Advertisement

FIFA World Cup 2022: মেসিকে হারিয়েই বিশ্বকাপ জিততে চান নেইমার, কী বললেন ব্রাজিলীয় তারকা?

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই তাঁর ক্লাব ফুটবলের সতীর্থ লিওনেল মেসিকে (Lioniel Messi) কার্যত হুঁশিয়ারি দিয়ে রেখেছেন নেইমার (Neymar jr) ব্রাজিলের (Brazil) তারকা ফুটবলার আর্জেন্টাইন তারোকাকে নাকি বলেছেন, তাঁরাই চ্যাম্পিয়ন হবেন এবং আর্জেন্টিনাকে(Argentina) হারাবেন।

মেসি ও নেইমার মেসি ও নেইমার
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Nov 2022,
  • अपडेटेड 3:11 PM IST
  • মেসিদের হারিয়ে চ্যাম্পিয়ন হতে চান নেইমার
  • কোপার বদলা কাতারে

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই তাঁর ক্লাব ফুটবলের সতীর্থ লিওনেল মেসিকে (Lioniel Messi) কার্যত হুঁশিয়ারি দিয়ে রেখেছেন নেইমার (Neymar jr)। ব্রাজিলের (Brazil) তারকা ফুটবলার আর্জেন্টাইন তারোকাকে নাকি বলেছেন, তাঁরাই চ্যাম্পিয়ন হবেন এবং আর্জেন্টিনাকে(Argentina) হারাবেন।

ফাইনালে আর্জেন্টিনাকে হারাবে ব্রাজিল

ইংরেজি সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকার ব্রাজিলিয়ান তারকা বলেন, ''বিশ্বকাপ নিয়ে আমরা (মেসি ও নেইমার) খুব বেশি কথা বলি না। তবে মাঝেমধ্যে হাসি ঠাট্টা করি। যেমন কথা উঠেছিল ফাইনালে যদি আমাদের লড়াই হয়, তাহলে কী হবে? আমি মেসিকে বলে দিয়েছি, আমি চ্যাম্পিয়ন হব আর তোমাদের হারাবো। এরপর দুজনে হাসাহাসিও করেছি।''

আরও পড়ুন

কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেই ম্যাচে নেইমারদের হারিয়ে চ্যাম্পিয়ন হয় মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। এবার কাতারে সেই হারের বদলা নিতে মরিয়া নেইমাররাও।

মেসি ও এমবাপের প্রশংসায় নেইমার
সবসময় ভাল ফুটবলারদের পাশে নিয়েই খেলতে স্বচ্ছন্দ বোধ করেন নেইমার। তিনি বলেন, ''পিএসজির দুই সতীর্থ মেসি এবং এমবাপেকে পাশে নিয়ে খেলার অভিজ্ঞতা দারুন। ওরা দু'জনেই অসাধারণ ফুটবলার। মেসিকে তো অনেকদিন আগে থেকেই বিশ্বের সেরা ফুটবলার বলা হয়।''

ফ্রান্সের তারকা ফুটবলারের প্রশংসা করে নেইমার বললেন এমবাপে  তরুণ ফুটবলার। দারুন উন্নতি করছে। আগামী দিনে নিজের দক্ষতাকে আরও সামনে তুলে ধরবে। ভালো ফুটবলারদের পাশে খেলাটা আমি পছন্দ করি। কারণ তাতে জেতার সুযোগ আর বেড়ে যায়।''

বিশ্বকাপ জয়ের স্বপ্ন কাতারেই পূর্ণ করতে চান নেইমার
ফুটবল যবে থেকে বুঝতে শুরু করেছেন, তবে থেকে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখতে শুরু করেছেন নেইমার। নিজেই জানালেন সে কথা। তিনি বলেন, ''আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো বিশ্বকাপ জেতা। সেই স্বপ্ন সফল করার আর একটা সুযোগ পাচ্ছি। আশা করি এবার সেটা সফল হবে।''

বিশ্বকাপের আগে তুরিন অনুশীলন করছে ব্রাজিল দল। তবে চাপা দুশ্চিন্তা কাজ করছে তিতের দলকে নিয়ে। অনুশীলনে ডিফেন্ডার মার্কুইনোসকে দেখা যায়নি। তাঁর নাকি চোট রয়েছে। তবে কোথায় চোট সেটা এখনও জানানো হয়নি।

Advertisement

ব্রাজিলের (Brazil) তারকা ফুটবলার আর্জেন্টাইন তারোকাকে নাকি বলেছেন, তাঁরাই চ্যাম্পিয়ন হবেন এবং আর্জেন্টিনাকে(Argentina) হারাবেন।

ফাইনালে আর্জেন্টিনাকে হারাবেন নেইমাররা

ইংরেজি সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকার ব্রাজিলিয়ান তারকা বলেন, ''বিশ্বকাপ নিয়ে আমরা (মেসি ও নেইমার) খুব বেশি কথা বলি না। তবে মাঝেমধ্যে হাসি ঠাট্টা করি। যেমন কথা উঠেছিল ফাইনালে যদি আমাদের লড়াই হয়, তাহলে কী হবে? আমি মেসিকে বলে দিয়েছি, আমি চ্যাম্পিয়ন হব আর তোমাদের হারাবো। এরপর দুজনে হাসাহাসিও করেছি।''

কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেই ম্যাচে নেইমারদের হারিয়ে চ্যাম্পিয়ন হয় মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। এবার কাতারে সেই হারের বদলা নিতে মরিয়া নেইমাররাও।

মেসি ও এমবাপের প্রশংসায় নেইমার
সবসময় ভাল ফুটবলারদের পাশে নিয়েই খেলতে স্বচ্ছন্দ বোধ করেন নেইমার। তিনি বলেন, ''পিএসজির দুই সতীর্থ মেসি এবং এমবাপেকে পাশে নিয়ে খেলার অভিজ্ঞতা দারুন। ওরা দু'জনেই অসাধারণ ফুটবলার। মেসিকে তো অনেকদিন আগে থেকেই বিশ্বের সেরা ফুটবলার বলা হয়।''

ফ্রান্সের তারকা ফুটবলারের প্রশংসা করে নেইমার বললেন এমবাপে  তরুণ ফুটবলার। দারুন উন্নতি করছে। আগামী দিনে নিজের দক্ষতাকে আরও সামনে তুলে ধরবে। ভালো ফুটবলারদের পাশে খেলাটা আমি পছন্দ করি। কারণ তাতে জেতার সুযোগ আর বেড়ে যায়।''

বিশ্বকাপ জয়ের স্বপ্ন কাতারেই পূর্ণ করতে চান মেসি
ফুটবল যবে থেকে বুঝতে শুরু করেছেন, তবে থেকে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখতে শুরু করেছেন নেইমার। নিজেই জানালেন সে কথা। তিনি বলেন, ''আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো বিশ্বকাপ জেতা। সেই স্বপ্ন সফল করার আর একটা সুযোগ পাচ্ছি। আশা করি এবার সেটা সফল হবে।''

বিশ্বকাপের আগে তুরিন অনুশীলন করছে ব্রাজিল দল। তবে চাপা দুশ্চিন্তা কাজ করছে তিতের দলকে নিয়ে। অনুশীলনে ডিফেন্ডার মার্কুইনোসকে দেখা যায়নি। তাঁর নাকি চোট রয়েছে। তবে কোথায় চোট সেটা এখনও জানানো হয়নি।

Read more!
Advertisement
Advertisement