেরা ভরসা নেইমার নির্ধারিত সময় থেকে দেরি করে ফেলায় অনুশীলন করতে পারলেন না নেইমার অনুশীলন করতে পারেননি মারকুইনস।
কেন দেরি হল নেইমারদের?
বিমানে যান্ত্রিক ত্রুটিই আসল কারণ। নেইমার এবং মারকুইনস দু'জনেই পিএসজিতে খেলেন। প্যারিস থেকে তুরিনে দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল দুই ফুটবলারের। তবে শেষ মুহূর্তে বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পরায় বিমান বদল করতে হয়। তার ফলে নির্ধারিত সময়ের থেকে দেরি করে ফেলেন নেইমাররা। তারা যখন এসে পৌঁছন ততক্ষণে তিতে অনুশীলনে নেমে পড়েছেন। সোমবার সকালের মধ্যে তুরিনে পৌঁছে যাওয়ার কথা ছিল ব্রাজিলের ফুটবলারদের। সেখানে পাঁচ দিনের শিবিরের পর দোহা উড়ে যাওয়ার কথা ব্রাজিল দলের।
প্রথম দিন ১৪ জন ফুটবলারকে নিয়ে অনুশীলনের নেমে পড়েন তিতে। দানি আলভেজ, রিচার্ডলিসন। ভিনিশিয়াস জুনিয়ররা দলের সঙ্গে অনুশীলন করেন। তুরিনে প্রথম দু'দিনের অনুশীলনে সকলের শারীরিক সক্ষমতার পরীক্ষা নেবেন তিতে। বুধবার থেকে পুরোদমে অনুশীলন শুরু হবে। এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ২৪ নভেম্বর সার্বিয়ার বিরুদ্ধে।
নেইমারের বল রিসিভ
ফুটবল যেন নেইমারের (Neymar) কথা শোনে। ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022) আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে এমনটাই দেখা গেল। ৩৫ মিটার উচ্চতা থেকে ড্রোনে করে বল ছোড়া হল। নেইমার তাঁর পায়ের জাদুতে সেই বল রিসিভ করলেন। একেবারে নিখুঁত ভঙ্গিতে। ব্রাজিলের ফ্যানরা এই ভিডিও শেয়ার করা শুরু করেছেন। যদিও ব্রাজিলের প্রথম দিনের অনুশীলনে হাজির থাকতে পারলেন না ব্রাজিলিয়ান তারকা।
বিশ্বকাপে ব্রাজিলের দল
গোলকিপার
অ্যালিসন (লিভারপুল), এদেরসন (ম্যাঞ্চেস্টার সিটি), ওয়েভেরতন (পালমেইরাস)।
ডিফেন্স
অ্যালেক্সজান্দ্রো (জুভেন্তাস), অ্যালেক্স তেলেস (সেভিয়া), ডানি অ্যালভেস (পুমাস), দানিলো (জুভেন্তাস), তিয়াগো সিলভা (চেলসি), মার্কিনিওস (পিএসজি), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ব্রেমের (জুভেন্তাস)।
মিডফিল্ডার
কাসেমিরো (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), ফাবিনিও (লিভারপুল), ফ্রেদ (ম্যান ইউনাইটেড), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম), এভারতন রিভেইরো (ফ্ল্যামেঙ্গো)।
ফরোয়ার্ড
নেইমার (পিএসজি), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনিয়া (বার্সেলোনা), অ্যান ন্তনি (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), রডরিগো (রিয়াল মাদ্রিদ), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহাম), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল)।